Ajker Patrika

বিমানবন্দর চালাতে তালেবান সহায়তা চেয়েছে বলে দাবি তুরস্কের

অনলাইন ডেস্ক
বিমানবন্দর চালাতে তালেবান সহায়তা চেয়েছে বলে দাবি তুরস্কের

কাবুল বিমানবন্দর কারিগরি সহায়তার জন্য তুরস্ককে পাশে চায় তালেবান। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, আমাদের সেনা প্রত্যাহার হলেও আমরা কাবুল বিমানবন্দরের কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকতে পারি। যদি এ নিয়ে চুক্তি হয় তাহলে আমরা সেখানে সেবা দেব।

কালিন আরও জানিয়েছেন আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সব তুর্কি সেনা আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে।

বর্তমানে তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের দখল নেওয়ার পর আফগানিস্তানের সরকারের পতন হয়। এরপর থেকে দেশটির রাজধানী কাবুলের  বিমানবন্দরে দেশ ছাড়তে মরিয়া হাজার হাজার মানুষ ভিড় করেন। আগামী ৩১ আগস্টের নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সৈন্য-নাগরিক এবং আফগান সহযোগীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে পশ্চিমা সামরিক বাহিনী। তালেবান ইতোমধ্যে হুমকি দিয়ে বলেছে, নির্ধারিত সময়ের পর পশ্চিমারা আফগানিস্তানে অবস্থান করলে সেজন্য পরিণতি ভোগ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত