Ajker Patrika

করোনা টিকার পূর্ণ ডোজ পেলেন সু চি

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৪: ২৯
Thumbnail image

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নিয়েছেন । তাঁর আইনজীবী মিন মিন সোয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে।

সু চির আইনজীবী বলেন, তাঁর ব্যক্তিগত কর্মীদেরও পূর্ণাঙ্গ ডোজ টিকা দেওয়া হয়েছে। জান্তা সরকারের উদ্যোগে তাঁদের টিকা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। ৭৬ বছর বয়সী সু চির সঙ্গে নিরাপত্তারক্ষী ও রাঁধুনিসহ ১০ জনের মতো কর্মী রয়েছেন। তবে সু চি কখন বা কোন দেশের টিকা নিয়েছেন, সে ব্যাপারে তাঁর আইনজীবী কিছুই জানাননি।

মিয়ানমারের করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। গত সোমবার দেশটিতে প্রায় তিন হাজার জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন । এই সংখ্যা জুনের শুরুতে এক শর মতো ছিল। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে অপসারণ ও বন্দী করে ক্ষমতায় আসীন হয় সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির স্বাস্থ্যব্যবস্থা ধসে পড়েছে।

মিয়ানমারের ৫ কোটি ৪০ লাখ জনগণের মধ্যে মাত্র ২ দশমিক ৮ শতাংশ মানুষ ভ্যাকসিনের পূর্ণ ডোজ পেয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার এ পর্যন্ত ভারতের কাছ থেকে ১৫ লাখ ডোজের বেশি টিকা পেয়েছে। এ ছাড়া চীনের কাছ থেকে পাঁচ লাখ ডোজ করোনার টিকা পেয়েছে। দেশটি আরও ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছে।

মিয়ানমারের কারাবন্দিদের সহায়তাদানকারী বেসরকারি সংস্থা অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে ৮৮৩ জন নিহত হয়েছেন এবং কারাগারে অন্তরীণ আছেন ৫ হাজার ২০০-এর বেশি বিক্ষোভকারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত