তীব্র জ্বালানি তেল সংকটে ভুগছে শ্রীলঙ্কা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির তেলের পাম্পগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে। শ্রীলঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে অত্যাবশ্যকীয় দ্রব্য আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকার কারণে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। জ্বালানি সংকটের পাশাপাশি দেশটিতে খাদ্য, এবং ওষুধের ওপর সংকটও দেখা দিয়েছে।
ভারত মহাসাগরের দ্বীপ দেশ শ্রীলঙ্কা কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এতটাই কমে গেছে যে বিদেশি ঋণ পরিশোধ ও নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে দিশেহারা হয়ে পড়েছে দেশটির সরকার।
আজ মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ লাইনে অপেক্ষারত অবস্থায় তিনজনের মৃত্যুর পর পেট্রল পাম্প এবং কেরোসিন সরবরাহ পয়েন্টের কাছে সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা সেনাবাহিনীর মুখপাত্র নীলান্ত প্রেমরত্নে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রতিটি জ্বালানি পাম্পে কমপক্ষে দুজন সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। সৈন্যরা জ্বালানি বিতরণে সহায়তা করবে। তবে ভিড় সামলানোর কাজ করবে না।
নীলান্ত প্রেমরত্নে আরও বলেন, এই পদক্ষেপটি অদক্ষ বিতরণের অভিযোগ আসার পর নেওয়া হয়েছে। সামরিক বাহিনী জনগণকে সাহায্য করার জন্য মোতায়েন করা হয়েছে, তাদের মানবাধিকার খর্ব করার জন্য নয়।
জ্বালানি সংকট এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বাড়ায় শ্রীলঙ্কায় সহিংসতার ঘটনা বেড়ে গেছে। পুলিশ জানায়, গত সোমবার এক থ্রি-হুইলার গাড়ির চালক তর্কের সময় একজনকে ছুরিকাঘাতে হত্যা করে। গত সপ্তাহে তিনজন বৃদ্ধ প্রচণ্ড গরমে জ্বালানি কিনতে লাইনে দাঁড়িয়ে মারা অপেক্ষারত অবস্থায় মারা যান।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কার একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেন, লাইন লম্বা হওয়ার সঙ্গে সঙ্গে লোকজনের মেজাজ খারাপ হচ্ছে। পুলিশকে সহায়তা করার জন্য সৈন্যদের মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তীব্র জ্বালানি তেল সংকটে ভুগছে শ্রীলঙ্কা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির তেলের পাম্পগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে। শ্রীলঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে অত্যাবশ্যকীয় দ্রব্য আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকার কারণে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। জ্বালানি সংকটের পাশাপাশি দেশটিতে খাদ্য, এবং ওষুধের ওপর সংকটও দেখা দিয়েছে।
ভারত মহাসাগরের দ্বীপ দেশ শ্রীলঙ্কা কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এতটাই কমে গেছে যে বিদেশি ঋণ পরিশোধ ও নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে দিশেহারা হয়ে পড়েছে দেশটির সরকার।
আজ মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ লাইনে অপেক্ষারত অবস্থায় তিনজনের মৃত্যুর পর পেট্রল পাম্প এবং কেরোসিন সরবরাহ পয়েন্টের কাছে সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা সেনাবাহিনীর মুখপাত্র নীলান্ত প্রেমরত্নে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রতিটি জ্বালানি পাম্পে কমপক্ষে দুজন সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। সৈন্যরা জ্বালানি বিতরণে সহায়তা করবে। তবে ভিড় সামলানোর কাজ করবে না।
নীলান্ত প্রেমরত্নে আরও বলেন, এই পদক্ষেপটি অদক্ষ বিতরণের অভিযোগ আসার পর নেওয়া হয়েছে। সামরিক বাহিনী জনগণকে সাহায্য করার জন্য মোতায়েন করা হয়েছে, তাদের মানবাধিকার খর্ব করার জন্য নয়।
জ্বালানি সংকট এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বাড়ায় শ্রীলঙ্কায় সহিংসতার ঘটনা বেড়ে গেছে। পুলিশ জানায়, গত সোমবার এক থ্রি-হুইলার গাড়ির চালক তর্কের সময় একজনকে ছুরিকাঘাতে হত্যা করে। গত সপ্তাহে তিনজন বৃদ্ধ প্রচণ্ড গরমে জ্বালানি কিনতে লাইনে দাঁড়িয়ে মারা অপেক্ষারত অবস্থায় মারা যান।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কার একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেন, লাইন লম্বা হওয়ার সঙ্গে সঙ্গে লোকজনের মেজাজ খারাপ হচ্ছে। পুলিশকে সহায়তা করার জন্য সৈন্যদের মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছিল যে, হামাস জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ত্রাণ চুরি করছে। এই অভিযোগকে সামনে রেখেই তারা সেখানে খাদ্য সরবরাহে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে এখন জানা যাচ্ছে, ইসরায়েলি সামরিক বাহিনী এমন কোনো প্রমাণই পায়নি যে—হামাস পদ্ধতিগতভাবে জাতিসংঘ
১৮ মিনিট আগেথমথমে পরিবেশ, থেকে থেকে শোনা যাচ্ছে ট্যাঙ্কের গর্জন আর কামানের শব্দ—তিন দিন ধরে থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলগুলোর পরিস্থিতি এরকমই। দু’দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত দ্বন্দ্ব অবশেষে রূপ নিয়েছে খোলা সংঘর্ষে। গত বৃহস্পতিবার প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলি শুরুর পর থেকে এটাই যেন হয়ে
২৪ মিনিট আগেগাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে