Ajker Patrika

আফগান অর্থ ছাড়ে মার্কিন শর্তকে ‘নৃশংসতা’ বললেন কারজাই

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ২০
আফগান অর্থ ছাড়ে মার্কিন শর্তকে ‘নৃশংসতা’ বললেন কারজাই

যুক্তরাষ্ট্রে জব্দ আফগানিস্তানের ৩৫০ কোটি ডলারের সম্পদ ৯/১১-এর ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণে ব্যয়ের সিদ্ধান্তকে ‘আফগান জনগণের প্রতি নৃশংসতা’ বলে উল্লেখ করেছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। এক সংবাদ সম্মেলনে মার্কিন সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কারজাই এই কথা বলেন। খবর আল জাজিরা।

এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকায় জব্দ আফগান সরকারের সম্পদ থেকে ৭০০ কোটি ডলার ফেরত দেওয়ার ঘোষণা দেন। এই ৭০০ কোটি ডলারের মধ্যে আবার ৩৫০ কোটি ডলার ৯/১১ হামলায় হতাহতদের ক্ষতিপূরণের জন্য দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয় হোয়াইট হাউস থেকে। 

কারজাই বলেন, ‘সেপ্টেম্বরের ১১ তারিখে যেসব আমেরিকান প্রাণ হারিয়েছেন তাঁদের স্বজনদের ব্যথা আফগানরা বোঝে, তাঁদের দুঃখ বুঝতে পারে, যারা মারা গেছেন তাঁদের প্রত্যেকের প্রতি আফগান জনগণের ভালোবাসা রয়েছে।’ 

কারজাই আরও বলেন, ‘আমরা তাঁদের (৯/১১-এর ভুক্তভোগী) প্রতি সহানুভূতিশীল। কিন্তু যেসব আফগান জনগণ দীর্ঘ যুদ্ধে তাঁদের জীবন হারিয়েছেন তাঁরাও তো সেসব পরিবারের মতোই ক্ষতিগ্রস্ত। ফলে আফগানদের অর্থ আটকে দেওয়া বা ক্ষতিপূরণের নামে আফগান জনগণের অর্থ আত্মসাৎ করা অন্যায়, অন্যায্য এবং আফগান জনগণের প্রতি নৃশংসতা।’

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট আমেরিকায় আটকে থাকা আফগানিস্তান সরকারের সম্পদ থেকে ৭০০ কোটি ডলার ছাড়ের ঘোষণা দেন। সে সময় বলা হয়, এই অর্থকে দুই ভাগে ভাগ করে এক ভাগ দেওয়া হবে আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রমে এবং অপর ভাগ দেওয়া হবে ৯/১১-এর ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণে।

এ দিকে যুক্তরাষ্ট্রে থাকা আফগান সরকারের সম্পদের ওপর ৯/১১-এর ঘটনায় হতাহতদের ও তাঁদের পরিবারের আইনগত অধিকার রয়েছে বলে দাবি করেছে হতাহতদের পরিবার।

অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রম চালাতে ৩৫০ কোটি ডলার ছাড় করলেও চূড়ান্তভাবে ছাড় পেতে মার্কিন আদালতের অনুমোদন পেতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত