Ajker Patrika

দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৪: ৫৪
তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে আটকে আছেন আড়াই শতাধিক যাত্রী। ছবি: এনডিটিভি
তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে আটকে আছেন আড়াই শতাধিক যাত্রী। ছবি: এনডিটিভি

তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে দুই দিন ধরে আটকে আছেন লন্ডন থেকে ভার্জিন আটলান্টিকের একটি ফ্লাইটের আড়াই শতাধিক যাত্রী। এই যাত্রীদের বেশির ভাগই ভারতীয়। আজ শুক্রবার এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে এ তথ্য।

এয়ারলাইনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত ২ এপ্রিল এক আরোহীর ‘জরুরি চিকিৎসাজনিত’ কারণে লন্ডন থেকে মুম্বাইগামী ভিএস ১৩৫৮ ফ্লাইটটি তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে অবতরণ করে। পরে উড়োজাহাজটিতে একটি প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। এখনো সেটি মেরামতের জন্য পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।

ভার্জিন আটলান্টিকের এক মুখপাত্র বলেন, ‘আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা ও সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রয়োজনীয় কারিগরি অনুমোদন পেলে, আজ (শুক্রবার) স্থানীয় সময় দুপুরে দিয়ারবাকির বিমানবন্দর থেকে ফ্লাইট ভিএস ১৩৫৮ পুনরায় মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা করবে।’

তিনি আরও বলেন, ‘যদি অনুমোদন না মেলে, তাহলে যাত্রীদের বাসে করে অন্য একটি তুর্কি বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে, যেখান থেকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।’

এ সময় যাত্রীদের একটি হোটেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে এয়ারলাইন কর্তৃপক্ষের আন্তরিকতার অভাব রয়েছে বলে অনেক যাত্রী অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, প্রায় ৩০০ যাত্রীর জন্য একটিমাত্র টয়লেট দেওয়া হয়েছে। তুরস্কে এখন বেশ শীত। এই ঠান্ডার মধ্যে কোনো কম্বল বা হিটারের ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ করেছেন তাঁরা।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, যাত্রীরা বিমানবন্দরের বসার জায়গাতেই ঘুমাচ্ছেন। আঙ্কারায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা এই পরিস্থিতির ওপর নজর রাখছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত