মিয়ানমারের থাইল্যান্ড সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আরও বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। আজ শুক্রবার বিদ্রোহীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিমান হামলার কারণে মিয়ানমার থেকে থাইল্যান্ডে পাড়ি জমানোর হার বাড়ছে।
বিদ্রোহী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) বলেছে, বৃহস্পতিবার সেনাবাহিনী অন্তত দুটি বিমান হামলা চালায়। একই সঙ্গে গোলাগুলিও হয় বেশ।
এদিকে রয়টার্সের প্রতিবেদক মায়ে সত জানিয়েছেন, যেখানে বিমান হামলা হয়েছে বলে বলা হচ্ছে, সেখান থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী থাই শহর থেকে বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এমন শব্দ শোনা যায়।
এ বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমার জান্তা সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
গত ফেব্রুয়ারিতে নোবেলজয়ী নেতা অং সান সু চিকে বন্দী করে সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতায় বসার পর থেকেই দেশটিতে অস্থিতিশীলতা চলছে। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ, যা ক্রমে সহিংসতায় রূপ নেয়।
এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে মিয়ানমার সেনাবাহিনী ও কেএনইউর মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। এই সময়ের মধ্যে দেশটি থেকে থাইল্যান্ডে পালিয়ে গেছে ৪ হাজার ২০০-এর বেশি মানুষ। তবে এটি সরকারি হিসাব। দেশটির নাগরিক সমাজের পক্ষ থেকে এই সংখ্যা ১০ হাজারের বেশি বলে উল্লেখ করা হচ্ছে। কেএনইউ বলছে, যেভাবে বিমান হামলা করা হচ্ছে, তাতে এই শরণার্থীর স্রোত আরও বাড়বে।
মিয়ানমারের থাইল্যান্ড সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আরও বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। আজ শুক্রবার বিদ্রোহীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিমান হামলার কারণে মিয়ানমার থেকে থাইল্যান্ডে পাড়ি জমানোর হার বাড়ছে।
বিদ্রোহী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) বলেছে, বৃহস্পতিবার সেনাবাহিনী অন্তত দুটি বিমান হামলা চালায়। একই সঙ্গে গোলাগুলিও হয় বেশ।
এদিকে রয়টার্সের প্রতিবেদক মায়ে সত জানিয়েছেন, যেখানে বিমান হামলা হয়েছে বলে বলা হচ্ছে, সেখান থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী থাই শহর থেকে বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এমন শব্দ শোনা যায়।
এ বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমার জান্তা সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
গত ফেব্রুয়ারিতে নোবেলজয়ী নেতা অং সান সু চিকে বন্দী করে সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতায় বসার পর থেকেই দেশটিতে অস্থিতিশীলতা চলছে। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ, যা ক্রমে সহিংসতায় রূপ নেয়।
এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে মিয়ানমার সেনাবাহিনী ও কেএনইউর মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। এই সময়ের মধ্যে দেশটি থেকে থাইল্যান্ডে পালিয়ে গেছে ৪ হাজার ২০০-এর বেশি মানুষ। তবে এটি সরকারি হিসাব। দেশটির নাগরিক সমাজের পক্ষ থেকে এই সংখ্যা ১০ হাজারের বেশি বলে উল্লেখ করা হচ্ছে। কেএনইউ বলছে, যেভাবে বিমান হামলা করা হচ্ছে, তাতে এই শরণার্থীর স্রোত আরও বাড়বে।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৪ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৮ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১১ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১২ ঘণ্টা আগে