অভূতপূর্ব এক প্রত্যাহার প্রক্রিয়ায় কাবুল বিমানবন্দরে সম্প্রতি সার্বিক নিরাপত্তার দায়িত্ব ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং তুরস্কের সামরিক বাহিনী। গত শুক্রবার পর্যন্ত কাবুলে ৫ হাজার ৮০০ মার্কিন সেনা ছিল। গতকাল শনিবার তা কমে ৪ হাজারে নেমে এসেছে। তা ছাড়া তুরস্কের সর্বশেষ সেনারা কাবুল বিমানবন্দর ছেড়ে গেছে গতকাল। দেশ দুটির শীর্ষ কর্মকর্তারা এসব বিষয় নিশ্চিত করেছেন। অন্যদিকে ৩১ আগস্টের আগে নিজেদের সর্বশেষ সাধারণ নাগরিক সরানোর ব্রিটিশ ফ্লাইট গতকাল কাবুল ছেড়ে গেছে।
রয়টার্স ও আল জাজিরার তথ্যমতে, কাবুল বিমানবন্দরের পাশে গত বৃহস্পতিবার এক আত্মঘাতী বোমা হামলায় এ পর্যন্ত ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের বেশির ভাগই আফগান। এ অবস্থা বিমানবন্দরের চার পাশে নিরাপত্তা জোরদার করেছে তালেবান। কিন্তু এখনো আত্মঘাতী বোমা হামলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের প্রেস সচিব জন কিরবি।
এ অবস্থায় কাবুল বিমানবন্দরের বাইরের অংশের কিছু ফটকের দায়িত্ব তালেবানের হাতে হস্তান্তর করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ দিকে কাবুল বিমানবন্দরের কারিগরি সহায়তার জন্য তালেবান তুরস্কের সঙ্গে এরই মধ্যে বিস্তর আলোচনা করেছে। কিন্তু নিরাপত্তার বিষয় নিশ্চিত না হওয়ায় তুরস্ক এখনো সিদ্ধান্ত জানায়নি। একই বিষয়ে কাতারের কাছেও তালেবান সাহায্য চাইতে পারে বলে ধরে ধারণা করা হচ্ছে।
কোনো নৌ যোগাযোগ না থাকায় আফগানিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সমাজের যোগাযোগ রক্ষার জন্য বিমানবন্দরের কোনো বিকল্প নেই। তাই ন্যাটো ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ নানা আন্তর্জাতিক সংস্থা ৩১ তারিখের পরও কাবুলসহ দেশটির কয়েকটি বিমানবন্দরে বিদেশিদের নিরাপত্তার জন্য চেষ্টা করছে। অবশ্য বৈধ কাজগপত্রধারী যে কোনো ব্যক্তি ৩১ তারিখের পরও বিমানবন্দর ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে তালেবান।
এদিকে যুক্তরাষ্ট্রকে ‘শিকারি নেকড়ে’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি। আফগানিস্তানের প্রসঙ্গ টেনে নতুন প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির মন্ত্রী পরিষদের সঙ্গে প্রথম বৈঠকে তিনি এ মন্তব্য করেন। অন্যদিকে গতকাল তালেবান বিষয়ে সমন্বিতভাবে কাজ করতে গতকাল নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।
তিন দিন থেকে চালু হওয়া কাবুলের কেন্দ্রীয় ব্যাংক সীমিত পরিসরে কার্যক্রম চালাচ্ছে। নগদ অর্থের অভাবে গতকাল অনেক সরকারি কর্মকর্তাসহ কয়েক শ মানুষ গতকাল ব্যাংকের বাইরে বিক্ষোভ করেছে। সরকারি কর্মকর্তাদের অনেকে ৩-৬ মাস ধরে বেতন পাননি বলে জানিয়েছেন।
অভূতপূর্ব এক প্রত্যাহার প্রক্রিয়ায় কাবুল বিমানবন্দরে সম্প্রতি সার্বিক নিরাপত্তার দায়িত্ব ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং তুরস্কের সামরিক বাহিনী। গত শুক্রবার পর্যন্ত কাবুলে ৫ হাজার ৮০০ মার্কিন সেনা ছিল। গতকাল শনিবার তা কমে ৪ হাজারে নেমে এসেছে। তা ছাড়া তুরস্কের সর্বশেষ সেনারা কাবুল বিমানবন্দর ছেড়ে গেছে গতকাল। দেশ দুটির শীর্ষ কর্মকর্তারা এসব বিষয় নিশ্চিত করেছেন। অন্যদিকে ৩১ আগস্টের আগে নিজেদের সর্বশেষ সাধারণ নাগরিক সরানোর ব্রিটিশ ফ্লাইট গতকাল কাবুল ছেড়ে গেছে।
রয়টার্স ও আল জাজিরার তথ্যমতে, কাবুল বিমানবন্দরের পাশে গত বৃহস্পতিবার এক আত্মঘাতী বোমা হামলায় এ পর্যন্ত ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের বেশির ভাগই আফগান। এ অবস্থা বিমানবন্দরের চার পাশে নিরাপত্তা জোরদার করেছে তালেবান। কিন্তু এখনো আত্মঘাতী বোমা হামলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের প্রেস সচিব জন কিরবি।
এ অবস্থায় কাবুল বিমানবন্দরের বাইরের অংশের কিছু ফটকের দায়িত্ব তালেবানের হাতে হস্তান্তর করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ দিকে কাবুল বিমানবন্দরের কারিগরি সহায়তার জন্য তালেবান তুরস্কের সঙ্গে এরই মধ্যে বিস্তর আলোচনা করেছে। কিন্তু নিরাপত্তার বিষয় নিশ্চিত না হওয়ায় তুরস্ক এখনো সিদ্ধান্ত জানায়নি। একই বিষয়ে কাতারের কাছেও তালেবান সাহায্য চাইতে পারে বলে ধরে ধারণা করা হচ্ছে।
কোনো নৌ যোগাযোগ না থাকায় আফগানিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সমাজের যোগাযোগ রক্ষার জন্য বিমানবন্দরের কোনো বিকল্প নেই। তাই ন্যাটো ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ নানা আন্তর্জাতিক সংস্থা ৩১ তারিখের পরও কাবুলসহ দেশটির কয়েকটি বিমানবন্দরে বিদেশিদের নিরাপত্তার জন্য চেষ্টা করছে। অবশ্য বৈধ কাজগপত্রধারী যে কোনো ব্যক্তি ৩১ তারিখের পরও বিমানবন্দর ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে তালেবান।
এদিকে যুক্তরাষ্ট্রকে ‘শিকারি নেকড়ে’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি। আফগানিস্তানের প্রসঙ্গ টেনে নতুন প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির মন্ত্রী পরিষদের সঙ্গে প্রথম বৈঠকে তিনি এ মন্তব্য করেন। অন্যদিকে গতকাল তালেবান বিষয়ে সমন্বিতভাবে কাজ করতে গতকাল নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।
তিন দিন থেকে চালু হওয়া কাবুলের কেন্দ্রীয় ব্যাংক সীমিত পরিসরে কার্যক্রম চালাচ্ছে। নগদ অর্থের অভাবে গতকাল অনেক সরকারি কর্মকর্তাসহ কয়েক শ মানুষ গতকাল ব্যাংকের বাইরে বিক্ষোভ করেছে। সরকারি কর্মকর্তাদের অনেকে ৩-৬ মাস ধরে বেতন পাননি বলে জানিয়েছেন।
গাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেসব কাগজপত্র ছিল তাঁর কাছে—আধার, ভোটার কার্ড, এমনকি আত্মীয়দের পরিচয়পত্রও। তবু রাজস্থান পুলিশ বিশ্বাস করল না যে সে ভারতীয়। এরপর, এক সকালে চোখ খুলে দেখল, সে আছে অন্য এক দেশে, বাংলাদেশে। আর এখন পশ্চিমবঙ্গ সরকার আমির শেখ নামক ওই তরুণকে দেশে ফিরিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে‘আমার বাবা ডায়বেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। পর্যাপ্ত খাবারের অভাবে প্রায়শই তিনি অজ্ঞান হয়ে পড়েন। একবার তো পড়ে গিয়ে হাত ভেঙেছেন। দুধ-ডিমের মতো পুষ্টিকর খাবার ছাড়া তার সুস্থ হয়ে ওঠার কোনো উপায় নেই। কিন্তু পুষ্টিকর খাবার তো দূর কোনোমতে পেট ভরার মতো খাবারও নেই। বেশির ভাগ দিনই আমরা না খেয়ে থাকছি। মাঝে মাঝ
৩ ঘণ্টা আগে