ভারতে করোনার সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটির প্রশাসনিক রাজধানী নয়া দিল্লি এবং বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে করোনা রোগী বেড়ে যাওয়ায় অক্সিজেন, ওষুধের সংকট দেখা দিয়েছে। পাশাপাশি শয্যার অভাবে সেখানকার হাসপাতালগুলোতেও ভর্তি হতে পারছেন করোনা রোগীরা।
ভারতীয় ভ্যারিয়েন্টের কারণেই ভারত করোনা মহামারিতে বিপর্যস্ত হয়েছে কীনা তা নিয়ে গবেষণা করছে বিজ্ঞানীরা। ভারতে পাওয়া করোনার এই ভ্যারিয়েন্টটির নাম দেওয়া হয়েছে বি.১.৬১৭ । বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট।
এ নিয়ে ভারতের জ্যেষ্ঠ ভাইরোলজিস্ট শাহিদ জামিল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বি.১.৬১৭ ভ্যারিয়েন্টটির বাইরের "স্পাইক" অংশকে একই সঙ্গে দুইটি মিউটেশন বা পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। এটি মানব কোষের সঙ্গে সংযুক্ত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে , গত বছরের অক্টোবর মাসে ডিসেম্বরে ভারতে বি.১.৬১৭ ভ্যারিয়েন্টটি চিহ্নিত হয়। পরে ডিসেম্বরের দিকে এই ভ্যারিয়েন্টটির প্রধান উৎসটি চিহ্নিত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে তখন বলা হয়, ভারতে পাওয়া করোনা ভ্যারিয়েন্টটি বেশি সংক্রামক হতে পারে। এর কারণে এতে একজন রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে এবং ভ্যাকসিনের সুরক্ষাও ভাঙতে পারে।
জাতিসংঘের সংস্থাটি জানায়, ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে ভারতে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে কীনা এ নিয়ে আরো গবেষণা প্রয়োজন। ল্যাবরেটরি ভিত্তিক সীমিত আকারে নমুনা পরীক্ষা করে দেখা গেছে যে এটি সংক্রমণ বাড়ায়।
যুক্তরাজ্যে পাওয়া অতি সংক্রামক বি ১১৭ ভ্যারিয়েন্টও ভারতের কিছু অংশে ছড়িয়ে পড়েছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ভারতের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের পরিচালক সুজিত কুমার সিং বলেন, নয়া দিল্লিতে মার্চ মাসের দ্বিতীয়ার্ধে যুক্তরাজ্যে ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে । তবে মহারাষ্ট্রে ভারতের ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী বেশি পাওয়া গেছে। এই রাজ্যটি ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
ইতালির রোমের বাম্বিনো জেসু হাসপাতালের মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি ডায়াগনস্টিক্স বিভাগের প্রধান কার্লো ফেডেরিকো পের্নো বলেন, ভারতের করোনার সংক্রমণে বাড়ার কারণ শুধু ভারতীয় ভ্যারিয়েন্ট নয়। বৃহৎ জনসমাবেশকে এই সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ি মনে করেন পের্নো।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক র্যালি এবং ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দিয়ে সমালোচিত হচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, এগুলোই ভারতে করোনার সুপার স্প্রেডার হিসেবে কাজ করছে।
তবে ভারতীয় করোনার ভ্যারিয়েন্ট নিয়ে আশার বাণী শুনিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। ল্যাব গবেষণার বরাত দিয়ে তিনি জানান, ভারতে তৈরি কোভ্যাক্সিন ভারতীয় করোনা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী।
ভারতে করোনার সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটির প্রশাসনিক রাজধানী নয়া দিল্লি এবং বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে করোনা রোগী বেড়ে যাওয়ায় অক্সিজেন, ওষুধের সংকট দেখা দিয়েছে। পাশাপাশি শয্যার অভাবে সেখানকার হাসপাতালগুলোতেও ভর্তি হতে পারছেন করোনা রোগীরা।
ভারতীয় ভ্যারিয়েন্টের কারণেই ভারত করোনা মহামারিতে বিপর্যস্ত হয়েছে কীনা তা নিয়ে গবেষণা করছে বিজ্ঞানীরা। ভারতে পাওয়া করোনার এই ভ্যারিয়েন্টটির নাম দেওয়া হয়েছে বি.১.৬১৭ । বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট।
এ নিয়ে ভারতের জ্যেষ্ঠ ভাইরোলজিস্ট শাহিদ জামিল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বি.১.৬১৭ ভ্যারিয়েন্টটির বাইরের "স্পাইক" অংশকে একই সঙ্গে দুইটি মিউটেশন বা পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। এটি মানব কোষের সঙ্গে সংযুক্ত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে , গত বছরের অক্টোবর মাসে ডিসেম্বরে ভারতে বি.১.৬১৭ ভ্যারিয়েন্টটি চিহ্নিত হয়। পরে ডিসেম্বরের দিকে এই ভ্যারিয়েন্টটির প্রধান উৎসটি চিহ্নিত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে তখন বলা হয়, ভারতে পাওয়া করোনা ভ্যারিয়েন্টটি বেশি সংক্রামক হতে পারে। এর কারণে এতে একজন রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে এবং ভ্যাকসিনের সুরক্ষাও ভাঙতে পারে।
জাতিসংঘের সংস্থাটি জানায়, ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে ভারতে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে কীনা এ নিয়ে আরো গবেষণা প্রয়োজন। ল্যাবরেটরি ভিত্তিক সীমিত আকারে নমুনা পরীক্ষা করে দেখা গেছে যে এটি সংক্রমণ বাড়ায়।
যুক্তরাজ্যে পাওয়া অতি সংক্রামক বি ১১৭ ভ্যারিয়েন্টও ভারতের কিছু অংশে ছড়িয়ে পড়েছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ভারতের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের পরিচালক সুজিত কুমার সিং বলেন, নয়া দিল্লিতে মার্চ মাসের দ্বিতীয়ার্ধে যুক্তরাজ্যে ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে । তবে মহারাষ্ট্রে ভারতের ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী বেশি পাওয়া গেছে। এই রাজ্যটি ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
ইতালির রোমের বাম্বিনো জেসু হাসপাতালের মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি ডায়াগনস্টিক্স বিভাগের প্রধান কার্লো ফেডেরিকো পের্নো বলেন, ভারতের করোনার সংক্রমণে বাড়ার কারণ শুধু ভারতীয় ভ্যারিয়েন্ট নয়। বৃহৎ জনসমাবেশকে এই সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ি মনে করেন পের্নো।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক র্যালি এবং ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দিয়ে সমালোচিত হচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, এগুলোই ভারতে করোনার সুপার স্প্রেডার হিসেবে কাজ করছে।
তবে ভারতীয় করোনার ভ্যারিয়েন্ট নিয়ে আশার বাণী শুনিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। ল্যাব গবেষণার বরাত দিয়ে তিনি জানান, ভারতে তৈরি কোভ্যাক্সিন ভারতীয় করোনা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী।
ইউক্রেনে আবারও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সরকারের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে বাড়ি-ঘর ও বেসামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে একাধিক রুশ ড্রোন। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ নিহত হয়েছে বলে খবর না পাওয়া গেলেও জানা গেছে, আহত হয়েছেন তিন বেসামরিক...
২৬ মিনিট আগেইরানের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে, গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল, তাতে অংশ নেওয়া ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট, কমান্ডার ও ড্রোন অপারেটরদের সম্পূর্ণ পরিচয় তারা উন্মোচন করতে সক্ষম হয়েছে। এরা কোথায় থাকে, কোন ইউনিটে কাজ করে এবং আগের অপরাধে তাদের সংশ্লিষ্টতা—সব তথ্য...
৩৮ মিনিট আগেমুম্বাই থেকে কলকাতা হয়ে ফ্লাইট ৬ ই-২৩৮৭-তে করে আসামের শিলচরে যাচ্ছিলেন হোসেন আহমেদ মজুমদার। হঠাৎ প্লেনের মধ্যে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমানের দুই ক্রু সদস্য তাঁকে বিমান থেকে নামতে সাহায্য করছিলেন। সে সময় পাশের সিটের এক যাত্রী আকস্মিকভাবে তাঁকে চড় মেরে বসেন।
১ ঘণ্টা আগেগাজাজুড়ে, আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল শনিবার, ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও অন্তত ৬২ জন। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের ৩৮ জন বিতর্কিত মানবিক সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
২ ঘণ্টা আগে