Ajker Patrika

শাস্তি কমল সু চির 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৮
Thumbnail image

মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক নেত্রী অং সান সু চিকে কোভিড স্বাস্থ্যবিধি ভঙ্গ ও উত্তেজনা উসকে দেওয়ার দায়ে চার বছরের কারাদণ্ড দিয়েছিলেন দেশটির জান্তা আদালত। তবে সেই শাস্তি কমানো হয়েছে। আদালত জানিয়েছেন, চার বছর নয়, সু চিকে জেলে থাকতে হবে দুই বছর। 

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমআরটিভির বরাত দিয়ে আজ মঙ্গলবার এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।  

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সু চির পাশাপাশি ক্ষমতাচ্যুত মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টের শাস্তি কমিয়েছেন জান্তা আদালত।

৭৬ বছর বয়সী সু চিকে উসকানি, কোভিড-১৯ স্বাস্থ্যবিধি ভঙ্গ এবং রাষ্ট্রের গোপন তথ্য পাচারসহ ডজনখানেক অভিযোগের মুখোমুখি করা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে সু চির।  

চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্দী করা হয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও তাঁর দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে।

সু চি ও  মিন্টের শাস্তি কোথায় কার্যকর করবে তা স্পষ্ট নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত