মিয়ানমার থেকে পালানোর সময় রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদন অনুসারে, নিখোঁজ রয়েছে আরও ৩০ জন। এই দুর্ঘটনা থেকে ৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
জীবিত উদ্ধারকৃতরা বলেন, গত রোববার তাঁরা নৌকায় করে মালয়েশিয়া পৌঁছাতে চাচ্ছিলেন। তাঁদের নৌকায় ৫০ জনেরও বেশি আরোহী ছিল।
প্রতি বছর হাজারো রোহিঙ্গা এই বিপজ্জনক সমুদ্রযাত্রা করে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া পাড়ি দেওয়ার চেষ্টা করে। তাঁরা মিয়ানমার সরকারের নিপীড়ন ও বাংলাদেশের কক্সবাজারে ঘনবসতিপূর্ণ আশ্রয় শিবির থেকে পালাচ্ছেন
উদ্ধারকর্মীরা বিবিসি বার্মিজ সংস্করণকে জানান, নিহত প্রত্যেকেই রোহিঙ্গা মুসলিম। তাঁদের মধ্যে ১৩ জন নারী ও ১০ জন পুরুষ।
মিয়ানমারে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে মুসলিম রোহিঙ্গারা ক্ষুদ্র নৃগোষ্ঠী। ২০১৭ সালে দেশটিতে জাতিগত নিধন শুরু হলে বেশির ভাগই বাংলাদেশে পালিয়ে আসেন। যারা এখনো রয়ে গেছেন, ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে তাঁরাও পালানোর চেষ্টা করছেন।
নৌকাডুবি থেকে যারা জীবিত ফিরে এসেছেন তাঁরা বলেন, রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের কাছে তাঁরা বিশাল ঢেউয়ের কবলে পড়েন। পাচারকারীরা তখন নৌকা ছেড়ে পালায়। অন্য একটি নৌকা লাশ উদ্ধার করে। কয়েকটি লাশ তীরে ভেসে আসে।
মালয়েশিয়া পৌঁছে দেওয়ার জন্য এই পাচারকারীরা জনপ্রতি ৪ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা করে নিয়েছিল। মাছ ধরার নৌকায় করে আন্দামান সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন তাঁরা। যদিও এটি সব সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষাকালে ঝড়ের কবলে পড়ার আশঙ্কা বেশি থাকে। বেশির ভাগ রোহিঙ্গা অক্টোবর থেকে মে মাসের মাঝামাঝি সময়ে এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন। মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় একটু ভালো জীবনের সন্ধানে যেতে তাঁরা শেষ সম্বলও বিক্রি করে দেন।
মিয়ানমার থেকে পালানোর সময় রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদন অনুসারে, নিখোঁজ রয়েছে আরও ৩০ জন। এই দুর্ঘটনা থেকে ৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
জীবিত উদ্ধারকৃতরা বলেন, গত রোববার তাঁরা নৌকায় করে মালয়েশিয়া পৌঁছাতে চাচ্ছিলেন। তাঁদের নৌকায় ৫০ জনেরও বেশি আরোহী ছিল।
প্রতি বছর হাজারো রোহিঙ্গা এই বিপজ্জনক সমুদ্রযাত্রা করে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া পাড়ি দেওয়ার চেষ্টা করে। তাঁরা মিয়ানমার সরকারের নিপীড়ন ও বাংলাদেশের কক্সবাজারে ঘনবসতিপূর্ণ আশ্রয় শিবির থেকে পালাচ্ছেন
উদ্ধারকর্মীরা বিবিসি বার্মিজ সংস্করণকে জানান, নিহত প্রত্যেকেই রোহিঙ্গা মুসলিম। তাঁদের মধ্যে ১৩ জন নারী ও ১০ জন পুরুষ।
মিয়ানমারে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে মুসলিম রোহিঙ্গারা ক্ষুদ্র নৃগোষ্ঠী। ২০১৭ সালে দেশটিতে জাতিগত নিধন শুরু হলে বেশির ভাগই বাংলাদেশে পালিয়ে আসেন। যারা এখনো রয়ে গেছেন, ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে তাঁরাও পালানোর চেষ্টা করছেন।
নৌকাডুবি থেকে যারা জীবিত ফিরে এসেছেন তাঁরা বলেন, রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের কাছে তাঁরা বিশাল ঢেউয়ের কবলে পড়েন। পাচারকারীরা তখন নৌকা ছেড়ে পালায়। অন্য একটি নৌকা লাশ উদ্ধার করে। কয়েকটি লাশ তীরে ভেসে আসে।
মালয়েশিয়া পৌঁছে দেওয়ার জন্য এই পাচারকারীরা জনপ্রতি ৪ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা করে নিয়েছিল। মাছ ধরার নৌকায় করে আন্দামান সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন তাঁরা। যদিও এটি সব সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষাকালে ঝড়ের কবলে পড়ার আশঙ্কা বেশি থাকে। বেশির ভাগ রোহিঙ্গা অক্টোবর থেকে মে মাসের মাঝামাঝি সময়ে এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন। মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় একটু ভালো জীবনের সন্ধানে যেতে তাঁরা শেষ সম্বলও বিক্রি করে দেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘অপারেশন বুনিয়ানুম মারসৌস’—এর সাফল্য এক ঐতিহাসিক মুহূর্ত। তাঁর ভাষ্য, পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘এবার ভারতের আগ্রাসনের কড়া জবাব দিয়ে ১৯৭১ সালের যুদ্ধের বদলা নিয়েছে।’ গতকাল বুধবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে এক সেনানিবাসে তিনি এই কথা বলেন।
২০ মিনিট আগেইরানের সঙ্গে পরমাণু চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে এবং তেহরান শর্তাবলিতে ‘এক প্রকার’ রাজি হয়েছে।
২ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের আজ বৃহস্পতিবার সকালে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের নিরাপত্তাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে এই গোলাগুলিতে অন্তত ১ জন নিহত হয়েছে। টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে এই গোলাগুলি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেপ্রায় ৩ বছর পর সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে লড়াইরত দুই প্রতিবেশী রাশিয়া ও ইউক্রেন। আজ বৃহস্পতিবার তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে এই আলোচনা অনুষ্ঠিত হবে। সবার নজর এখন ইস্তাম্বুলের দিকে। কারণ, এই বৈঠকই রাশিয়া-ইউক্রেনের মধ্যে ৩ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারে।
৩ ঘণ্টা আগে