Ajker Patrika

ভিয়েতনামের প্রেসিডেন্টের পদত্যাগ, বিদেশি বিনিয়োগ নিয়ে শঙ্কা 

ভিয়েতনামের প্রেসিডেন্টের পদত্যাগ, বিদেশি বিনিয়োগ নিয়ে শঙ্কা 

পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভান দৌং। দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে। গতকাল বুধবার ভিয়েতনাম সরকার বিষয়টি জানিয়েছে। তবে এই পদত্যাগ দেশটির রাজনৈতিক অস্থিরতারই ইঙ্গিত দেয় এবং এতে দেশটির প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বিনষ্ট হতে পারে। 

ভিয়েতনাম সরকার এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট ভ্যান দৌং পার্টির নিয়ম ভঙ্গ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে জনমতের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে এবং এতে দল ও দেশের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এমনকি দৌংয়ের নিজের সুনামও ক্ষুণ্ন হয়েছে। তবে প্রেসিডেন্ট কী কী নিয়ম ভঙ্গ করেছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি কমিউনিস্ট পার্টি। 

কমিউনিস্ট পার্টির অধীনে একদলীয় শাসনাধীন ভিয়েতনামের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সেন্ট্রাল পার্টি কমিটি দৌংয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাত্র এক বছরের মাথায় পদত্যাগ করলেন ভো ভ্যান দৌং। যদিও ভিয়েতনামে প্রেসিডেন্টর পদ একটি আনুষ্ঠানিক পদ তবে ক্ষমতা ও রাজনীতির কাঠামোতে তাঁর অবস্থান চতুর্থ। 

যদিও কমিউনিস্ট পার্টি কোনো কারণ দর্শায়নি তবে ধারণা করা হচ্ছে, ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি দুর্নীতিবিরোধী যে প্রচারণা চালাচ্ছে প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি তার সঙ্গেই জড়িত। কারণ, এর আগেও একই ইস্যুতে বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তার রদবদল করা হয়েছে। 

সম্প্রতি ভিয়েতনামের কোয়াং নগাই প্রদেশের কমিউনিস্ট পার্টির সাবেক এক প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির পুলিশ। ভো ভ্যান দৌংও সেই এলাকায় এক সময় পার্টি প্রেসিডেন্ট ছিলেন। আর গ্রেপ্তারি পরোয়ানার কিছুদিনের মাথায় তিনি পদত্যাগ করলেন। 

এ ছাড়া, ভিয়েতনামের বাণিজ্যিক হাব হিসেবে পরিচিত হো চি মিন সিটি অঞ্চলের পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। যেখানেও কয়েক বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ আছে। এই বিষয়েও তদন্ত ও বিচার চলমান। বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের অভিযোগ, দুর্নীতির কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদন প্রক্রিয়া ধীর গতির হয়ে গেছে। 

এর আগে, ভো ভ্যান দৌংয়ের পূর্বসূরি নগুয়েন জুয়ান ফুচের বিরুদ্ধেও ‘পার্টির নীতিমালা ভঙ্গ ও অন্যায় আচরণের’ অভিযোগ আনা হলে তিনি পদত্যাগ করেন। এরপর, ভো ভ্যান দৌংকে প্রেসিডেন্ট নিযুক্ত করতে কমিউনিস্ট পার্টি দেড় মাস সময় নিয়েছিল। 
 
এবার হয়তো দ্রুত প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে চলমান রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা যেতে পারে। কিন্তু তারপরও আশঙ্কা থেকে যায় যে, পরবর্তী প্রেসিডেন্ট দেশটির রাজনীতিতে স্থিতিশীলতার প্রতীক হতে পারবেন কি না। আর স্থিতিশীলতা না আসলে, বিদেশি বিনিয়োগের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশটির বিনিয়োগের ধারাবাহিকতা নষ্ট হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত