সারা বিশ্বে এখন এক আতঙ্কের নাম এমপক্স বা মাঙ্কিপক্স। আফ্রিকা মহাদেশ থেকে শুরু হয়ে এই ভাইরাস এখন ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়েছে। এশিয়া মহাদেশের দেশ পাকিস্তান ও ফিলিপাইনের পর এবার থাইল্যান্ডে পাওয়া গেছে এমপক্স ভাইরাস।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, থাইল্যান্ডে এক ব্যক্তির শরীরে এমপক্স শনাক্ত হয়েছে। তবে তিনি থাই নাগরিক নন। তিনি একজন ইউরোপীয়। গত সপ্তাহে তিনি আফ্রিকা থেকে দেশটিতে এসেছেন। তাঁর শরীরে এমপক্সের ধরনটি শনাক্ত করতে নমুনা পরীক্ষা করা হয়েছে। কর্তৃপক্ষ এখন পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছে।
আজ বুধবার (২১ আগস্ট) থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক থংচাই কেরাতিহাত্তায়াকর্ন রয়টার্সকে বলেছেন, ওই ব্যক্তি এমপক্সের ক্লেড ওয়ান ধরনে আক্রান্ত হয়েছেন কি না, তা জানতে থাই কর্তৃপক্ষ কাজ করছে। কারণ ওই ব্যক্তি গত ১৪ আগস্ট আফ্রিকার একটি দেশ থেকে এসেছেন। ওই দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
আফ্রিকার অন্তত ১৩ দেশে এমপক্সের নতুন ধরন ক্লেইড ওয়ান বি ছড়িয়েছে। এ জন্য আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্র জরুরি অবস্থা জারি করেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শুধু কঙ্গোতেই এমপক্সে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৫৪৮ জনের। আফ্রিকায় এমন ভয়াবহ সংক্রমণ শুরু হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
সংস্থাটির জরুরি স্বাস্থ্য সতর্কবার্তায় বলা হয়, এমপক্সের উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লুর মতো। আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে এমনকি শ্বাস-প্রশ্বাস থেকেও অন্যরা সংক্রমিত হতে পারেন। এ ছাড়া এমপক্স আক্রান্ত বন্যপ্রাণী শিকার করা, চামড়া তোলা ও মাংস কাটা হলেও সংক্রমণের ঝুঁকি থাকে।
তবে এমপক্স ভাইরাস আগে থেকেই পৃথিবীতে ছিল। মাঝখানে কমলেও সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে। ১৯৫৮ সালে বানরের দেহে এই ভাইরাস প্রথম শনাক্ত হওয়ায় নামকরণ হয় মাঙ্কিপক্স, যাকে সংক্ষেপে বলা হয় এমপক্স।
সারা বিশ্বে এখন এক আতঙ্কের নাম এমপক্স বা মাঙ্কিপক্স। আফ্রিকা মহাদেশ থেকে শুরু হয়ে এই ভাইরাস এখন ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়েছে। এশিয়া মহাদেশের দেশ পাকিস্তান ও ফিলিপাইনের পর এবার থাইল্যান্ডে পাওয়া গেছে এমপক্স ভাইরাস।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, থাইল্যান্ডে এক ব্যক্তির শরীরে এমপক্স শনাক্ত হয়েছে। তবে তিনি থাই নাগরিক নন। তিনি একজন ইউরোপীয়। গত সপ্তাহে তিনি আফ্রিকা থেকে দেশটিতে এসেছেন। তাঁর শরীরে এমপক্সের ধরনটি শনাক্ত করতে নমুনা পরীক্ষা করা হয়েছে। কর্তৃপক্ষ এখন পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছে।
আজ বুধবার (২১ আগস্ট) থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক থংচাই কেরাতিহাত্তায়াকর্ন রয়টার্সকে বলেছেন, ওই ব্যক্তি এমপক্সের ক্লেড ওয়ান ধরনে আক্রান্ত হয়েছেন কি না, তা জানতে থাই কর্তৃপক্ষ কাজ করছে। কারণ ওই ব্যক্তি গত ১৪ আগস্ট আফ্রিকার একটি দেশ থেকে এসেছেন। ওই দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
আফ্রিকার অন্তত ১৩ দেশে এমপক্সের নতুন ধরন ক্লেইড ওয়ান বি ছড়িয়েছে। এ জন্য আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্র জরুরি অবস্থা জারি করেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শুধু কঙ্গোতেই এমপক্সে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৫৪৮ জনের। আফ্রিকায় এমন ভয়াবহ সংক্রমণ শুরু হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
সংস্থাটির জরুরি স্বাস্থ্য সতর্কবার্তায় বলা হয়, এমপক্সের উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লুর মতো। আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে এমনকি শ্বাস-প্রশ্বাস থেকেও অন্যরা সংক্রমিত হতে পারেন। এ ছাড়া এমপক্স আক্রান্ত বন্যপ্রাণী শিকার করা, চামড়া তোলা ও মাংস কাটা হলেও সংক্রমণের ঝুঁকি থাকে।
তবে এমপক্স ভাইরাস আগে থেকেই পৃথিবীতে ছিল। মাঝখানে কমলেও সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে। ১৯৫৮ সালে বানরের দেহে এই ভাইরাস প্রথম শনাক্ত হওয়ায় নামকরণ হয় মাঙ্কিপক্স, যাকে সংক্ষেপে বলা হয় এমপক্স।
নেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
১ ঘণ্টা আগেদোহায় ইসরায়েলি হামলায় কোনো ক্ষতি হয়নি হামাস নেতাদের। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগেনেপালে চলমান বিক্ষোভ ও সহিংস পরিস্থিতির মধ্যে সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়—যদি সহিংস কর্মকাণ্ড, লুটপাট ও অগ্নিসংযোগ অব্যাহত থাকে, তবে রাত ১০টা (স্থানীয় সময়) থেকে সেনাসহ সব নিরাপত্তা সংস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বাধ্য হবে।
২ ঘণ্টা আগেনেপালে চলমান বিক্ষোভে আরও একজন নিহত হয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়াল ২২-এ। এর মধ্যে গতকাল সোমবারের বিক্ষোভেই প্রাণ হারায় অন্তত ১৯ জন।
২ ঘণ্টা আগে