দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামী বিবাহকে বৈধ ঘোষণা করে ইতিহাস সৃষ্টি করেছে থাইল্যান্ড। আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডে প্রায় ২০০ সমকামী দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এটি এলজিবিটিকিউ (প্লাস) সম্প্রদায়ের জন্য এক বিশাল জয়, যারা এক দশকেরও বেশি সময় ধরে সমকামী বিবাহের বৈধতার জন্য লড়াই করে আসছে।
সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত বছর থাইল্যান্ডের সংসদে এ আইন পাস হয়। পরবর্তীকালে দেশটির রাজা কর্তৃক অনুমোদিত হয়। এই আইনের আওতায় সমকামী দম্পতিরা এখন পূর্ণ আইনি, আর্থিক ও চিকিৎসা অধিকার পাবেন। এ ছাড়া তাঁরা দত্তক নিতে পারবেন এবং উত্তরাধিকার সূত্রেও সম্পত্তির অধিকার পাবেন।
রেইনবো স্কাই অ্যাসোসিয়েশন অব থাইল্যান্ডের প্রেসিডেন্ট কিট্টিনুন ধারামাধাজ বলেন, ‘থাইল্যান্ড এখন বিশ্বের জন্য একটি মডেল। এখানে প্রকৃত বিবাহ সমতা প্রতিষ্ঠিত হয়েছে।’
প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা গত সপ্তাহে এলজিবিটিকিউ (প্লাস) সম্প্রদায়ের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, ‘এই আইন প্রমাণ করে থাইল্যান্ড বৈচিত্র্য গ্রহণ করতে প্রস্তুত এবং সব ধরনের মানুষের অধিকার এখানে রয়েছে।’
আগামীকাল থাইল্যান্ডের একটি জনপ্রিয় শপিং মলে ২০০-এর বেশি দম্পতি এক গণবিবাহে অংশ নেবেন। এ সময় রেইনবো ফ্লাগ ও প্রাইড কার্পেট দিয়ে নতুন দম্পতিদের স্বাগত জানানো হবে। এই অনুষ্ঠানে সেলিব্রিটি এবং ড্রাগ কুইনদের পারফরম্যান্সও থাকবে।
নিনা চেত্নিফাত চুয়াদখুনথোদ থাইল্যান্ডের একজন ট্রান্সজেন্ডার নারী। তিনি তাঁর ২২ বছরের প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তিনি এই দিনটিকে তাঁর জীবনের পূর্ণতা হিসেবে দেখছেন। চেত্নিফাত বলেন, ‘আজ আমি স্বপ্ন পূরণের খুব কাছাকাছি।’
তবে সমকামী বিবাহের বৈধতা পেলেও থাইল্যান্ডের এলজিবিটিকিউ (প্লাস) সম্প্রদায়ের অন্যান্য অংশ, বিশেষত ট্রান্সজেন্ডারদের জন্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। কারণ সমকামী বিবাহের বৈধতা পেলেও ট্রান্সজেন্ডারদের লিঙ্গ পরিচয়ের ব্যাপারটি এখনো বৈধতা পায়নি। থাইল্যান্ডে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সংখ্যা প্রায় ৩ লাখ ১৪ হাজার।
থাইল্যান্ডের একজন অধিকারকর্মী হুয়া বুনিয়াপিসোম্পর্ন বলেন, ‘আমাদের উচিত বিবাহ সমতাকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করে লিঙ্গ পরিচয়ের স্বীকৃতির পথ খুলে দেওয়া।’
পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, এখন পর্যন্ত পৃথিবীর ৩০টি দেশের আদালত সমকামী বিবাহকে বৈধতা দিয়েছে। যার বেশির ভাগই ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার দেশ। এশিয়ার মধ্যে থাইল্যান্ডের আগে ২০১৯ সালে তাইওয়ান ও ২০২৩ সালে নেপাল সমকামী বিবাহকে বৈধ ঘোষণা করে।
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামী বিবাহকে বৈধ ঘোষণা করে ইতিহাস সৃষ্টি করেছে থাইল্যান্ড। আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডে প্রায় ২০০ সমকামী দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এটি এলজিবিটিকিউ (প্লাস) সম্প্রদায়ের জন্য এক বিশাল জয়, যারা এক দশকেরও বেশি সময় ধরে সমকামী বিবাহের বৈধতার জন্য লড়াই করে আসছে।
সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত বছর থাইল্যান্ডের সংসদে এ আইন পাস হয়। পরবর্তীকালে দেশটির রাজা কর্তৃক অনুমোদিত হয়। এই আইনের আওতায় সমকামী দম্পতিরা এখন পূর্ণ আইনি, আর্থিক ও চিকিৎসা অধিকার পাবেন। এ ছাড়া তাঁরা দত্তক নিতে পারবেন এবং উত্তরাধিকার সূত্রেও সম্পত্তির অধিকার পাবেন।
রেইনবো স্কাই অ্যাসোসিয়েশন অব থাইল্যান্ডের প্রেসিডেন্ট কিট্টিনুন ধারামাধাজ বলেন, ‘থাইল্যান্ড এখন বিশ্বের জন্য একটি মডেল। এখানে প্রকৃত বিবাহ সমতা প্রতিষ্ঠিত হয়েছে।’
প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা গত সপ্তাহে এলজিবিটিকিউ (প্লাস) সম্প্রদায়ের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, ‘এই আইন প্রমাণ করে থাইল্যান্ড বৈচিত্র্য গ্রহণ করতে প্রস্তুত এবং সব ধরনের মানুষের অধিকার এখানে রয়েছে।’
আগামীকাল থাইল্যান্ডের একটি জনপ্রিয় শপিং মলে ২০০-এর বেশি দম্পতি এক গণবিবাহে অংশ নেবেন। এ সময় রেইনবো ফ্লাগ ও প্রাইড কার্পেট দিয়ে নতুন দম্পতিদের স্বাগত জানানো হবে। এই অনুষ্ঠানে সেলিব্রিটি এবং ড্রাগ কুইনদের পারফরম্যান্সও থাকবে।
নিনা চেত্নিফাত চুয়াদখুনথোদ থাইল্যান্ডের একজন ট্রান্সজেন্ডার নারী। তিনি তাঁর ২২ বছরের প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তিনি এই দিনটিকে তাঁর জীবনের পূর্ণতা হিসেবে দেখছেন। চেত্নিফাত বলেন, ‘আজ আমি স্বপ্ন পূরণের খুব কাছাকাছি।’
তবে সমকামী বিবাহের বৈধতা পেলেও থাইল্যান্ডের এলজিবিটিকিউ (প্লাস) সম্প্রদায়ের অন্যান্য অংশ, বিশেষত ট্রান্সজেন্ডারদের জন্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। কারণ সমকামী বিবাহের বৈধতা পেলেও ট্রান্সজেন্ডারদের লিঙ্গ পরিচয়ের ব্যাপারটি এখনো বৈধতা পায়নি। থাইল্যান্ডে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সংখ্যা প্রায় ৩ লাখ ১৪ হাজার।
থাইল্যান্ডের একজন অধিকারকর্মী হুয়া বুনিয়াপিসোম্পর্ন বলেন, ‘আমাদের উচিত বিবাহ সমতাকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করে লিঙ্গ পরিচয়ের স্বীকৃতির পথ খুলে দেওয়া।’
পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, এখন পর্যন্ত পৃথিবীর ৩০টি দেশের আদালত সমকামী বিবাহকে বৈধতা দিয়েছে। যার বেশির ভাগই ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার দেশ। এশিয়ার মধ্যে থাইল্যান্ডের আগে ২০১৯ সালে তাইওয়ান ও ২০২৩ সালে নেপাল সমকামী বিবাহকে বৈধ ঘোষণা করে।
বেলজিয়ান এক নাগরিক প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে হবু বউকে দেখতে গিয়ে জানতে পারলেন তার হবু বউ বিবাহিত! সম্প্রতি ফ্রান্সের সিরেক অঞ্চলে এ ঘটনা ঘটেছে। ফক্স নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে বেলজিয়াম ওই যুবকের নাম মিশেল।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার পরপরই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ। উড়োজাহাজটি আটলান্টার উদ্দেশে যাচ্ছিল। যদিও স্থানীয় সময় শুক্রবার সকালের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৫ ঘণ্টা আগেনয় বছর বয়সী কারাম আল-ঘুসাইন, তার ছোট্ট হাতে পাত্র নিয়ে যাচ্ছিল পরিবারের জন্য একটুখানি পানি সংগ্রহের আশায়। প্রায় পৌনে দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের কারণে তার বাড়িঘর ধূলিসাৎ। এখন আশ্রয় নিয়েছে স্থানীয় একটি স্কুলে। আর কয়েকটি গলি পেরিয়ে গেলেই কারাম পৌঁছে যেত, পানি সংগ্রহের সেই স্থানে।
৬ ঘণ্টা আগেভারতের পুলিশ প্রেমিকাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন প্রেমিক রিজার্ভ পুলিশ ফোর্সের কনস্টেবল। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে গুজরাটের কুচ জেলায় এ ঘটনা ঘটেছে। গতকাল শনিবার, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে