অনলাইন ডেস্ক
লিঙ্গ-ভিত্তিক নির্যাতন থেকে বাঁচাতে আফগান নারীদের জেলে ঢুকিয়ে দিচ্ছে তালেবান কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার জাতিসংঘের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এ বিষয়ে আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি কোনো নারীর কোনো পুরুষ আত্মীয় না থাকে কিংবা পুরুষ আত্মীয়রা যদি জীবনের ঝুঁকিতে থাকে তবে এ ধরনের নারীদের জেলে পাঠাচ্ছে তালেবান।
জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়—যেভাবে কাবুলের গৃহহীন এবং মাদকাসক্ত মানুষদের কারাগারে পাঠানো হয় ঠিক সেভাবেই নিরাপত্তার জন্য আটক করা হচ্ছে আফগান নারীদের।
২০২১ সালে তালেবানরা ক্ষমতা দখলের আগে আফগানিস্তানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ২৩টি নারী সুরক্ষা কেন্দ্র ছিল। লিঙ্গ-ভিত্তিক নির্যাতন থেকে বাঁচতে অসংখ্য নারী এসব কেন্দ্রে আশ্রয় নিতেন। তবে সেই আশ্রয় কেন্দ্রগুলোর একটিও এখন আর চালু নেই।
আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের সহায়তা মিশনকে তালেবান প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, নারীদের সুরক্ষার জন্য আলাদা কোনো কেন্দ্র রাখার প্রয়োজন নেই। এ ধরনের কেন্দ্রকে ‘পশ্চিমা ধারণা’ আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছে তারা।
জাতিসংঘের প্রতিবেদনে আরও জানানো হয়—কিছু ঘটনায় তালেবান কর্তৃপক্ষ পুরুষ আত্মীয়দের ডেকে শপথ কিংবা প্রতিশ্রুতিমূলক বিবৃতি নিচ্ছে এবং এসব বিবৃতিতে স্থানীয় নেতাদের সাক্ষী করা হচ্ছে।
একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং নারী অধিকার নিশ্চিত করতে আফগান সমস্যাগুলোকে কীভাবে সমাধান করা উচিত—গত অক্টোবরে এই বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিয় গুতেরেসের কাছে জানতে চেয়েছিল সংস্থাটির নিরাপত্তা পরিষদ।
ইতিপূর্বে আফগান নারীদের পাঁচ শতাধিক সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে বিশেষ দূত রোজা ওতুনবায়েভা জাতিসংঘের নারী এবং আন্তর্জাতিক অভিবাসন অফিসকে সহায়তা করেছিলেন। রোজা জানান, দেশটির ৪৬ শতাংশ নারীকে তালেবান সরকারের জন্য যেকোনো ধরনের আন্তর্জাতিক স্বীকৃতির বিরোধিতা করতে দেখা গেছে। এর মধ্যে অর্ধেকই জোর দিয়েছিলেন, তালেবানকে কোনো স্বীকৃতি দিলে তা নারীদের অধিকারের পরিমাপযোগ্য উন্নতির ওপর নির্ভরশীল হওয়া উচিত।
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবান সরকার দেশটির মেয়েদের পড়াশোনা ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে। এমনকি কিছু আন্তর্জাতিক সংস্থার অধীনে চলমান গৃহ-ভিত্তিক স্কুল প্রোগ্রামগুলোও প্রায় সময় বন্ধ করে দিচ্ছে তালেবান কর্তৃপক্ষ। দেশটির ২৫ লাখ নারী ও কিশোরী বর্তমানে শিক্ষা-ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এসবেরই ধারাবাহিকতায় আফগান নারীদের শিক্ষায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য গত সপ্তাহে তালেবানের দুই সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। বর্তমানে কঠোর পোশাক নীতিমালা ছাড়াও ৭২ কিলোমিটারের বেশি ভ্রমণ করলে আফগান নারীদের সঙ্গে অবশ্যই একজন পুরুষ থাকার বিধান করা হয়েছে। গত জুলাই মাসে একটি ডিক্রি জারির মাধ্যমে দেশটির সব বিউটিপার্লার বন্ধ করে দেওয়া হয়েছে।
ইউনেসকো বলছে, একজন নারী জন্ম নেওয়ার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে খারাপ স্থানগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান। দেশটিতে নারী সাক্ষরতার হারও এখন তলানিতে।
লিঙ্গ-ভিত্তিক নির্যাতন থেকে বাঁচাতে আফগান নারীদের জেলে ঢুকিয়ে দিচ্ছে তালেবান কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার জাতিসংঘের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এ বিষয়ে আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি কোনো নারীর কোনো পুরুষ আত্মীয় না থাকে কিংবা পুরুষ আত্মীয়রা যদি জীবনের ঝুঁকিতে থাকে তবে এ ধরনের নারীদের জেলে পাঠাচ্ছে তালেবান।
জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়—যেভাবে কাবুলের গৃহহীন এবং মাদকাসক্ত মানুষদের কারাগারে পাঠানো হয় ঠিক সেভাবেই নিরাপত্তার জন্য আটক করা হচ্ছে আফগান নারীদের।
২০২১ সালে তালেবানরা ক্ষমতা দখলের আগে আফগানিস্তানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ২৩টি নারী সুরক্ষা কেন্দ্র ছিল। লিঙ্গ-ভিত্তিক নির্যাতন থেকে বাঁচতে অসংখ্য নারী এসব কেন্দ্রে আশ্রয় নিতেন। তবে সেই আশ্রয় কেন্দ্রগুলোর একটিও এখন আর চালু নেই।
আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের সহায়তা মিশনকে তালেবান প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, নারীদের সুরক্ষার জন্য আলাদা কোনো কেন্দ্র রাখার প্রয়োজন নেই। এ ধরনের কেন্দ্রকে ‘পশ্চিমা ধারণা’ আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছে তারা।
জাতিসংঘের প্রতিবেদনে আরও জানানো হয়—কিছু ঘটনায় তালেবান কর্তৃপক্ষ পুরুষ আত্মীয়দের ডেকে শপথ কিংবা প্রতিশ্রুতিমূলক বিবৃতি নিচ্ছে এবং এসব বিবৃতিতে স্থানীয় নেতাদের সাক্ষী করা হচ্ছে।
একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং নারী অধিকার নিশ্চিত করতে আফগান সমস্যাগুলোকে কীভাবে সমাধান করা উচিত—গত অক্টোবরে এই বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিয় গুতেরেসের কাছে জানতে চেয়েছিল সংস্থাটির নিরাপত্তা পরিষদ।
ইতিপূর্বে আফগান নারীদের পাঁচ শতাধিক সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে বিশেষ দূত রোজা ওতুনবায়েভা জাতিসংঘের নারী এবং আন্তর্জাতিক অভিবাসন অফিসকে সহায়তা করেছিলেন। রোজা জানান, দেশটির ৪৬ শতাংশ নারীকে তালেবান সরকারের জন্য যেকোনো ধরনের আন্তর্জাতিক স্বীকৃতির বিরোধিতা করতে দেখা গেছে। এর মধ্যে অর্ধেকই জোর দিয়েছিলেন, তালেবানকে কোনো স্বীকৃতি দিলে তা নারীদের অধিকারের পরিমাপযোগ্য উন্নতির ওপর নির্ভরশীল হওয়া উচিত।
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবান সরকার দেশটির মেয়েদের পড়াশোনা ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে। এমনকি কিছু আন্তর্জাতিক সংস্থার অধীনে চলমান গৃহ-ভিত্তিক স্কুল প্রোগ্রামগুলোও প্রায় সময় বন্ধ করে দিচ্ছে তালেবান কর্তৃপক্ষ। দেশটির ২৫ লাখ নারী ও কিশোরী বর্তমানে শিক্ষা-ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এসবেরই ধারাবাহিকতায় আফগান নারীদের শিক্ষায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য গত সপ্তাহে তালেবানের দুই সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। বর্তমানে কঠোর পোশাক নীতিমালা ছাড়াও ৭২ কিলোমিটারের বেশি ভ্রমণ করলে আফগান নারীদের সঙ্গে অবশ্যই একজন পুরুষ থাকার বিধান করা হয়েছে। গত জুলাই মাসে একটি ডিক্রি জারির মাধ্যমে দেশটির সব বিউটিপার্লার বন্ধ করে দেওয়া হয়েছে।
ইউনেসকো বলছে, একজন নারী জন্ম নেওয়ার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে খারাপ স্থানগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান। দেশটিতে নারী সাক্ষরতার হারও এখন তলানিতে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
৭ মিনিট আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
২ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
৩ ঘণ্টা আগে