আজকের পত্রিকা ডেস্ক
আবার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উনের উপস্থিতিতে গত বৃহস্পতিবার এই পরীক্ষা চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এর আগে তারা যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তার মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী।
দক্ষিণ কোরিয়া ও জাপানি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি ৮৬ মিনিট উড্ডয়নের পর সাগরে গিয়ে পড়ে। কোনো ক্ষেপণাস্ত্র এত দীর্ঘ সময় ধরে ওড়ার রেকর্ড এটি প্রথম।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। সেটি ৭৩ মিনিট উড়ে প্রায় এক হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিল। এবারের ক্ষেপণাস্ত্রটি কিছু ঊর্ধ্বমুখী করে পরীক্ষার জন্য ছোড়া হয়েছে। তাতে এটি প্রায় সাত হাজার কিলোমিটার পর্যন্ত উড়ে গেছে। এর অর্থ হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র যদি আরও নিচু করে ছোড়া হতো, তাহলে আরও বেশি পথ অতিক্রম করত।
জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এই পরীক্ষা এমন সময়ে চালানো হয়েছে, যখন দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া আগেই সতর্ক করেছিল, যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন ঘনিয়ে আসার সময়টিকে কাজে লাগিয়ে উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘এই পরীক্ষার মাধ্যমে শত্রুদের প্রতি আমাদের জবাব দেওয়ার ইচ্ছা প্রতিফলিত হয়েছে। আমি জোর দিয়ে বলতে চাই, পারমাণবিক অস্ত্র শক্তিশালী করার জন্য আমাদের যে পদক্ষেপ, তার কখনো পরিবর্তন হবে না।’ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘যথাযথ সামরিক পদক্ষেপ’ হিসেবেও বর্ণনা করেন তিনি।
আবার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উনের উপস্থিতিতে গত বৃহস্পতিবার এই পরীক্ষা চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এর আগে তারা যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তার মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী।
দক্ষিণ কোরিয়া ও জাপানি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি ৮৬ মিনিট উড্ডয়নের পর সাগরে গিয়ে পড়ে। কোনো ক্ষেপণাস্ত্র এত দীর্ঘ সময় ধরে ওড়ার রেকর্ড এটি প্রথম।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। সেটি ৭৩ মিনিট উড়ে প্রায় এক হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিল। এবারের ক্ষেপণাস্ত্রটি কিছু ঊর্ধ্বমুখী করে পরীক্ষার জন্য ছোড়া হয়েছে। তাতে এটি প্রায় সাত হাজার কিলোমিটার পর্যন্ত উড়ে গেছে। এর অর্থ হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র যদি আরও নিচু করে ছোড়া হতো, তাহলে আরও বেশি পথ অতিক্রম করত।
জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এই পরীক্ষা এমন সময়ে চালানো হয়েছে, যখন দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া আগেই সতর্ক করেছিল, যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন ঘনিয়ে আসার সময়টিকে কাজে লাগিয়ে উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘এই পরীক্ষার মাধ্যমে শত্রুদের প্রতি আমাদের জবাব দেওয়ার ইচ্ছা প্রতিফলিত হয়েছে। আমি জোর দিয়ে বলতে চাই, পারমাণবিক অস্ত্র শক্তিশালী করার জন্য আমাদের যে পদক্ষেপ, তার কখনো পরিবর্তন হবে না।’ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘যথাযথ সামরিক পদক্ষেপ’ হিসেবেও বর্ণনা করেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
২ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৪ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
৪ ঘণ্টা আগে