রাজা ও রাজতন্ত্রের সমালোচনা করায় থাইল্যান্ডের এক সংসদ সদস্যকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রাজতন্ত্রকে অপমান করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুটি পোস্টের কারণে আইনপ্রণেতা রুকচানোক স্রিনোককে গতকাল বুধবার এ সাজা দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অধিকারকর্মী থেকে রাজনীতিকে পরিণত হওয়া ২৯ বছর বয়সী রুকচানোক স্রিনোক প্রগতিশীল মুভ ফরওয়ার্ড পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আদালতের বিবৃতিতে বলা হয়, ২০২০ সালে সামাজিক প্ল্যাটফর্ম টুইটারে (বর্তমানে এক্স) দেওয়া একটি পোস্টে সরকারের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন যে, রাজতন্ত্রের ভাবমূর্তি বাড়ানোর উদ্দেশ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা বিতরণ করা হয়েছিল। এতে রাজতন্ত্রকে অবমাননা করা হয়েছে।
টুইটারে আরেকটি পোস্ট শেয়ার করেছিলেন রুকচানোক। ওই পোস্টের মাধ্যমে রাজার প্রতি ‘মারাত্মক বিদ্বেষ’ প্রদর্শন করা হয়েছে বলে আদালত বলেছেন।
সংসদীয় দায়িত্ব পুনরায় শুরু করার অনুমতি দিয়ে রুকচানোককে জামিন দেওয়া হয়েছে বলে জানান তার আইনজীবী বিরানান হুয়াদস্রি। ৫০ হাজার থাই বাত (১৩ হাজার ৯৬০ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার সঙ্গে রুকচানোক এই শর্তে জামিন পেয়েছেন যে, তিনি আর এই অপরাধ করবেন না। তবে এই রায়ের বিরুদ্ধে রুকচানোক আপিল করবেন বলেও জানান তার আইনজীবী।
আদালত তার বিবৃতিতে বলেছেন যে, শুনানিতে রুকচানোক নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আদালতেও হাজির হননি। একজন থাই নাগরিক হিসেবে রুকচানোকের এই আচরণকে অস্বাভাবিক বলেছেন আদালত। কারণ, দেশটিতে রাজাকে সম্মান করা এবং সাজা এড়ানোর চেষ্টা করাকে আবশ্যক হিসেবে দেখা হয়।
থাইল্যান্ডের লেস-ম্যাজেস্টে আইনকে বিশ্বের অন্যতম কঠোর আইন হিসেবে ধরা হয়। রাজা, রানি, উত্তরাধিকারী এবং রাজতন্ত্রকে সমালোচনা থেকে রক্ষা করে এই আইন। রাজতন্ত্রকে কেউ অপমান করলে তাকে এই আইনের অধীনে ১৫ বছর পর্যন্ত সাজা দেওয়া হতে পারে।
থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটস অ্যাডভোকেসি গ্রুপের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে অন্তত ২৬২ জনের বিরুদ্ধে রাজতন্ত্রকে অপমান করার অভিযোগ আনা হয়েছে।
রাজা ও রাজতন্ত্রের সমালোচনা করায় থাইল্যান্ডের এক সংসদ সদস্যকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রাজতন্ত্রকে অপমান করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুটি পোস্টের কারণে আইনপ্রণেতা রুকচানোক স্রিনোককে গতকাল বুধবার এ সাজা দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অধিকারকর্মী থেকে রাজনীতিকে পরিণত হওয়া ২৯ বছর বয়সী রুকচানোক স্রিনোক প্রগতিশীল মুভ ফরওয়ার্ড পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আদালতের বিবৃতিতে বলা হয়, ২০২০ সালে সামাজিক প্ল্যাটফর্ম টুইটারে (বর্তমানে এক্স) দেওয়া একটি পোস্টে সরকারের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন যে, রাজতন্ত্রের ভাবমূর্তি বাড়ানোর উদ্দেশ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা বিতরণ করা হয়েছিল। এতে রাজতন্ত্রকে অবমাননা করা হয়েছে।
টুইটারে আরেকটি পোস্ট শেয়ার করেছিলেন রুকচানোক। ওই পোস্টের মাধ্যমে রাজার প্রতি ‘মারাত্মক বিদ্বেষ’ প্রদর্শন করা হয়েছে বলে আদালত বলেছেন।
সংসদীয় দায়িত্ব পুনরায় শুরু করার অনুমতি দিয়ে রুকচানোককে জামিন দেওয়া হয়েছে বলে জানান তার আইনজীবী বিরানান হুয়াদস্রি। ৫০ হাজার থাই বাত (১৩ হাজার ৯৬০ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার সঙ্গে রুকচানোক এই শর্তে জামিন পেয়েছেন যে, তিনি আর এই অপরাধ করবেন না। তবে এই রায়ের বিরুদ্ধে রুকচানোক আপিল করবেন বলেও জানান তার আইনজীবী।
আদালত তার বিবৃতিতে বলেছেন যে, শুনানিতে রুকচানোক নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আদালতেও হাজির হননি। একজন থাই নাগরিক হিসেবে রুকচানোকের এই আচরণকে অস্বাভাবিক বলেছেন আদালত। কারণ, দেশটিতে রাজাকে সম্মান করা এবং সাজা এড়ানোর চেষ্টা করাকে আবশ্যক হিসেবে দেখা হয়।
থাইল্যান্ডের লেস-ম্যাজেস্টে আইনকে বিশ্বের অন্যতম কঠোর আইন হিসেবে ধরা হয়। রাজা, রানি, উত্তরাধিকারী এবং রাজতন্ত্রকে সমালোচনা থেকে রক্ষা করে এই আইন। রাজতন্ত্রকে কেউ অপমান করলে তাকে এই আইনের অধীনে ১৫ বছর পর্যন্ত সাজা দেওয়া হতে পারে।
থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটস অ্যাডভোকেসি গ্রুপের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে অন্তত ২৬২ জনের বিরুদ্ধে রাজতন্ত্রকে অপমান করার অভিযোগ আনা হয়েছে।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে