গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স (আইএসকেপি)। এতে প্রাণ হারায় ১৭৫ জন। ফের গতকাল রোববার কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলার ঘটনা ঘটে। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএসকেপি) সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেই হামলায় তিন শিশুসহ নয়জন নিহত হয়েছেন।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ছয় শিশু রয়েছে। মোট নিহত নয়জনের সকলেই একই পরিবারের সদস্য।
নিরীহ মানুষের জীবনের সম্ভাব্য ক্ষতির জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, গাড়ির ভেতর প্রচুর বিস্ফোরক থাকায় গাড়ি লক্ষ্য করে হামলার পর বিশাল বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের কারণেই বেসামরিক মানুষ নিহতের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এক জ্যৈষ্ঠ মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলাকারীরা কাবুল বিমানবন্দরের দিকে হামলা চালাতে যাচ্ছিল। সে সময় গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাড়ি লক্ষ্য করে রোববারের ওই ড্রোন হামলায় ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএসকেপি) দুই সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স (আইএসকেপি)।
উল্লেখ্য, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত ১ লাখ ১৪ হাজারের বেশি আফগান নাগরিক ও বিদেশিদের সরিয়ে নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স (আইএসকেপি)। এতে প্রাণ হারায় ১৭৫ জন। ফের গতকাল রোববার কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলার ঘটনা ঘটে। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএসকেপি) সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেই হামলায় তিন শিশুসহ নয়জন নিহত হয়েছেন।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ছয় শিশু রয়েছে। মোট নিহত নয়জনের সকলেই একই পরিবারের সদস্য।
নিরীহ মানুষের জীবনের সম্ভাব্য ক্ষতির জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, গাড়ির ভেতর প্রচুর বিস্ফোরক থাকায় গাড়ি লক্ষ্য করে হামলার পর বিশাল বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের কারণেই বেসামরিক মানুষ নিহতের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এক জ্যৈষ্ঠ মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলাকারীরা কাবুল বিমানবন্দরের দিকে হামলা চালাতে যাচ্ছিল। সে সময় গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাড়ি লক্ষ্য করে রোববারের ওই ড্রোন হামলায় ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএসকেপি) দুই সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স (আইএসকেপি)।
উল্লেখ্য, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত ১ লাখ ১৪ হাজারের বেশি আফগান নাগরিক ও বিদেশিদের সরিয়ে নেওয়া হয়েছে।
দখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহার-অপুষ্টিতে অন্তত আরও ৫ জন মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের...
৫ মিনিট আগেদখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে অনাহার-অপুষ্টিতে অনেকেই মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের জন্য ৬ হাজারের বেশি...
২৩ মিনিট আগেআনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে