অনলাইন ডেস্ক
আফগানিস্তানের তালেবান বাহিনীর সঙ্গে দুই দেশের সীমান্তে ইরানি সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে। এতে একজন তালেবান সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান বাহিনী। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার আফগানিস্তানের নিমরোজ প্রদেশ এবং ইরানের হিরমান্দ অঞ্চলের সীমান্ত এলাকায় এ সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষের জন্য উভয় দেশ একে অপরকে দায়ী করেছে।
এক বছর আগে তালেবানেরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে সীমান্তে বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছে। সর্বশেষ ইরান সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটল।
আফগানিস্তানের নিমরোজ পুলিশের মুখপাত্র বাহরাম হকমাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমাদের একজন নিহত ও একজন আহত হয়েছে।’
অন্যদিকে ইরানের হিরমান্দের কর্মকর্তা মায়সাম বারাজান্দেহ বার্তা সংস্থা ফার্সকে বলেছেন, ‘এ সংঘর্ষে ইরান সীমান্তরক্ষীদের কেউ হতাহত হয়নি।’
ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, তালেবান বাহিনী আফগান অঞ্চল নয় এমন একটি এলাকায় তাদের পতাকা উত্তোলনের চেষ্টা করার পরে সংঘর্ষ শুরু হয়। এরপর সেখানে কয়েক মিনিট ধরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
মায়সাম বারাজান্দেহ বলেছেন, ‘আত্মরক্ষার স্বার্থে আমাদের বাহিনী প্রয়োজনীয় জবাব দিয়েছে।’
গত মাসে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একই এলাকায় আরেকটি সংঘর্ষের ঘটনায় একজন ইরানি সীমান্তরক্ষীর মৃত্যুর খবর জানিয়েছিল।
এক বছর আগে আফগানিস্তানের ক্ষমতায় বসা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ইরান। তবে ঠিক কী কারণে দুই দেশের সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটছে, স্পষ্ট নয়।
আফগানিস্তানের তালেবান বাহিনীর সঙ্গে দুই দেশের সীমান্তে ইরানি সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে। এতে একজন তালেবান সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান বাহিনী। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার আফগানিস্তানের নিমরোজ প্রদেশ এবং ইরানের হিরমান্দ অঞ্চলের সীমান্ত এলাকায় এ সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষের জন্য উভয় দেশ একে অপরকে দায়ী করেছে।
এক বছর আগে তালেবানেরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে সীমান্তে বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছে। সর্বশেষ ইরান সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটল।
আফগানিস্তানের নিমরোজ পুলিশের মুখপাত্র বাহরাম হকমাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমাদের একজন নিহত ও একজন আহত হয়েছে।’
অন্যদিকে ইরানের হিরমান্দের কর্মকর্তা মায়সাম বারাজান্দেহ বার্তা সংস্থা ফার্সকে বলেছেন, ‘এ সংঘর্ষে ইরান সীমান্তরক্ষীদের কেউ হতাহত হয়নি।’
ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, তালেবান বাহিনী আফগান অঞ্চল নয় এমন একটি এলাকায় তাদের পতাকা উত্তোলনের চেষ্টা করার পরে সংঘর্ষ শুরু হয়। এরপর সেখানে কয়েক মিনিট ধরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
মায়সাম বারাজান্দেহ বলেছেন, ‘আত্মরক্ষার স্বার্থে আমাদের বাহিনী প্রয়োজনীয় জবাব দিয়েছে।’
গত মাসে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একই এলাকায় আরেকটি সংঘর্ষের ঘটনায় একজন ইরানি সীমান্তরক্ষীর মৃত্যুর খবর জানিয়েছিল।
এক বছর আগে আফগানিস্তানের ক্ষমতায় বসা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ইরান। তবে ঠিক কী কারণে দুই দেশের সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটছে, স্পষ্ট নয়।
ফিলিস্তিনের পতাকা নিয়ে লন্ডনের বিগবেন টাওয়ারেও চূড়ায় উঠে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানে টানা ১৬ ঘণ্টার বেশি সময় অবস্থানের পর তাঁকে নামিয়ে এনে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৪ মিনিট আগেইসরায়েলের সব পারমাণবিক স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে আনার আহ্বান জানিয়েছে কাতার। এ লক্ষ্যে কাতার গত শনিবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেকানাডায় দীর্ঘ এক দশক পর শেষ হতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুগের। তাঁর দল ক্ষমতাসীন লিবারেল পার্টির দলের নতুন নেতা নির্বাচিত করেছে। নতুন নেতা মার্ক কার্নি শিগগির ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন। এর আগে, ট্রুডো গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশসহ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে ২৭২ দশমিক ১ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন গতকাল রোববার এই অর্থায়নের ঘোষণা দেন। দেশটির সম্প্রচারমাধ্যম গ্লোবাল নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে