Ajker Patrika

আফগানিস্তান-ইরান সীমান্তে সংঘর্ষে তালেবান সৈন্য নিহত

আফগানিস্তান-ইরান সীমান্তে সংঘর্ষে তালেবান সৈন্য নিহত

আফগানিস্তানের তালেবান বাহিনীর সঙ্গে দুই দেশের সীমান্তে ইরানি সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে। এতে একজন তালেবান সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান বাহিনী। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার আফগানিস্তানের নিমরোজ প্রদেশ এবং ইরানের হিরমান্দ অঞ্চলের সীমান্ত এলাকায় এ সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষের জন্য উভয় দেশ একে অপরকে দায়ী করেছে। 

এক বছর আগে তালেবানেরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে সীমান্তে বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছে। সর্বশেষ ইরান সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটল। 

আফগানিস্তানের নিমরোজ পুলিশের মুখপাত্র বাহরাম হকমাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমাদের একজন নিহত ও একজন আহত হয়েছে।’ 

অন্যদিকে ইরানের হিরমান্দের কর্মকর্তা মায়সাম বারাজান্দেহ বার্তা সংস্থা ফার্সকে বলেছেন, ‘এ সংঘর্ষে ইরান সীমান্তরক্ষীদের কেউ হতাহত হয়নি।’ 

ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, তালেবান বাহিনী আফগান অঞ্চল নয় এমন একটি এলাকায় তাদের পতাকা উত্তোলনের চেষ্টা করার পরে সংঘর্ষ শুরু হয়। এরপর সেখানে কয়েক মিনিট ধরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

মায়সাম বারাজান্দেহ বলেছেন, ‘আত্মরক্ষার স্বার্থে আমাদের বাহিনী প্রয়োজনীয় জবাব দিয়েছে।’ 

গত মাসে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একই এলাকায় আরেকটি সংঘর্ষের ঘটনায় একজন ইরানি সীমান্তরক্ষীর মৃত্যুর খবর জানিয়েছিল। 

এক বছর আগে আফগানিস্তানের ক্ষমতায় বসা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ইরান। তবে ঠিক কী কারণে দুই দেশের সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটছে, স্পষ্ট নয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

রেস্তোরাঁয় পিস্তল হাতে যুগলের খুনসুটি, ভিডিও ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত