অনলাইন ডেস্ক
থাইল্যান্ডে গতকাল রোববার থেকে শুরু হয়েছে নতুন বছর। ঐতিহ্যবাহী থাই নববর্ষের উৎসবের নাম সংক্রান। সৌর ক্যালেন্ডার অনুযায়ী এটি থাইল্যান্ডের একমাত্র সরকারি ছুটির দিন এবং প্রতিবছর এপ্রিল মাসের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত এই উৎসব পালিত হয়। তবে থাইল্যান্ডের প্রতিটি প্রদেশ নববর্ষ উদ্যাপনের জন্য নিজস্ব দিনে ছুটি ঘোষণা করতে পারে।
সংক্রান উৎসবের তারিখগুলো প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত এবং এই ঐতিহ্য ভারত থেকে থাইল্যান্ডে এসেছে। ‘সংক্রান’ নামটি এসেছে সংস্কৃত শব্দ ‘সংক্রান্তি’ থেকে, যার অর্থ নক্ষত্রমণ্ডলে সূর্যের প্রবেশ।
প্রতিবছর এপ্রিলের গরমে থাই জনগণ একে অপরের ওপর পানি ছিটিয়ে এই উৎসব উদ্যাপন করেন। থাইদের বিশ্বাস, এর মাধ্যমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ে। থাই পৌরাণিক কাহিনি অনুসারে, বৃষ্টি, বজ্রপাত ও নদীর দেবতা ইন্দ্র নববর্ষের সময় পৃথিবী পরিদর্শনে আসেন এবং তাঁর ইচ্ছায় সবকিছু পরিচালিত হয়।
গতকাল ব্যাংককে রঙিন পোশাকে সজ্জিত ও চোখে চশমা পরা মানুষজন একে অপরের দিকে পানি ছুড়ে এই উৎসব উদ্যাপন করেছেন। পানিকে এই উৎসবের প্রধান প্রতীক হিসেবে ধরা হয়, যা নতুনত্ব, পরিচ্ছন্নতা ও নতুন শুরুর বার্তা বহন করে।
অনেকে পিকআপ ভ্যান থেকে পানি ছিটাচ্ছিলেন। এই সংক্রান উৎসবের প্রধান আকর্ষণই হলো ‘জলকেলি’। অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই ভিজে গেলেও এতে কারও কোনো আপত্তি থাকে না।
৫০ বছর বয়সী থিরা রাচাপোল নামে একজন বলেন, ‘আজ আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি। আমার কাছে চারটি পানি ছোড়ার বন্দুক, সুরক্ষার জন্য চশমা ও টুপি এবং ফোন রাখার ওয়াটারপ্রুফ থলি আছে।’
সংক্রান উদ্যাপনের দিনটি থাইল্যান্ডের পর্যটনশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। থাইল্যান্ডের সরকার আশা করছে, এই সপ্তাহে বিদেশি পর্যটকদের সংখ্যা ৮ শতাংশ বাড়বে।
নেদারল্যান্ডস থেকে আসা ২০ বছর বয়সী পর্যটক টিঙ্ক স্টকমান বলেন, ‘থাইদের এই উৎসব সম্পূর্ণ ভিন্ন। আমি এমন কিছু আশা করিনি, কিন্তু এখানে এসে দেখছি এটা খুবই মজার। আমার কাছে উৎসবটি খুবই ভালো লেগেছে এবং আমি এটি উপভোগ করছি।’
সম্প্রতি থাইল্যান্ডের প্রতিবেশী দেশ মিয়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এই ভূমিকম্পের কারণে থাইল্যান্ডেও নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ব্যাংককের কিছু মানুষ বড় ভিড়ে যোগ দিতে দ্বিধাবোধ করলেও অনেকে জানিয়েছেন, তাঁরা যতটা আশঙ্কা করেছিলেন পরিস্থিতি ততটা খারাপ নয়।
চীন থেকে আসা ঝাং নামের এক পর্যটক বলেন, যতক্ষণ আপনি সতর্ক থাকবেন, ততক্ষণ কোনো সমস্যা হবে না।
থাইল্যান্ডে গতকাল রোববার থেকে শুরু হয়েছে নতুন বছর। ঐতিহ্যবাহী থাই নববর্ষের উৎসবের নাম সংক্রান। সৌর ক্যালেন্ডার অনুযায়ী এটি থাইল্যান্ডের একমাত্র সরকারি ছুটির দিন এবং প্রতিবছর এপ্রিল মাসের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত এই উৎসব পালিত হয়। তবে থাইল্যান্ডের প্রতিটি প্রদেশ নববর্ষ উদ্যাপনের জন্য নিজস্ব দিনে ছুটি ঘোষণা করতে পারে।
সংক্রান উৎসবের তারিখগুলো প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত এবং এই ঐতিহ্য ভারত থেকে থাইল্যান্ডে এসেছে। ‘সংক্রান’ নামটি এসেছে সংস্কৃত শব্দ ‘সংক্রান্তি’ থেকে, যার অর্থ নক্ষত্রমণ্ডলে সূর্যের প্রবেশ।
প্রতিবছর এপ্রিলের গরমে থাই জনগণ একে অপরের ওপর পানি ছিটিয়ে এই উৎসব উদ্যাপন করেন। থাইদের বিশ্বাস, এর মাধ্যমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ে। থাই পৌরাণিক কাহিনি অনুসারে, বৃষ্টি, বজ্রপাত ও নদীর দেবতা ইন্দ্র নববর্ষের সময় পৃথিবী পরিদর্শনে আসেন এবং তাঁর ইচ্ছায় সবকিছু পরিচালিত হয়।
গতকাল ব্যাংককে রঙিন পোশাকে সজ্জিত ও চোখে চশমা পরা মানুষজন একে অপরের দিকে পানি ছুড়ে এই উৎসব উদ্যাপন করেছেন। পানিকে এই উৎসবের প্রধান প্রতীক হিসেবে ধরা হয়, যা নতুনত্ব, পরিচ্ছন্নতা ও নতুন শুরুর বার্তা বহন করে।
অনেকে পিকআপ ভ্যান থেকে পানি ছিটাচ্ছিলেন। এই সংক্রান উৎসবের প্রধান আকর্ষণই হলো ‘জলকেলি’। অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই ভিজে গেলেও এতে কারও কোনো আপত্তি থাকে না।
৫০ বছর বয়সী থিরা রাচাপোল নামে একজন বলেন, ‘আজ আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি। আমার কাছে চারটি পানি ছোড়ার বন্দুক, সুরক্ষার জন্য চশমা ও টুপি এবং ফোন রাখার ওয়াটারপ্রুফ থলি আছে।’
সংক্রান উদ্যাপনের দিনটি থাইল্যান্ডের পর্যটনশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। থাইল্যান্ডের সরকার আশা করছে, এই সপ্তাহে বিদেশি পর্যটকদের সংখ্যা ৮ শতাংশ বাড়বে।
নেদারল্যান্ডস থেকে আসা ২০ বছর বয়সী পর্যটক টিঙ্ক স্টকমান বলেন, ‘থাইদের এই উৎসব সম্পূর্ণ ভিন্ন। আমি এমন কিছু আশা করিনি, কিন্তু এখানে এসে দেখছি এটা খুবই মজার। আমার কাছে উৎসবটি খুবই ভালো লেগেছে এবং আমি এটি উপভোগ করছি।’
সম্প্রতি থাইল্যান্ডের প্রতিবেশী দেশ মিয়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এই ভূমিকম্পের কারণে থাইল্যান্ডেও নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ব্যাংককের কিছু মানুষ বড় ভিড়ে যোগ দিতে দ্বিধাবোধ করলেও অনেকে জানিয়েছেন, তাঁরা যতটা আশঙ্কা করেছিলেন পরিস্থিতি ততটা খারাপ নয়।
চীন থেকে আসা ঝাং নামের এক পর্যটক বলেন, যতক্ষণ আপনি সতর্ক থাকবেন, ততক্ষণ কোনো সমস্যা হবে না।
তিনি ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, ‘পশ্চিমা দেশগুলো যুগের পর যুগ ধরে রাশিয়ার প্রতি অবিশ্বাস ও শত্রুতার মনোভাব পোষণ করে এসেছে। পিটার দা গ্রেটের আমল থেকেই তারা রাশিয়াকে ইউরোপীয় পরিবারে উপযুক্তভাবে স্থান দিতে চায়নি। বরং একে দুর্বল করে রাখার জন্য নানা ষড়যন্ত্র করেছে।’
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ উদ্যোক্তা ও আইসক্রিম দোকানের মালিক ছিলেন ২০ বছর বয়সী সাইফোল্লাহ মুসাল্লেত। সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। তাঁর শোকবিহ্বল পরিবারের আশা—এই তরুণ যেন ‘শুধু আরেকটি সংখ্যা’ হয়ে হারিয়ে না যান।
৩ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে রাশিয়া ও চীনের মধ্যে আরআইসিকে পুনরুজ্জীবিত করার আগ্রহ বেড়েছে, বিশেষত ভারতের কোয়াড সদস্য হওয়ার পর। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার এই জোটকে বেইজিং মনে করে নিজেদের উত্থান ঠেকানোর জন্য গঠিত একটি জোট। এদিকে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঘনিষ্ঠতা...
৪ ঘণ্টা আগেসিরিয়ায় ইসরায়েলের বিমান হামলাকে কেন্দ্র করে তুরস্ক তাদের অবস্থান পরিষ্কার করেছে। নিজেদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে তুরস্ক তাদের এই অবস্থান জানিয়ে দিয়েছে। গতকাল বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আঙ্কারা আঞ্চলিক শক্তি...
৫ ঘণ্টা আগে