Ajker Patrika

বাইডেনের সঙ্গে বৈঠককে ‘ফলপ্রসূ’ বললেন মোদি

বাইডেনের সঙ্গে বৈঠককে ‘ফলপ্রসূ’ বললেন মোদি

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়ে মোদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে নিজের সরকারি বাসভবনে স্বাগত জানাতে পেরে তিনি ভীষণ আনন্দিত। এই বৈঠকে দুই দেশের মানুষের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ‘খুব ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। 

মোদি বলেন, ‘আমাদের বৈঠকটি খুবই ফলপ্রসূ ছিল। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি—যা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক এবং জনগণের মধ্যে সম্পর্ককে আরও বাড়িয়ে তুলবে। বিশ্বব্যাপী ভালোকে এগিয়ে নিতে দুই জাতির বন্ধুত্ব দুর্দান্ত ভূমিকা পালন করবে।’ 

শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকের পর একসঙ্গে নৈশভোজ করার প্রস্তুতি নিচ্ছিলেন দুই নেতা। 

শনিবার শুরু হতে যাওয়া জি-২০ সম্মেলনের একদিন আগেই শুক্রবার ভারতে পৌঁছান বাইডেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সড়ক পরিবহন ও মহাসড়ক এবং বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী জেনারেল ভর্তি কে সিং (অব.)। এ ছাড়া ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটিও তাঁর মেয়ের সঙ্গে নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমান থেকে নামার পর বাইডেনকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী নাচ প্রদর্শন করে নৃত্যশিল্পীদের একটি দল। 

এর আগে গত জুনেও মোদি ও বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসে দুই নেতার নৈশভোজ এবং বৈঠকে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না। 

ভারতে পৌঁছার আগে করোনা পরীক্ষা করে এসেছেন বাইডেন। কারণ সম্প্রতি তাঁর স্ত্রী জিল বাইডেন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত