Ajker Patrika

এবার হামলার ব্যাখ্যা চেয়ে পাকিস্তানি কূটনীতিককে ইরানের তলব

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৬: ২৬
এবার হামলার ব্যাখ্যা চেয়ে পাকিস্তানি কূটনীতিককে ইরানের তলব

ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তে আজ বৃহস্পতিবার সকালে পাকিস্তানের হামলার ‘ব্যাখ্যা চেয়ে’ তেহরানে পাকিস্তানের ঊর্ধ্বতন কূটনীতিককে তলব করেছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সকালে ইরানে হামলার ব্যাখ্যা চেয়ে তেহরানে পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে (রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে সর্বোচ্চ কূটনৈতিক পদ) তলব করেছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি বলেছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী একটি গ্রামে ভোরে পাকিস্তানের হামলার পর তেহরানের পাকিস্তানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ব্যাখ্যার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, আজকের হামলায় নিহতদের মধ্যে ৪ শিশু ও ৩ নারী রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘অত্যন্ত সমন্বিত এবং বিশেষ লক্ষ্যবস্তুতে নির্ভুল সামরিক হামলার একটি সিরিজ’ বলে আখ্যা দিয়েছে।

পাকিস্তান-ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ছবি: সংগৃহীত। গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ইরান। পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জইশ আল-দুল্ম বা জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালান হয় এই হামলা। এতে ২ শিশু নিহত ও ৩ নারী আহত হন।

হামলার পর ইরান থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে পাকিস্তান। এবং আজ পাল্টা জবাব হিসেবে ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তে পাকিস্তানের হামলায় নিহত হয়েছেন ৭ জন।

১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধের পর আজই ইরানের মাটিতে ঘটল প্রথম ক্ষেপণাস্ত্র হামলা। আট বছর ধরে চলা সেই রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারিয়েছিল প্রায় ৫ লাখ মানুষ।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত