অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমারের জান্তা সরকারে প্রধান জ্যেষ্ঠ জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ দুই নেতার সাক্ষাৎ নানা কারণেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই আন্তর্জাতিক মহল জান্তা সরকারকে একপ্রকার ‘পারিয়াহ’ বা অচ্ছুত বলে ঘোষণা করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, এই সাক্ষাৎ আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। কারণ, মিয়ানমারে গত সপ্তাহে এক ভয়াবহ ভূমিকম্পে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হওয়ায় দেশটি ত্রাণ ও উদ্ধার তৎপরতার সংকটে ভুগছে, যদিও বেশ কিছু দেশ এরই মধ্যে মিয়ানমারে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে এবং উদ্ধারকাজও শুরু করেছে।
মোদি মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিনের সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন—বিমসটেকের শীর্ষ সম্মেলনে সাইডলাইনে এই বৈঠকে বসেন। তবে এই বৈঠকে কী বিষয়ে আলোচনা করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য এখনো প্রকাশ করেনি ভারত বা মিয়ানমার।
বিমসটেক জোট বঙ্গোপসাগর উপকূলবর্তী দেশগুলো নিয়ে গঠিত এক আঞ্চলিক উদ্যোগ। বিমসটেকের সাফল্যের জন্য মিয়ানমারকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। সদস্য দেশগুলোকে সংযুক্ত করার জন্য সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প মিয়ানমারের মধ্য দিয়ে গেছে, যেখানে দেশটির বিভিন্ন অঞ্চলে স্থানীয় প্রশাসনের সামান্যই নিয়ন্ত্রণ রয়েছে।
ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ প্রচেষ্টায় সাহায্য করার জন্য ভারত ‘অপারেশন ব্রহ্মা’ চালু করেছে। এই ভয়াবহ ভূমিকম্প মিয়ানমারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার একটি সুযোগ উন্মোচন করেছে। ভূমিকম্পে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, প্রায় ৫ হাজার জন আহত হয়েছে এবং দেশব্যাপী ৩৭০ জনেরও বেশি মানুষ নিখোঁজ।
জেনারেল মিন অং হ্লাইং বিমসটেকভুক্ত দেশগুলোর নেতাদের জন্য আয়োজিত একটি সরকারি নৈশভোজেও অংশ নিয়েছিলেন। ভারত ও মিয়ানমার ছাড়া অন্য দেশগুলো হলো—থাইল্যান্ড, বাংলাদেশ, ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কা।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিমসটেক সদস্যরা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমারের জান্তা সরকারে প্রধান জ্যেষ্ঠ জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ দুই নেতার সাক্ষাৎ নানা কারণেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই আন্তর্জাতিক মহল জান্তা সরকারকে একপ্রকার ‘পারিয়াহ’ বা অচ্ছুত বলে ঘোষণা করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, এই সাক্ষাৎ আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। কারণ, মিয়ানমারে গত সপ্তাহে এক ভয়াবহ ভূমিকম্পে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হওয়ায় দেশটি ত্রাণ ও উদ্ধার তৎপরতার সংকটে ভুগছে, যদিও বেশ কিছু দেশ এরই মধ্যে মিয়ানমারে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে এবং উদ্ধারকাজও শুরু করেছে।
মোদি মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিনের সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন—বিমসটেকের শীর্ষ সম্মেলনে সাইডলাইনে এই বৈঠকে বসেন। তবে এই বৈঠকে কী বিষয়ে আলোচনা করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য এখনো প্রকাশ করেনি ভারত বা মিয়ানমার।
বিমসটেক জোট বঙ্গোপসাগর উপকূলবর্তী দেশগুলো নিয়ে গঠিত এক আঞ্চলিক উদ্যোগ। বিমসটেকের সাফল্যের জন্য মিয়ানমারকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। সদস্য দেশগুলোকে সংযুক্ত করার জন্য সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প মিয়ানমারের মধ্য দিয়ে গেছে, যেখানে দেশটির বিভিন্ন অঞ্চলে স্থানীয় প্রশাসনের সামান্যই নিয়ন্ত্রণ রয়েছে।
ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ প্রচেষ্টায় সাহায্য করার জন্য ভারত ‘অপারেশন ব্রহ্মা’ চালু করেছে। এই ভয়াবহ ভূমিকম্প মিয়ানমারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার একটি সুযোগ উন্মোচন করেছে। ভূমিকম্পে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, প্রায় ৫ হাজার জন আহত হয়েছে এবং দেশব্যাপী ৩৭০ জনেরও বেশি মানুষ নিখোঁজ।
জেনারেল মিন অং হ্লাইং বিমসটেকভুক্ত দেশগুলোর নেতাদের জন্য আয়োজিত একটি সরকারি নৈশভোজেও অংশ নিয়েছিলেন। ভারত ও মিয়ানমার ছাড়া অন্য দেশগুলো হলো—থাইল্যান্ড, বাংলাদেশ, ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কা।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিমসটেক সদস্যরা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছেন।
যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র, তুরস্ক, জর্ডান ও অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র যুদ্ধবিরতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে তিন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০) লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলে অবস্থিত বিস্কেলুজ সেন্টার একাডেমি ট্রেনিং ফ্যাসিলিটিতে এ দুর্ঘটনা ঘট
১ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির।
১ ঘণ্টা আগেভিডিও ভাইরাল হওয়ার পরপরই কোম্পানিটির পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত চলাকালীন অভিযুক্ত সাময়িক বরখাস্ত থাকবেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
১ ঘণ্টা আগে