অনলাইন ডেস্ক
প্রতারণার অভিযোগে ভিয়েতনামে আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী এক ‘বিউটি কুইন’ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি ভুয়া ফাইবার সম্পূরক পণ্যের প্রচারণা চালিয়েছিলেন।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নগুয়েন থুক থুই তিয়েন ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতার সাবেক বিজয়ী এবং ভিয়েতনামের পরিচিত মুখ। তিনি নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে ‘কেরা সুপারগ্রিনস গামিজ’ নামে একটি ফাইবারযুক্ত গামির (জেলি ক্যান্ডিবিশেষ) প্রচার করেছিলেন। তবে পরীক্ষায় দেখা যায়, গামিগুলোতে ঘোষিত পরিমাণে ফাইবার নেই।
নগুয়েন থুক থুই তিয়েন ওই পণ্যে প্রচার করেছিলেন যৌথভাবে আরও দুই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক-এর সঙ্গে। তাঁরা দাবি করেছিলেন, প্রতিটি গামিতে এক প্লেট সবজির সমপরিমাণ (২০০ মিলিগ্রাম) ফাইবার রয়েছে। কিন্তু এক সাধারণ নাগরিক পণ্যটি পরীক্ষাগারে পাঠালে দেখা যায়, প্রতিটি গামিতে রয়েছে মাত্র ১৬ মিলিগ্রাম ফাইবার আছে।
পরবর্তীতে তদন্তে জানা যায়, গামিগুলোর উৎপাদনে ব্যবহৃত উপাদানগুলো ছিল নিম্নমানের ও কম ফাইবারযুক্ত। প্যাকেটেও ফাইবারের পরিমাণ উল্লেখ ছিল না। এমনকি এতে থাকা উচ্চমাত্রার সর্বিটল (একটি ল্যাক্সেটিভ উপাদান) সম্পর্কেও কিছু বলা হয়নি।
চলতি বছরের মার্চে তিন ইনফ্লুয়েন্সারকে জরিমানা করা হয় এবং তাঁরা জনগণের কাছে ক্ষমা চান। এরপর গত এপ্রিলে ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক সহ তাঁদের কোম্পানির কর্মকর্তারা এবং উৎপাদন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা গ্রেপ্তার হন। তাঁদের বিরুদ্ধে ভুয়া পণ্য উৎপাদন এবং গ্রাহক প্রতারণার অভিযোগ আনা হয়।
গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে সর্বশেষ গতকাল সোমবার নগুয়েন থুক থুই তিয়েনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, এই কেলেঙ্কারির আগে ১ লাখেরও বেশি গামির বাক্স বিক্রি হয়েছিল।
২০২১ সালে ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা জেতার পর নগুয়েন থুক থুই তিয়েন ভিয়েতনামের অনেক ব্র্যান্ডের মুখপাত্র হন এবং বিভিন্ন রিয়েলিটি শো-তেও অংশ নেন। তিনি ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও সম্মাননা পেয়েছিলেন।
প্রতারণার অভিযোগে ভিয়েতনামে আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী এক ‘বিউটি কুইন’ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি ভুয়া ফাইবার সম্পূরক পণ্যের প্রচারণা চালিয়েছিলেন।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নগুয়েন থুক থুই তিয়েন ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতার সাবেক বিজয়ী এবং ভিয়েতনামের পরিচিত মুখ। তিনি নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে ‘কেরা সুপারগ্রিনস গামিজ’ নামে একটি ফাইবারযুক্ত গামির (জেলি ক্যান্ডিবিশেষ) প্রচার করেছিলেন। তবে পরীক্ষায় দেখা যায়, গামিগুলোতে ঘোষিত পরিমাণে ফাইবার নেই।
নগুয়েন থুক থুই তিয়েন ওই পণ্যে প্রচার করেছিলেন যৌথভাবে আরও দুই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক-এর সঙ্গে। তাঁরা দাবি করেছিলেন, প্রতিটি গামিতে এক প্লেট সবজির সমপরিমাণ (২০০ মিলিগ্রাম) ফাইবার রয়েছে। কিন্তু এক সাধারণ নাগরিক পণ্যটি পরীক্ষাগারে পাঠালে দেখা যায়, প্রতিটি গামিতে রয়েছে মাত্র ১৬ মিলিগ্রাম ফাইবার আছে।
পরবর্তীতে তদন্তে জানা যায়, গামিগুলোর উৎপাদনে ব্যবহৃত উপাদানগুলো ছিল নিম্নমানের ও কম ফাইবারযুক্ত। প্যাকেটেও ফাইবারের পরিমাণ উল্লেখ ছিল না। এমনকি এতে থাকা উচ্চমাত্রার সর্বিটল (একটি ল্যাক্সেটিভ উপাদান) সম্পর্কেও কিছু বলা হয়নি।
চলতি বছরের মার্চে তিন ইনফ্লুয়েন্সারকে জরিমানা করা হয় এবং তাঁরা জনগণের কাছে ক্ষমা চান। এরপর গত এপ্রিলে ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক সহ তাঁদের কোম্পানির কর্মকর্তারা এবং উৎপাদন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা গ্রেপ্তার হন। তাঁদের বিরুদ্ধে ভুয়া পণ্য উৎপাদন এবং গ্রাহক প্রতারণার অভিযোগ আনা হয়।
গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে সর্বশেষ গতকাল সোমবার নগুয়েন থুক থুই তিয়েনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, এই কেলেঙ্কারির আগে ১ লাখেরও বেশি গামির বাক্স বিক্রি হয়েছিল।
২০২১ সালে ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা জেতার পর নগুয়েন থুক থুই তিয়েন ভিয়েতনামের অনেক ব্র্যান্ডের মুখপাত্র হন এবং বিভিন্ন রিয়েলিটি শো-তেও অংশ নেন। তিনি ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও সম্মাননা পেয়েছিলেন।
রাশিয়ার উৎপাদিত পণ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বাজারে প্রবেশ করাতে চায় মস্কো। আর এ লক্ষ্য মিয়ানমার হয়ে ভারতের ভেতর দিয়ে একটি বাণিজ্য করিডর গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। এই প্রস্তাবের আলোকে মিয়ানমার ও রাশিয়া ভারতকে এই নতুন প্রকল্পে যুক্ত হতে চাপ দিচ্ছে। একই সঙ্গে, এই করিডরের অন্যতম লক্ষ্য...
২ ঘণ্টা আগেভারত আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার পেতে যাচ্ছে। আগামী ২১ জুলাই ভারত হেলিকপ্টারগুলো হাতে পাবে। প্রাথমিকভাবে জানা গেছে, পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হতে পারে এসব হেলিকপ্টার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার তদন্তের দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তার পদোন্নতি আটকে দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। গতকাল মঙ্গলবার তিনি এ সিদ্ধান্ত নেন। এ নিয়ে পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৩ ঘণ্টা আগেগাজার একটি অংশে তথাকথিত ‘মানবিক শহর’ প্রতিষ্ঠা করে সেখানে লাখ লাখ গাজাবাসীকে স্থানান্তরের পরিকল্পনা নিয়ে ইসরায়েলি রাজনীতিবিদ ও সেনাবাহিনীর মধ্যে বিভেদ দেখা দিয়েছে। অথচ, এই বিষয়ে এখনো কোনো বাস্তবিক পরিকল্পনাই তৈরি হয়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে