আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে একটি জ্বালানি তেলের ট্যাংকারবাহী টানেলে আগুন লেগে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে।
জ্বালানি টানেলটি ‘সালং টানেল’ নামে পরিচিত। এটি পারওয়ান ও বাঘলান প্রদেশের ভেতর দিয়ে গেছে। ১৯৬০ সালে নির্মিত এ টানেলটির দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ৬৭ কিলোমিটার। এটি আফগানিস্তানের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি টানেল।
পারওয়ান প্রদেশের মুখপাত্র হেকমতুল্লাহ শামীম সিএনএনকে বলেছেন, ‘শনিবার রাতে সলং টানেলে জ্বালানি ট্যাংকারটিতে আগুন লাগে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।’ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
হেকমতুল্লাহ শামীম আরও বলেছেন, ‘কী কারণে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।’
এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পারওয়ান প্রদেশের মুখপাত্র হেকমতুল্লাহ শামীমের উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক জীবিত মানুষ আটকা পড়ে আছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
পারওয়ানের প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ১৪ জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ২৪ জন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল্লাহ আফগান বলেছেন, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুজন শিশু রয়েছে। আগুনে বেশ কয়েকজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। তাঁদের পরিচয় জানা যায়নি।
আফগানিস্তান গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মৌলভি হামিদুল্লাহ মিসবাহ বলেছেন, ‘আগুন নিভিয়ে ফেলা হয়েছে। জরুরি উদ্ধার-কর্মীরা টানেল পরিষ্কারের কাজ করছেন।’
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে একটি জ্বালানি তেলের ট্যাংকারবাহী টানেলে আগুন লেগে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে।
জ্বালানি টানেলটি ‘সালং টানেল’ নামে পরিচিত। এটি পারওয়ান ও বাঘলান প্রদেশের ভেতর দিয়ে গেছে। ১৯৬০ সালে নির্মিত এ টানেলটির দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ৬৭ কিলোমিটার। এটি আফগানিস্তানের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি টানেল।
পারওয়ান প্রদেশের মুখপাত্র হেকমতুল্লাহ শামীম সিএনএনকে বলেছেন, ‘শনিবার রাতে সলং টানেলে জ্বালানি ট্যাংকারটিতে আগুন লাগে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।’ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
হেকমতুল্লাহ শামীম আরও বলেছেন, ‘কী কারণে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।’
এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পারওয়ান প্রদেশের মুখপাত্র হেকমতুল্লাহ শামীমের উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক জীবিত মানুষ আটকা পড়ে আছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
পারওয়ানের প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ১৪ জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ২৪ জন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল্লাহ আফগান বলেছেন, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুজন শিশু রয়েছে। আগুনে বেশ কয়েকজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। তাঁদের পরিচয় জানা যায়নি।
আফগানিস্তান গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মৌলভি হামিদুল্লাহ মিসবাহ বলেছেন, ‘আগুন নিভিয়ে ফেলা হয়েছে। জরুরি উদ্ধার-কর্মীরা টানেল পরিষ্কারের কাজ করছেন।’
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে