Ajker Patrika

আফগানিস্তানের সাবেক মন্ত্রী এখন জার্মানিতে ফুড ডেলিভারি বয়

অনলাইন ডেস্ক
আফগানিস্তানের সাবেক মন্ত্রী এখন জার্মানিতে ফুড ডেলিভারি বয়

সৈয়দ সাদাত। আফগানিস্তানের সাবেক যোগাযোগ মন্ত্রী। গত বছরের সেপ্টেম্বরে ভাগ্যের সন্ধানে জার্মানিতে পাড়ি দেন তিনি। এখন ডেলিভারি ম্যান। জার্মানির পূর্বাঞ্চলীয় শহর লিপজিগে বাইসাইকেলে করে খাবার ডেলিভারির কাজ করেন তিনি।

একটা দেশের সরকারে দুই বছর পূর্ণ মন্ত্রী থাকা একজন মানুষ এমন কাজ করার কারণে বাড়ি থেকে বকাঝকা খেতে হয় সাদাতকে। ২০১৮ সালে মন্ত্রণালয় ছাড়েন তিনি। কিন্তু এখন, সব কাজই তাঁর কাছে সমান।

আফগানিস্তানের সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ সাদাত এখন জার্মানির লিপজিগে ফুড ডেলিভারির কাজ করেনসৈয়দ সাদাতের বয়স এখন ৪৯ বছর। তিনি জার্মানিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ব্রিটেনের নাগরিত্ব রয়েছে তাঁর। সম্প্রতি কমলা রংয়ের ইউনিফর্ম পরা সাদাত তাঁর বাইকের পাশে বসে বলেন, এর জন্য আমার মোটেই কোনো অপরাধ বোধ নেই। আমি আশা করি, অন্য রাজনীতিকেরাও আমার পথ অনুসরণ করবেন। লুকিয়ে থাকার চেয়ে জনগণের সঙ্গে কাজ করাই উত্তম।

তালেবান ক্ষমতা দখলের পর বিশৃঙ্খল আফগানিস্তানের খবর যখন নতুন করে বিশ্ব মিডিয়ায় আলোচিত হচ্ছে তখন সৈয়দ সাদাতের গল্পটা অনেক কথা বলছে। তাঁর পরিবার ও বন্ধুবান্ধবেরাও দেশ ছাড়ার অপেক্ষায়। এর মধ্যে কাবুল বিমানবন্দরের পাশে জোড়া বিস্ফোরণে শতাধিক মানুষের প্রাণ গেছে। ফলে হাজার হাজার আফগান আশ্রয়প্রার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

আফগানিস্তানের সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ সাদাত এখন জার্মানির লিপজিগে ফুড ডেলিভারির কাজ করেনযুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই বহু আফগান ইউরোপে বিশেষ করে জার্মানিতে আশ্রয় প্রার্থনা করছেন। চলতি বছরের শুরু থেকে এই প্রবণতা অনেক বেড়েছে। জার্মানির ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজির পরিসংখ্যানই বলছে, জার্মানিতে আফগানদের আশ্রয় প্রার্থনার প্রবণতা ১৩০ শতাংশেরও বেশি বেড়েছে।

আফগানিস্তানের সাবেক মন্ত্রী হওয়া সত্ত্বেও সৈয়দ সাদাতকে কিন্তু জার্মানিতে একটি চাকরি জোটাতে বেশ বেগ পেতে হচ্ছে। তাঁর যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে যায় এমন চাকরি পাচ্ছেন না। সাদাতের তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিষয়ে ডিগ্রি রয়েছে। প্রথমে ভেবেছিলেন পড়াশোনার লাইনেই একটা চাকরি পেয়ে যাবেন। কিন্তু জার্মান ভাষা না জানার কারণে চাকরি হয়নি।

আফগানিস্তানের সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ সাদাত এখন জার্মানির লিপজিগে ফুড ডেলিভারির কাজ করেনতিনি বলেন, ভাষা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সাদাত এখন একটি ভাষা শিক্ষার স্কুলে ভর্তি হয়েছেন। চার ঘণ্টা সেখানে জার্মান ভাষা শেখেন। আর সন্ধ্যা থেকে ছয় ঘণ্টা কাজ করেন ফুড ডেলিভারি বয় হিসেবে। তিনি এখন কাজ করছেন লাইফেরান্ডো নামে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে।

আফগানিস্তানের সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ সাদাত এখন জার্মানির লিপজিগে ফুড ডেলিভারির কাজ করেনসাদাত বলেন, প্রথম কয়েক দিন বেশ উত্তেজনার মধ্যে ছিলাম। কাজটা কঠিনও ছিল। শহরের ট্রাফিকের মধ্যে সাইকেল চালানো শিখতে হয়েছে। তিনি বলেন, আপনি যতো বেশি বাইরে ঘুরবেন, যতো বেশি মানুষের সঙ্গে মিশবেন ততো শিখবেন।

সূত্র: রয়টার্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত