জীবনের অন্যতম তিনটি গুরুত্বপূর্ণ মুহূর্ত জন্ম, মৃত্যু এবং বিয়ে। করোনা মহামারির কারণে বিয়েতে অংশ নিতে পারছেন না বর-কনের কাছের আত্মীয়রা। এমনকি সন্তান জন্ম নিলে কেউ এসে তাকে কোলে নিয়ে আদর করতে পারছেন না। আত্মার সম্পর্কের এ দূরত্ব ঘোচাতে অভিনব এক রীতি চালু করেছে জাপান। এর নাম 'রাইস বেবি'। সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
'রাইস বেবি' রীতিতে আত্মীয়ের বাসায় চালের প্যাকেট পাঠানো হয়। সদ্য জন্ম নেওয়া নবজাতকের বাবা-মা তাঁদের কাছের মানুষদের ঠিকানায় এ উপহার পাঠান। অভিনব পদ্ধতিতে বানানো হয় সেই উপহার। নবজাতকের ওজনের সমান চাল থাকে সেই প্যাকেটে। আর সেখানে যুক্ত করা হয় তার চেহারার একটি ছবি। করোনার কারণে আত্মীয়রা তাঁকে কোলে নিয়ে আদর করার যে সুযোগ হারিয়েছেন তা পুষিয়ে দিতেই এ উদ্যোগ।
১৪ বছর আগে এ রীতি প্রথম চালু করেছিলেন কুমি নো জুটো ইউসিমিয়া রাইস শপের মালিক নারুও উনো। করোনা শুরুর পর একদিন তাঁদের কিতাকিউসু শহরের দোকানে একজন ক্রেতা সেই ডিজাইনের প্যাকেট দেখে আগ্রহ প্রকাশ করেন। এরপর থেকে তাঁরা এ ধরনের প্যাকেট বিক্রির সিদ্ধান্ত নেন। এ তথ্য ছড়িয়ে গেলে জাপানের বিভিন্ন প্রান্ত থেকে বাড়তে থাকে অর্ডার। এটি এখন সাধারণ রীতিতে পরিণত হয়েছে।
রীতিকে নতুন রূপ দিতে তাঁরা এর সঙ্গে যুক্ত করেন বিয়েতে অভিনব উপহারের আইডিয়া। ছোট্ট আয়োজনে বাবা মা উপস্থিত থাকুক বা না থাকুক তাঁদের পাঠানো হয় চালের প্যাকেট। দুইটি প্যাকেটে যুক্ত করা হয় বর ও কনের ছোটবেলার ছবি। বাবা-মা তাঁদের জন্ম দেওয়ার কৃতজ্ঞতা স্বরূপ এ উপহার। বর্তমানে এ ধরনের অর্ডার বেশি পাচ্ছে কোম্পানিটি।
প্রতি বছর জাপানের জনসংখ্যা কমছে, কমছে নবজাতকও। এমনকি দেশটিতে বিয়ের প্রতিও আগের চেয়ে মানুষের আগ্রহ কমে গেছে। নতুন এ রীতি সমস্যা সমাধানে কিছুটা হলেও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জীবনের অন্যতম তিনটি গুরুত্বপূর্ণ মুহূর্ত জন্ম, মৃত্যু এবং বিয়ে। করোনা মহামারির কারণে বিয়েতে অংশ নিতে পারছেন না বর-কনের কাছের আত্মীয়রা। এমনকি সন্তান জন্ম নিলে কেউ এসে তাকে কোলে নিয়ে আদর করতে পারছেন না। আত্মার সম্পর্কের এ দূরত্ব ঘোচাতে অভিনব এক রীতি চালু করেছে জাপান। এর নাম 'রাইস বেবি'। সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
'রাইস বেবি' রীতিতে আত্মীয়ের বাসায় চালের প্যাকেট পাঠানো হয়। সদ্য জন্ম নেওয়া নবজাতকের বাবা-মা তাঁদের কাছের মানুষদের ঠিকানায় এ উপহার পাঠান। অভিনব পদ্ধতিতে বানানো হয় সেই উপহার। নবজাতকের ওজনের সমান চাল থাকে সেই প্যাকেটে। আর সেখানে যুক্ত করা হয় তার চেহারার একটি ছবি। করোনার কারণে আত্মীয়রা তাঁকে কোলে নিয়ে আদর করার যে সুযোগ হারিয়েছেন তা পুষিয়ে দিতেই এ উদ্যোগ।
১৪ বছর আগে এ রীতি প্রথম চালু করেছিলেন কুমি নো জুটো ইউসিমিয়া রাইস শপের মালিক নারুও উনো। করোনা শুরুর পর একদিন তাঁদের কিতাকিউসু শহরের দোকানে একজন ক্রেতা সেই ডিজাইনের প্যাকেট দেখে আগ্রহ প্রকাশ করেন। এরপর থেকে তাঁরা এ ধরনের প্যাকেট বিক্রির সিদ্ধান্ত নেন। এ তথ্য ছড়িয়ে গেলে জাপানের বিভিন্ন প্রান্ত থেকে বাড়তে থাকে অর্ডার। এটি এখন সাধারণ রীতিতে পরিণত হয়েছে।
রীতিকে নতুন রূপ দিতে তাঁরা এর সঙ্গে যুক্ত করেন বিয়েতে অভিনব উপহারের আইডিয়া। ছোট্ট আয়োজনে বাবা মা উপস্থিত থাকুক বা না থাকুক তাঁদের পাঠানো হয় চালের প্যাকেট। দুইটি প্যাকেটে যুক্ত করা হয় বর ও কনের ছোটবেলার ছবি। বাবা-মা তাঁদের জন্ম দেওয়ার কৃতজ্ঞতা স্বরূপ এ উপহার। বর্তমানে এ ধরনের অর্ডার বেশি পাচ্ছে কোম্পানিটি।
প্রতি বছর জাপানের জনসংখ্যা কমছে, কমছে নবজাতকও। এমনকি দেশটিতে বিয়ের প্রতিও আগের চেয়ে মানুষের আগ্রহ কমে গেছে। নতুন এ রীতি সমস্যা সমাধানে কিছুটা হলেও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পাকিস্তানি এক নারীকে বিয়ে করার পর, বিয়ের তথ্য গোপন করার অভিযোগে বরখাস্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ান মুনির আহমেদ। বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টা পর গতকাল শনিবার মুনির আহমেদ জানান, তিনি সদর দপ্তরের অনুমতি পাওয়ার প্রায় এক মাস পর বিয়ে করেছিলেন।
৩ ঘণ্টা আগেপাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারত যদি কোনোভাবে সিন্ধু নদের পানি সরিয়ে নেওয়ার জন্য কোনো ধরনের অবকাঠামো তৈরি করে তবে তা গুঁড়িয়ে দেওয়া হবে। এমনকি, ভারত যদি পাকিস্তানে কোনো ধরনের হামলা চালায় তবে দেশটিতে ইসলামাবাদ পূর্ণ শক্তি নিয়েই হামলা চালাবে, এমনকি পারমাণবিক অস্ত্র ব্যবহারও করতে পারে।
৪ ঘণ্টা আগেমরণব্যাধি টিউমার বাসা বেঁধেছিল ভারতের ইন্দোরের তিন বছর বয়সী ভিয়ানা জৈনের মস্তিষ্কে। গত ডিসেম্বরে টিউমার ধরা পড়ার পর চলছিল চিকিৎসা। শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় পারিবারিক ধর্মগুরুর পরামর্শ মেনে ভিয়ানাকে এমন এক ধর্মীয় প্রথা মানতে হলো, যার পরিণতিতে মৃত্যু সঙ্গী হলো তার।
৫ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত পেরিয়ে যাওয়া বিএসএফ জওয়ানদের ফেরত পাঠানোর একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া থাকলেও, বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান এখনো পর্যন্ত পূর্ণম কুমার সাহুকে ফেরত দেয়নি। এ অবস্থায় ভারত আটক পাকিস্তানি রেঞ্জারসকে নিয়ে কী পদক্ষেপ নেবে, তা এখনো স্পষ্ট নয়।
৬ ঘণ্টা আগে