তাইওয়ান, বাণিজ্য ও মানবাধিকারের নানান বিষয়ে উত্তেজনার মধ্যেই গতকাল মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চিন পিং-বাইডেন বৈঠকে তাইওয়ান ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে সতর্ক করে বলেছেন, ‘তাইওয়ানের স্বাধীনতাকে উৎসাহিত করা হবে আগুন নিয়ে খেলা।’
সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত জানুয়ারিতে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি ছিল চীনের সঙ্গে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বৈঠকে ব্যক্তিগত সম্পর্কের উন্নয়ন এবং দুই দেশের মধ্যকার উত্তেজনা কমানোর ওপর জোর দিয়েছে উভয় পক্ষই। তবে সবচেয়ে সংবেদনশীল তাইওয়ান ইস্যুতে উত্তেজনা এড়াতে পারেননি চিন পিং-বাইডেন।
তাইওয়ান নিজেকে একটি স্বাধীন দেশ বলে মনে করলেও চীন তাদের দেখে নিজেদের একটি বিদ্রোহী প্রদেশ হিসেবে। এমনকি তাইওয়ানকে চীনের ‘মূল ভূমি’র সঙ্গে পুনরায় যুক্ত করতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি চীন। অন্যদিকে চীনের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক থাকলেও সম্প্রতি বেইজিংয়ের আগ্রাসন থেকে তাইওয়ানকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের এমন অবস্থানের পর গতকালের বৈঠকে সি চিন পিং বলেছেন, ‘আগুন নিয়ে খেলার মতো এ ধরনের পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক হবে। আর যে এই আগুন নিয়ে খেলবে সে পুড়ে যাবে।’
তবে এর প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থান পরিবর্তন বা তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার ‘একতরফা প্রচেষ্টার’ তীব্র বিরোধিতা করেছেন বাইডেন।
এদিকে তাইওয়ান ইস্যুতে উত্তপ্ত বাক্যবিনিময় হলেও বৈঠকের শুরুতেই একে অপরকে উষ্ণ অভিবাদন জানান চিন পিং ও বাইডেন। এ সময় ‘পুরোনো বন্ধু’ বাইডেনকে দেখে খুশি হওয়ার কথা উল্লেখ করে চীনা প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সব সময়ই একে অপরের সঙ্গে খুব সৎ। অন্যরা কী ভাবছে তা চিন্তা করে কখনোই আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়নি।’
সি চিন পিং আরও বলেন, ‘দুই দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে হবে এবং একসঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’
তাইওয়ান, বাণিজ্য ও মানবাধিকারের নানান বিষয়ে উত্তেজনার মধ্যেই গতকাল মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চিন পিং-বাইডেন বৈঠকে তাইওয়ান ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে সতর্ক করে বলেছেন, ‘তাইওয়ানের স্বাধীনতাকে উৎসাহিত করা হবে আগুন নিয়ে খেলা।’
সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত জানুয়ারিতে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি ছিল চীনের সঙ্গে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বৈঠকে ব্যক্তিগত সম্পর্কের উন্নয়ন এবং দুই দেশের মধ্যকার উত্তেজনা কমানোর ওপর জোর দিয়েছে উভয় পক্ষই। তবে সবচেয়ে সংবেদনশীল তাইওয়ান ইস্যুতে উত্তেজনা এড়াতে পারেননি চিন পিং-বাইডেন।
তাইওয়ান নিজেকে একটি স্বাধীন দেশ বলে মনে করলেও চীন তাদের দেখে নিজেদের একটি বিদ্রোহী প্রদেশ হিসেবে। এমনকি তাইওয়ানকে চীনের ‘মূল ভূমি’র সঙ্গে পুনরায় যুক্ত করতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি চীন। অন্যদিকে চীনের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক থাকলেও সম্প্রতি বেইজিংয়ের আগ্রাসন থেকে তাইওয়ানকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের এমন অবস্থানের পর গতকালের বৈঠকে সি চিন পিং বলেছেন, ‘আগুন নিয়ে খেলার মতো এ ধরনের পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক হবে। আর যে এই আগুন নিয়ে খেলবে সে পুড়ে যাবে।’
তবে এর প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থান পরিবর্তন বা তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার ‘একতরফা প্রচেষ্টার’ তীব্র বিরোধিতা করেছেন বাইডেন।
এদিকে তাইওয়ান ইস্যুতে উত্তপ্ত বাক্যবিনিময় হলেও বৈঠকের শুরুতেই একে অপরকে উষ্ণ অভিবাদন জানান চিন পিং ও বাইডেন। এ সময় ‘পুরোনো বন্ধু’ বাইডেনকে দেখে খুশি হওয়ার কথা উল্লেখ করে চীনা প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সব সময়ই একে অপরের সঙ্গে খুব সৎ। অন্যরা কী ভাবছে তা চিন্তা করে কখনোই আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়নি।’
সি চিন পিং আরও বলেন, ‘দুই দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে হবে এবং একসঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’
থমথমে পরিবেশ, থেকে থেকে শোনা যাচ্ছে ট্যাঙ্কের গর্জন আর কামানের শব্দ—তিন দিন ধরে থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলগুলোর পরিস্থিতি এরকমই। দু’দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত দ্বন্দ্ব অবশেষে রূপ নিয়েছে খোলা সংঘর্ষে। গত বৃহস্পতিবার প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলি শুরুর পর থেকে এটাই যেন হয়ে
৫ মিনিট আগেগাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগেসব কাগজপত্র ছিল তাঁর কাছে—আধার, ভোটার কার্ড, এমনকি আত্মীয়দের পরিচয়পত্রও। তবু রাজস্থান পুলিশ বিশ্বাস করল না যে সে ভারতীয়। এরপর, এক সকালে চোখ খুলে দেখল, সে আছে অন্য এক দেশে, বাংলাদেশে। আর এখন পশ্চিমবঙ্গ সরকার আমির শেখ নামক ওই তরুণকে দেশে ফিরিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে