ঢাকা : হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয় করোনার ডেল্টা (ভারতীয়) ধরন। তবে টিকার দুটি ডোজ এই ধরনের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষাব্যবস্থা দিতে পারে। গতকাল সোমবার একটি স্কটিশ গবেষণায় এমনটি বলা হয়েছে। গবেষণাটি চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, প্রাথমিক তথ্য–প্রমাণ থেকে বোঝা যায় যে ডেল্টা ধরনের বিরুদ্ধে ভ্যাকসিন সুরক্ষা দেয়। তবে আলফা (যুক্তরাজ্য) ধরনের বিরুদ্ধে ভ্যাকসিন আরও বেশি কার্যকর।
গবেষণাটি স্কটল্যান্ডের ৫৪ লাখ মানুষের ওপর করা হয়েছে, যেখানে ১৯ হাজার ৫৪৩ জন কমিউনিটি থেকে সংক্রমিত এবং ৩৭৭ জন হাসপাতালে ভর্তি করোনা রোগী ছিল। স্কটল্যান্ডে এখন পর্যন্ত ৭ হাজার ৭২৩ জন করোনার ডেল্টা ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে, যাদের মধ্যে ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব স্ট্রাথক্লাইডের জনস্বাস্থ্য মহামারি বিভাগের অধ্যাপক ক্রিস রবার্টসন বলেন, ডেল্টা ধরন হাসপাতালে ভর্তির ঝুঁকি দ্বিগুণ বাড়িয় দেয়। তবু ভ্যাকসিনগুলো সেই ঝুঁকি হ্রাস করতে পারে।
গবেষণা নিয়ে ক্রিস রবার্টসন সাংবাদিকদের বলেন, যদি আপনি পরীক্ষায় পজিটিভ হন, তবে ভ্যাকসিনের দুটি বা একটি ডোজ ২৮ দিনের মধ্যে আপনার হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি প্রায় ৭০ শতাংশ কমিয়ে দেয়।
গবেষণায় আরও বলা হয়েছে, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর ফাইজারের ভ্যাকসিন ডেল্টা ধরনের সংক্রমণের বিরুদ্ধে ৭৯ শতাংশ সুরক্ষা দিতে পারে। আর আলফা ধরনের বিরুদ্ধে এটি ৯২ শতাংশ সুরক্ষা দিতে পারে। এদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ডেল্টা ধরনের বিরুদ্ধে ৬০ শতাংশ সুরক্ষা দিতে পারে এবং আলফা ধরনের বিরুদ্ধে ৭৩ শতাংশ সুরক্ষা দিতে পারে।
এদিকে ভারতের পর যুক্তরাজ্যেও ডেল্টা ধরনের সংক্রমণ বাড়ছে। করোনার সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যে লকডাউন আরও চার সপ্তাহ বাড়তে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গবেষকেরা বলেছেন, ডেল্টা ধরনের বিরুদ্ধে ভ্যাকসিনের দুটি ডোজ বেশি সুরক্ষা দেয়। আর যুক্তরাজ্যে লকডাউন বাড়িয়ে দেওয়ায় এ সময় অনেকেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেয়ে যাবেন। ফলে সংক্রমণের ঝুঁকি আরও কমবে।
ঢাকা : হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয় করোনার ডেল্টা (ভারতীয়) ধরন। তবে টিকার দুটি ডোজ এই ধরনের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষাব্যবস্থা দিতে পারে। গতকাল সোমবার একটি স্কটিশ গবেষণায় এমনটি বলা হয়েছে। গবেষণাটি চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, প্রাথমিক তথ্য–প্রমাণ থেকে বোঝা যায় যে ডেল্টা ধরনের বিরুদ্ধে ভ্যাকসিন সুরক্ষা দেয়। তবে আলফা (যুক্তরাজ্য) ধরনের বিরুদ্ধে ভ্যাকসিন আরও বেশি কার্যকর।
গবেষণাটি স্কটল্যান্ডের ৫৪ লাখ মানুষের ওপর করা হয়েছে, যেখানে ১৯ হাজার ৫৪৩ জন কমিউনিটি থেকে সংক্রমিত এবং ৩৭৭ জন হাসপাতালে ভর্তি করোনা রোগী ছিল। স্কটল্যান্ডে এখন পর্যন্ত ৭ হাজার ৭২৩ জন করোনার ডেল্টা ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে, যাদের মধ্যে ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব স্ট্রাথক্লাইডের জনস্বাস্থ্য মহামারি বিভাগের অধ্যাপক ক্রিস রবার্টসন বলেন, ডেল্টা ধরন হাসপাতালে ভর্তির ঝুঁকি দ্বিগুণ বাড়িয় দেয়। তবু ভ্যাকসিনগুলো সেই ঝুঁকি হ্রাস করতে পারে।
গবেষণা নিয়ে ক্রিস রবার্টসন সাংবাদিকদের বলেন, যদি আপনি পরীক্ষায় পজিটিভ হন, তবে ভ্যাকসিনের দুটি বা একটি ডোজ ২৮ দিনের মধ্যে আপনার হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি প্রায় ৭০ শতাংশ কমিয়ে দেয়।
গবেষণায় আরও বলা হয়েছে, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর ফাইজারের ভ্যাকসিন ডেল্টা ধরনের সংক্রমণের বিরুদ্ধে ৭৯ শতাংশ সুরক্ষা দিতে পারে। আর আলফা ধরনের বিরুদ্ধে এটি ৯২ শতাংশ সুরক্ষা দিতে পারে। এদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ডেল্টা ধরনের বিরুদ্ধে ৬০ শতাংশ সুরক্ষা দিতে পারে এবং আলফা ধরনের বিরুদ্ধে ৭৩ শতাংশ সুরক্ষা দিতে পারে।
এদিকে ভারতের পর যুক্তরাজ্যেও ডেল্টা ধরনের সংক্রমণ বাড়ছে। করোনার সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যে লকডাউন আরও চার সপ্তাহ বাড়তে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গবেষকেরা বলেছেন, ডেল্টা ধরনের বিরুদ্ধে ভ্যাকসিনের দুটি ডোজ বেশি সুরক্ষা দেয়। আর যুক্তরাজ্যে লকডাউন বাড়িয়ে দেওয়ায় এ সময় অনেকেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেয়ে যাবেন। ফলে সংক্রমণের ঝুঁকি আরও কমবে।
সৌভাগ্য কাকে বলে, তারই যেন প্রমাণ পেলেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ খোরশেদ আলম। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি বিগ টিকিটে প্রথমবার অংশ নিয়েই জিতে নিয়েছেন ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকারও বেশি। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেমিশিগানের ট্র্যাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই বিবদমান প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা অবিলম্বে দেখা করে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। ৩ দিন ধরে চলা সীমান্ত সংঘাতের পর শান্তি স্থাপনে মধ্যস্থতা করার চেষ্টার অংশ হি
২ ঘণ্টা আগেদখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহার-অপুষ্টিতে অন্তত আরও ৫ জন মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের...
২ ঘণ্টা আগে