অনলাইন ডেস্ক
ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ব্রাজিল। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞকে ঘিরে দুই দেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের মাঝে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিলেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মেয়ারকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল সরকার। তাঁকে জেনেভায় ব্রাজিলের বিশেষ দূত হিসেবে পাঠানো হয়েছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকাস্টের সঙ্গে তুলনা করেছিলেন লুলা দা সিলভা। এরপর রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মেয়ারকে পশ্চিম জেরুজালেমে অবস্থিত ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামে তলব করে তিরস্কার করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। সে সময় কাটজ ব্রাজিলের প্রেসিডেন্টকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এ ঘটনার পরই ফ্রেদেরিকো মেয়ারকে ব্রাজিলের ফিরিয়ে নেন লুলা দা সিলভা। ইসরায়েলে তারপর আর ফেরেননি মেয়ার। তিনি এখন জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ব্রাজিলের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, ইসরায়েলে ব্রাজিলের নতুন রাষ্ট্রদূতের নাম যথাসময়ে ঘোষণা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তাঁদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে ইসরায়েলের হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।
ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ব্রাজিল। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞকে ঘিরে দুই দেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের মাঝে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিলেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মেয়ারকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল সরকার। তাঁকে জেনেভায় ব্রাজিলের বিশেষ দূত হিসেবে পাঠানো হয়েছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকাস্টের সঙ্গে তুলনা করেছিলেন লুলা দা সিলভা। এরপর রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মেয়ারকে পশ্চিম জেরুজালেমে অবস্থিত ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামে তলব করে তিরস্কার করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। সে সময় কাটজ ব্রাজিলের প্রেসিডেন্টকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এ ঘটনার পরই ফ্রেদেরিকো মেয়ারকে ব্রাজিলের ফিরিয়ে নেন লুলা দা সিলভা। ইসরায়েলে তারপর আর ফেরেননি মেয়ার। তিনি এখন জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ব্রাজিলের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, ইসরায়েলে ব্রাজিলের নতুন রাষ্ট্রদূতের নাম যথাসময়ে ঘোষণা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তাঁদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে ইসরায়েলের হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৮ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৮ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে