ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ব্রাজিল। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞকে ঘিরে দুই দেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের মাঝে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিলেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মেয়ারকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল সরকার। তাঁকে জেনেভায় ব্রাজিলের বিশেষ দূত হিসেবে পাঠানো হয়েছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকাস্টের সঙ্গে তুলনা করেছিলেন লুলা দা সিলভা। এরপর রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মেয়ারকে পশ্চিম জেরুজালেমে অবস্থিত ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামে তলব করে তিরস্কার করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। সে সময় কাটজ ব্রাজিলের প্রেসিডেন্টকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এ ঘটনার পরই ফ্রেদেরিকো মেয়ারকে ব্রাজিলের ফিরিয়ে নেন লুলা দা সিলভা। ইসরায়েলে তারপর আর ফেরেননি মেয়ার। তিনি এখন জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ব্রাজিলের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, ইসরায়েলে ব্রাজিলের নতুন রাষ্ট্রদূতের নাম যথাসময়ে ঘোষণা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তাঁদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে ইসরায়েলের হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।
ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ব্রাজিল। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞকে ঘিরে দুই দেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের মাঝে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিলেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মেয়ারকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল সরকার। তাঁকে জেনেভায় ব্রাজিলের বিশেষ দূত হিসেবে পাঠানো হয়েছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকাস্টের সঙ্গে তুলনা করেছিলেন লুলা দা সিলভা। এরপর রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মেয়ারকে পশ্চিম জেরুজালেমে অবস্থিত ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামে তলব করে তিরস্কার করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। সে সময় কাটজ ব্রাজিলের প্রেসিডেন্টকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এ ঘটনার পরই ফ্রেদেরিকো মেয়ারকে ব্রাজিলের ফিরিয়ে নেন লুলা দা সিলভা। ইসরায়েলে তারপর আর ফেরেননি মেয়ার। তিনি এখন জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ব্রাজিলের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, ইসরায়েলে ব্রাজিলের নতুন রাষ্ট্রদূতের নাম যথাসময়ে ঘোষণা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তাঁদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে ইসরায়েলের হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
১০ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১২ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১৫ ঘণ্টা আগে