Ajker Patrika

পালাউয়ে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক
Thumbnail image

ঢাকা: প্রশান্ত মহাসাগরীয় দেশ পালাউয়ে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ সোমবার দেশটির সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

কিন্তু পালাউয়ের কর্মকর্তারা দাবি করছেন যে করোনা রোগী শনাক্ত করা হলেও সেখানে সংক্রমণের ঝুঁকি নেই।

করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করার পরই সীমান্ত বন্ধ করে দিয়েছিল পালাউ সরকার। যদিও দেশটির বেশির ভাগ আয়ের উৎসই পর্যটন খাত থেকে আসে। ছোট্ট দ্বীপ দেশ পালাউয়ে জনসংখ্যা প্রায় ২১ হাজার।

পালাউয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, একজন পর্যটকের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। ওই পর্যটক এই মাসের শুরুতে পালাউয়ে আসেন। এর আগে ওই ব্যক্তির করোনা পরীক্ষা করা হলেও নেগেটিভ ফল এসেছিল। তবে ওই পর্যটকের বিস্তারিতভাবে কিছু বলেনি পালাউ সরকার।

একটি বিবৃতিতে পালাউ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, একাধিকবার পরীক্ষার পর জানা গেছে যে ওই পর্যটক আগেই করোনায় আক্রান্ত ছিল। চলতি বছরের জানুয়ারিতে করোনায় আক্রান্ত হন ওই পর্যটক করোনায় আক্রান্ত হন। তবে তাঁর দেহের করোনা সংক্রামক নয়।

তাইওয়ানের সঙ্গে পালাউয়ের ‘ট্রাভেল বাবল’ ছিল। ফলে কোনো ধরনের কোভিড-১৯ বিধিনিষেধ ছাড়াই যাতায়াত করতে পারতেন দেশ দুটির নাগরিকরা। তবে তাইওয়ানে সংক্রমণ বাড়ায় চলতি মাসে সেটি বন্ধ করে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত