পেডিংটন ভালুক শেষ পর্যন্ত ব্রিটিশ পাসপোর্ট পেয়েছে। পেরু থেকে লন্ডনে আসার ৬৬ বছর পর এই পাসপোর্ট পেল সে। তবে খুব বেশি দূর ভ্রমণের সুযোগ তার থাকছে না। কেন?
গত শতাব্দীর দুই তৃতীয়াংশ ধরে সে যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় উদ্বাস্তু। তবে তার কোনো বাস্তব অস্তিত্ব নেই। ব্রিটিশ সাহিত্য ও চলচ্চিত্রের এক চরিত্র ভালুকটি। ১৯৫৮ সালের ১৩ অক্টোবর ব্রিটিশ লেখক মাইকেল বন্ডের ‘এ বিয়ার কলড পেডিংটন’ নামের বইয়ের মাধ্যমে এর আত্মপ্রকাশ।
পেরুর এই ভালুকের জন্য চলচ্চিত্র নির্মাতারা একটি পাসপোর্টের অনুরোধ করেছিলেন। আগামী মাসে, অর্থাৎ নভেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা অ্যানিমেটেড চলচ্চিত্র ‘পেডিংটন ইন পেরু’র প্রচারণায় ব্যবহারের জন্য এটা চেয়েছিলেন তাঁরা।
চলচ্চিত্রটির সহপ্রযোজক রব সিলভা রেডিও টাইমসকে জানান, তাঁরা একটি রেপ্লিকা চেয়েছিলেন, এর বদলে অফিশিয়াল বা সরকারি একটি পাসপোর্ট পেয়ে গেছেন।
তবে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবিসিকে নিশ্চিত করেছে, এটি একটি নমুনা বা প্রতীকী পাসপোর্ট। অর্থাৎ সত্যিকার অর্থে ব্যবহারের জন্য নয়।
আপনিই বলুন একটি চরিত্রের কি আর এটি সত্যিকারের ব্যবহারের সুযোগ আছে?
‘আবার ভাববেন না যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের পেছনে হাস্যরস বা কৌতুক কাজ করেছে। বরং সরকারি পর্যবেক্ষণের অধীনে তারা তাকে শুধু ভালুক হিসেবে তালিকাভুক্ত করেছে।’
ভালুক চরিত্রটির জন্ম দেওয়া মাইকেল বন্ড বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজের শৈশবের স্মৃতিতে উৎসাহিত হয়ে তিনি জন্ম দিয়েছেন সবার ভালোবাসার ‘অন্ধকার পেরু’র ভালুকটিকে।
এখন বলে রাখা ভালো, দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমা। আর উঁচু সব পর্বত ও গহিন জঙ্গলে আবৃত এক কাল্পনিক এলাকা ‘ডার্কেস্ট পেরু’ বা অন্ধকার পেরু। তবে অনেকেরই অনুমান এই জায়গাটির বাস্তব অস্তিত্ব আছে। আর এর অবস্থান পূর্ব পেরুতে, যেখানে বিখ্যাত আমাজন জঙ্গলের একটি অংশ পড়েছে।
বন্ড ২০১৭ সালে বিবিসিকে বলেন, ‘যখন আমি ছোট ছিলাম, তখনকার যে স্মৃতি সবচেয়ে বেশি আলোড়িত করে সেটি, লন্ডন থেকে শিশুদের গলায় একটি লেবেল ঝুলিয়ে সরিয়ে নেওয়া হচ্ছিল। তাদের সব সম্পত্তি থাকত একটি স্যুটকেসের ভেতরে। আর পেডিংটনকেও এভাবেই তুলে ধরেছি।’
‘পেডিংটন বিয়ার এক উদ্বাস্তু, যার গলায় ঝোলানো কাগজে লেখা, “দয়া করে ভালুকটির খেয়াল রাখবেন। ধন্যবাদ।” আর তার সঙ্গে মালপত্র বলতে কেবল একটি ছোট স্যুটকেস।’ বলেন বন্ড।
দক্ষিণ আমেরিকা থেকে লুকিয়ে একটি নৌকায় করে এসে ব্রাউন পরিবারের সঙ্গে থাকতে শুরু করে ভালুকটি। লন্ডনের যে ট্রেন স্টেশনে তাকে পাওয়া যায়, সেটার নামে ভালুকটির নাম দেয় তারা পেডিংটন।
বন্ডের বইগুলো অবলম্বনে বানানো সফল চলচ্চিত্রগুলোতে পেডিংটনের কণ্ঠ দিয়েছেন বেন উইশো। ভালুকটিকে নিয়ে তৈরি করা তৃতীয় চলচ্চিত্র ‘পেডিংটন ইন পেরু’ যুক্তরাজ্যে মুক্তি পেতে যাচ্ছে আসছে নভেম্বরে। যুক্তরাষ্ট্রে এটি মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতে।
সূত্র: বিবিসি, সিএনএন, গার্ডিয়ান, উইকিপিডিয়া
পেডিংটন ভালুক শেষ পর্যন্ত ব্রিটিশ পাসপোর্ট পেয়েছে। পেরু থেকে লন্ডনে আসার ৬৬ বছর পর এই পাসপোর্ট পেল সে। তবে খুব বেশি দূর ভ্রমণের সুযোগ তার থাকছে না। কেন?
গত শতাব্দীর দুই তৃতীয়াংশ ধরে সে যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় উদ্বাস্তু। তবে তার কোনো বাস্তব অস্তিত্ব নেই। ব্রিটিশ সাহিত্য ও চলচ্চিত্রের এক চরিত্র ভালুকটি। ১৯৫৮ সালের ১৩ অক্টোবর ব্রিটিশ লেখক মাইকেল বন্ডের ‘এ বিয়ার কলড পেডিংটন’ নামের বইয়ের মাধ্যমে এর আত্মপ্রকাশ।
পেরুর এই ভালুকের জন্য চলচ্চিত্র নির্মাতারা একটি পাসপোর্টের অনুরোধ করেছিলেন। আগামী মাসে, অর্থাৎ নভেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা অ্যানিমেটেড চলচ্চিত্র ‘পেডিংটন ইন পেরু’র প্রচারণায় ব্যবহারের জন্য এটা চেয়েছিলেন তাঁরা।
চলচ্চিত্রটির সহপ্রযোজক রব সিলভা রেডিও টাইমসকে জানান, তাঁরা একটি রেপ্লিকা চেয়েছিলেন, এর বদলে অফিশিয়াল বা সরকারি একটি পাসপোর্ট পেয়ে গেছেন।
তবে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবিসিকে নিশ্চিত করেছে, এটি একটি নমুনা বা প্রতীকী পাসপোর্ট। অর্থাৎ সত্যিকার অর্থে ব্যবহারের জন্য নয়।
আপনিই বলুন একটি চরিত্রের কি আর এটি সত্যিকারের ব্যবহারের সুযোগ আছে?
‘আবার ভাববেন না যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের পেছনে হাস্যরস বা কৌতুক কাজ করেছে। বরং সরকারি পর্যবেক্ষণের অধীনে তারা তাকে শুধু ভালুক হিসেবে তালিকাভুক্ত করেছে।’
ভালুক চরিত্রটির জন্ম দেওয়া মাইকেল বন্ড বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজের শৈশবের স্মৃতিতে উৎসাহিত হয়ে তিনি জন্ম দিয়েছেন সবার ভালোবাসার ‘অন্ধকার পেরু’র ভালুকটিকে।
এখন বলে রাখা ভালো, দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমা। আর উঁচু সব পর্বত ও গহিন জঙ্গলে আবৃত এক কাল্পনিক এলাকা ‘ডার্কেস্ট পেরু’ বা অন্ধকার পেরু। তবে অনেকেরই অনুমান এই জায়গাটির বাস্তব অস্তিত্ব আছে। আর এর অবস্থান পূর্ব পেরুতে, যেখানে বিখ্যাত আমাজন জঙ্গলের একটি অংশ পড়েছে।
বন্ড ২০১৭ সালে বিবিসিকে বলেন, ‘যখন আমি ছোট ছিলাম, তখনকার যে স্মৃতি সবচেয়ে বেশি আলোড়িত করে সেটি, লন্ডন থেকে শিশুদের গলায় একটি লেবেল ঝুলিয়ে সরিয়ে নেওয়া হচ্ছিল। তাদের সব সম্পত্তি থাকত একটি স্যুটকেসের ভেতরে। আর পেডিংটনকেও এভাবেই তুলে ধরেছি।’
‘পেডিংটন বিয়ার এক উদ্বাস্তু, যার গলায় ঝোলানো কাগজে লেখা, “দয়া করে ভালুকটির খেয়াল রাখবেন। ধন্যবাদ।” আর তার সঙ্গে মালপত্র বলতে কেবল একটি ছোট স্যুটকেস।’ বলেন বন্ড।
দক্ষিণ আমেরিকা থেকে লুকিয়ে একটি নৌকায় করে এসে ব্রাউন পরিবারের সঙ্গে থাকতে শুরু করে ভালুকটি। লন্ডনের যে ট্রেন স্টেশনে তাকে পাওয়া যায়, সেটার নামে ভালুকটির নাম দেয় তারা পেডিংটন।
বন্ডের বইগুলো অবলম্বনে বানানো সফল চলচ্চিত্রগুলোতে পেডিংটনের কণ্ঠ দিয়েছেন বেন উইশো। ভালুকটিকে নিয়ে তৈরি করা তৃতীয় চলচ্চিত্র ‘পেডিংটন ইন পেরু’ যুক্তরাজ্যে মুক্তি পেতে যাচ্ছে আসছে নভেম্বরে। যুক্তরাষ্ট্রে এটি মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতে।
সূত্র: বিবিসি, সিএনএন, গার্ডিয়ান, উইকিপিডিয়া
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার পরপরই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ। উড়োজাহাজটি আটলান্টার উদ্দেশে যাচ্ছিল। যদিও স্থানীয় সময় শুক্রবার সকালের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১৪ মিনিট আগেনয় বছর বয়সী কারাম আল-ঘুসাইন, তার ছোট্ট হাতে পাত্র নিয়ে যাচ্ছিল পরিবারের জন্য একটুখানি পানি সংগ্রহের আশায়। প্রায় পৌনে দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের কারণে তার বাড়িঘর ধূলিসাৎ। এখন আশ্রয় নিয়েছে স্থানীয় একটি স্কুলে। আর কয়েকটি গলি পেরিয়ে গেলেই কারাম পৌঁছে যেত, পানি সংগ্রহের সেই স্থানে।
৩৬ মিনিট আগেভারতের পুলিশ প্রেমিকাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন প্রেমিক রিজার্ভ পুলিশ ফোর্সের কনস্টেবল। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে গুজরাটের কুচ জেলায় এ ঘটনা ঘটেছে। গতকাল শনিবার, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেচলতি বছরের জুনের শেষ দিকে শুরু হওয়া বর্ষা মৌসুমে পাকিস্তানে অন্তত ২০২ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৯৬ জনই শিশু। গতকাল শনিবার পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ তথ্য জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে