Ajker Patrika

ইঁদুরেরও বন্ধু আছে

ইঁদুরেরও বন্ধু আছে

মানুষ একা থাকতে পারে না। তাই সে সঙ্গ চায়। এমন চাহিদা থেকেই তৈরি হয়েছে সমাজ। গবেষকেরা জানালেন, শুধু মানুষ নয়,  ইঁদুরেরাও সঙ্গ চায়। তাদেরও থাকে বন্ধু। এমনকি এই প্রাণী কাউকে এড়িয়ে চলার মতো সিদ্ধান্তও নিতে পারে।

পোর্টসমাউথ এবং লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানতে পেরেছেন। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

এর আগে স্ত্রী ইঁদুর নিয়ে করা গবেষণা থেকে জানা গিয়েছিল, তারা বন্ধুত্ব গড়ে তোলে না। এবার পুরুষ ইঁদুর নিয়ে করা হলো গবেষণা। তথ্য পেয়ে অবাক হয়েছে গবেষক দল। ইঁদুরের দুই লিঙ্গভেদে এত বড় পার্থক্য হবে, তা কখনো তাদের চিন্তায় ছিল না।

কাদের সঙ্গে সময় কাটাতে হবে, কাদের থেকে দূরে থাকতে হবে, এগুলো খুব দারুণভাবে বেছে নিতে পারে পুরুষ ইঁদুর। গবেষণার জন্য ২৭টি ইঁদুরকে প্রথমে ৪টি গ্রুপে ভাগ করা হয়। এরপর তিন মাস এদের ওপর রাখা হয় কড়া নজর। ভিডিও ধারণ করে রাখা হয়। দুই মিনিট পরপর এদের কার্যকলাপ দেখা হতো। পরে বিশ্লেষণ করে জানা যায় নতুন এ তথ্য। ইঁদুরদের নিশাচর মনে করা হলেও এরা দিনেও তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে। গবেষণায় এ তথ্যটিও জানা যায়।

পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক লিয়ান প্রপস জানান, নতুন এ তথ্যের মানে হচ্ছে পাখি, বাদুড় এবং স্তন্যপায়ীদের মতো ইঁদুরেরও এক রকম কিছু বৈশিষ্ট্য রয়েছে। বিশ্বে প্রায় দুই কোটি আঞ্চলিক ইঁদুর রয়েছে বলে ধারণা করা হয়। এমন বাড়িও রয়েছে যেখানে শুধু পুরুষ ইঁদুর থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত