মানুষ একা থাকতে পারে না। তাই সে সঙ্গ চায়। এমন চাহিদা থেকেই তৈরি হয়েছে সমাজ। গবেষকেরা জানালেন, শুধু মানুষ নয়, ইঁদুরেরাও সঙ্গ চায়। তাদেরও থাকে বন্ধু। এমনকি এই প্রাণী কাউকে এড়িয়ে চলার মতো সিদ্ধান্তও নিতে পারে।
পোর্টসমাউথ এবং লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানতে পেরেছেন। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
এর আগে স্ত্রী ইঁদুর নিয়ে করা গবেষণা থেকে জানা গিয়েছিল, তারা বন্ধুত্ব গড়ে তোলে না। এবার পুরুষ ইঁদুর নিয়ে করা হলো গবেষণা। তথ্য পেয়ে অবাক হয়েছে গবেষক দল। ইঁদুরের দুই লিঙ্গভেদে এত বড় পার্থক্য হবে, তা কখনো তাদের চিন্তায় ছিল না।
কাদের সঙ্গে সময় কাটাতে হবে, কাদের থেকে দূরে থাকতে হবে, এগুলো খুব দারুণভাবে বেছে নিতে পারে পুরুষ ইঁদুর। গবেষণার জন্য ২৭টি ইঁদুরকে প্রথমে ৪টি গ্রুপে ভাগ করা হয়। এরপর তিন মাস এদের ওপর রাখা হয় কড়া নজর। ভিডিও ধারণ করে রাখা হয়। দুই মিনিট পরপর এদের কার্যকলাপ দেখা হতো। পরে বিশ্লেষণ করে জানা যায় নতুন এ তথ্য। ইঁদুরদের নিশাচর মনে করা হলেও এরা দিনেও তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে। গবেষণায় এ তথ্যটিও জানা যায়।
পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক লিয়ান প্রপস জানান, নতুন এ তথ্যের মানে হচ্ছে পাখি, বাদুড় এবং স্তন্যপায়ীদের মতো ইঁদুরেরও এক রকম কিছু বৈশিষ্ট্য রয়েছে। বিশ্বে প্রায় দুই কোটি আঞ্চলিক ইঁদুর রয়েছে বলে ধারণা করা হয়। এমন বাড়িও রয়েছে যেখানে শুধু পুরুষ ইঁদুর থাকে।
মানুষ একা থাকতে পারে না। তাই সে সঙ্গ চায়। এমন চাহিদা থেকেই তৈরি হয়েছে সমাজ। গবেষকেরা জানালেন, শুধু মানুষ নয়, ইঁদুরেরাও সঙ্গ চায়। তাদেরও থাকে বন্ধু। এমনকি এই প্রাণী কাউকে এড়িয়ে চলার মতো সিদ্ধান্তও নিতে পারে।
পোর্টসমাউথ এবং লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানতে পেরেছেন। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
এর আগে স্ত্রী ইঁদুর নিয়ে করা গবেষণা থেকে জানা গিয়েছিল, তারা বন্ধুত্ব গড়ে তোলে না। এবার পুরুষ ইঁদুর নিয়ে করা হলো গবেষণা। তথ্য পেয়ে অবাক হয়েছে গবেষক দল। ইঁদুরের দুই লিঙ্গভেদে এত বড় পার্থক্য হবে, তা কখনো তাদের চিন্তায় ছিল না।
কাদের সঙ্গে সময় কাটাতে হবে, কাদের থেকে দূরে থাকতে হবে, এগুলো খুব দারুণভাবে বেছে নিতে পারে পুরুষ ইঁদুর। গবেষণার জন্য ২৭টি ইঁদুরকে প্রথমে ৪টি গ্রুপে ভাগ করা হয়। এরপর তিন মাস এদের ওপর রাখা হয় কড়া নজর। ভিডিও ধারণ করে রাখা হয়। দুই মিনিট পরপর এদের কার্যকলাপ দেখা হতো। পরে বিশ্লেষণ করে জানা যায় নতুন এ তথ্য। ইঁদুরদের নিশাচর মনে করা হলেও এরা দিনেও তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে। গবেষণায় এ তথ্যটিও জানা যায়।
পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক লিয়ান প্রপস জানান, নতুন এ তথ্যের মানে হচ্ছে পাখি, বাদুড় এবং স্তন্যপায়ীদের মতো ইঁদুরেরও এক রকম কিছু বৈশিষ্ট্য রয়েছে। বিশ্বে প্রায় দুই কোটি আঞ্চলিক ইঁদুর রয়েছে বলে ধারণা করা হয়। এমন বাড়িও রয়েছে যেখানে শুধু পুরুষ ইঁদুর থাকে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
৪ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে...
৪ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
৬ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
৬ ঘণ্টা আগে