Ajker Patrika

নিউইয়র্কে শামীম আল আমিনের বইয়ের প্রকাশনা উৎসব

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ৫২
নিউইয়র্কে শামীম আল আমিনের বইয়ের প্রকাশনা উৎসব

লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিনের বই ‘নির্বাচিত গল্প তোমার অসীমে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন লেখক, সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিশিষ্টজনেরা। ডায়াসপোরা নামের একটি সংগঠন এই প্রকাশনা উৎসবের আয়োজন করে।

এবারের বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ৩০টি গল্পের বইটিতে ভূমিকা লিখেছেন খ্যাতিমান কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে লেখা গল্পগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এক মলাটে। এর মধ্যে আছে গভীর প্রেম, আছে বিরহ। আছে পরাবাস্তব ভালোবাসা। গল্পগুলো লিখতে গিয়ে কখনো সমাজের রূঢ় বাস্তবতা, কখনো অলিক কল্পনার আশ্রয় নিয়েছেন লেখক। আবার সমাজে ঘটে যাওয়া নিষ্ঠুর ঘটনাও উঠে এসেছে অনেক গল্পে। এসেছে বিশ্বজোড়া অস্থিরতার চিত্র; বেদনা বা হতাশা। গল্পের বিষয়ের ভিন্নতা বইটির সৌন্দর্য। বইটি পড়তে গিয়ে পাঠক এক মলাটে বিচিত্র স্বাদ পাবেন বলে বক্তারা অনুষ্ঠানে বলেন।

প্রকাশনা অনুষ্ঠানটি শুরু হয় বইটির নাম ‘নির্বাচিত গল্প তোমার অসীমে’ পাঠ করার মধ্য দিয়ে। বিশিষ্ট নাট্যশিল্পী এ শরিফ হোসেন ও আবৃত্তিশিল্পী শুক্লা রায় গল্পটি পাঠ করেন। এ সময় রবীন্দ্রনাথের ‘তোমার অসীমে’ গানটি গেয়ে শোনান সুপ্রিয়া চৌধুরী। অনুষ্ঠানে চমৎকার একটি প্রেমের কবিতা আবৃত্তি করেন গোপন সাহা। আর শেষ পর্বে প্রেমের গান দিয়ে সবার মন ভরিয়েছেন রাজীব ভট্টাচার্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত