পেরুর বিখ্যাত নাজকা লাইনে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এক বিবৃতিতে পেরুর পরিবহন মন্ত্রণালয় জানায়, অ্যারোস্যান্টোস পর্যটন কোম্পানির সেসনা ২০৭ নামের এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজটি দুপুর নাগাদ নাজকার মারিয়া রেইচে বিধ্বস্ত হয়। সেটিতে পাঁচজন পর্যটক ও দুজন ক্রু ছিলেন।
চিলির দুজন পর্যটক ও একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানায়, উড়োজাহাজে থাকা সবাই মারা গেছেন।
নাজকা লাইন ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি। এখানকার মারিয়া রেইচ এয়ারফিল্ড থেকে পর্যটকদের নিয়ে কয়েক ডজন বিমান চলাচল করে।
পেরুর রাজধানী লিমা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাজকা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে রয়েছে এই নাজকা লাইন। প্রায় ৮০ কিলোমিটার লম্বা ও ৪৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত রয়েছে এটি। এই বিশাল এলাকাজুড়ে মাটির ওপর খোদাই করা রয়েছে বিভিন্ন রকম ছবি ও নকশা। পশু-পাখির ছবি ছাড়াও রয়েছে সরলরেখা ও জ্যামিতিক নকশা। মাটির ওপরের এই বিশালাকার ভূচিত্রগুলোকেই বলে নাজকা লাইন।
এই নাজকা লাইন প্রায় ২ হাজার বছরের পুরোনো। ৫০০ খ্রিষ্টপূর্ব থেকে ৫০০ খ্রিষ্টাব্দের মধ্যে এই নকশাগুলো তৈরি করা হয়েছিল বলে মত পুরাতত্ত্ববিদদের।
পেরুর বিখ্যাত নাজকা লাইনে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এক বিবৃতিতে পেরুর পরিবহন মন্ত্রণালয় জানায়, অ্যারোস্যান্টোস পর্যটন কোম্পানির সেসনা ২০৭ নামের এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজটি দুপুর নাগাদ নাজকার মারিয়া রেইচে বিধ্বস্ত হয়। সেটিতে পাঁচজন পর্যটক ও দুজন ক্রু ছিলেন।
চিলির দুজন পর্যটক ও একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানায়, উড়োজাহাজে থাকা সবাই মারা গেছেন।
নাজকা লাইন ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি। এখানকার মারিয়া রেইচ এয়ারফিল্ড থেকে পর্যটকদের নিয়ে কয়েক ডজন বিমান চলাচল করে।
পেরুর রাজধানী লিমা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাজকা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে রয়েছে এই নাজকা লাইন। প্রায় ৮০ কিলোমিটার লম্বা ও ৪৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত রয়েছে এটি। এই বিশাল এলাকাজুড়ে মাটির ওপর খোদাই করা রয়েছে বিভিন্ন রকম ছবি ও নকশা। পশু-পাখির ছবি ছাড়াও রয়েছে সরলরেখা ও জ্যামিতিক নকশা। মাটির ওপরের এই বিশালাকার ভূচিত্রগুলোকেই বলে নাজকা লাইন।
এই নাজকা লাইন প্রায় ২ হাজার বছরের পুরোনো। ৫০০ খ্রিষ্টপূর্ব থেকে ৫০০ খ্রিষ্টাব্দের মধ্যে এই নকশাগুলো তৈরি করা হয়েছিল বলে মত পুরাতত্ত্ববিদদের।
ভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
৯ মিনিট আগেলন্ডনের রয়্যাল অপেরা হাউসের মঞ্চে একটি নাটকের শেষ দৃশ্যে পর্দা নামার মুহূর্তে এক অভিনয়শিল্পী হঠাৎ করেই ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেছেন। বিবিসি জানিয়েছে, শনিবার রাতে লন্ডনের সম্মানজনক ওই ভেন্যুতে যখন ঘটনাটি ঘটে, তখন এক কর্মকর্তা তা ঠেকানোর চেষ্টা করেন।
১ ঘণ্টা আগেরাশিয়ার রাজধানী মস্কোয় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার পর রাজধানীর কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর ফলে অন্তত ১৪০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।
১ ঘণ্টা আগেক্ষমতাসীন জোট এলডিপির উচ্চকক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখতে ১২৫টি আসনের মধ্যে ৫০টি আসনে জয়লাভ করা প্রয়োজন। কিন্তু কিয়োডো, ইয়োমিউরি এবং নিক্কেই পরিচালিত জরিপ অনুযায়ী, এলডিপি ও তাদের জোটের ছোট অংশীদার কোমেইতো এই আসন অর্জনে ব্যর্থ হতে পারে। যদি এমনটা হয়, তাহলে জাপানের আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি...
২ ঘণ্টা আগে