Ajker Patrika

‘ডিজিটাল অধিকার’ সূচকে গুগল-মেটাকে পেছনে ফেলে শীর্ষে টুইটার 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২১: ৩৫
‘ডিজিটাল অধিকার’ সূচকে গুগল-মেটাকে পেছনে ফেলে শীর্ষে টুইটার 

বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পরিচালনা, ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা বজায় রাখা এবং মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি পরিমাপে ডিজিটাল রাইটস সূচক প্রকাশ করে থাকে র‍্যাঙ্কিং ডিজিটাল রাইটস নামে একটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটির প্রকাশ করা ২০২২ সালের সূচকে গুগল-মেটার মতো প্রযুক্তি জায়ান্টকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। 

ডিজিটাল রাইটস সূচকে ৫৬ শতাংশ নম্বর নিয়ে শীর্ষস্থানে রয়েছে টুইটার। এর পরেই অবস্থানে রয়েছে অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু। এই প্রতিষ্ঠানটি প্রাপ্ত নম্বর ৫৪ শতাংশ। এরপরই ৫০ শতাংশ নম্বর নিয়ে তৃতীয় স্থানে আছে মাইক্রোসফট। চতুর্থ এবং পঞ্চম স্থান দখলকারী গুগল ও মেটার পয়েন্ট যথাক্রমে ৪৭ এবং ৪৬ শতাংশ। 

সামগ্রিকভাবে শীর্ষে থাকলেও পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতার বিষয়ে টুইটারের অবস্থান একটু নিচেই। ৫৬ শতাংশ নম্বর নিয়ে প্রতিষ্ঠানটি পঞ্চম অবস্থানে। টুইটারের সমান অর্থাৎ ৫৬ শতাংশ নম্বর নিয়ে চতুর্থ স্থানে গুগল এবং তার চেয়ে মাত্র ৩ শতাংশ নম্বর বেশি নিয়ে অর্থাৎ ৫৯ শতাংশ নম্বর নিয়ে তৃতীয় স্থানে ইয়াহু। ৬৫ শতাংশ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে মাইক্রোসফট। সামগ্রিকভাবে পঞ্চম অবস্থানে থাকলেও এই সূচকে শীর্ষস্থানটি মেটার দখলেই। প্রতিষ্ঠানটির প্রাপ্ত নম্বর ৬৫ শতাংশ। 

ডিজিটাল রাইটস প্রকাশিত ব্যবহারকারীদের মত প্রকাশের স্বাধীনতার সূচকে শীর্ষস্থানে রয়েছে টুইটার। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রাপ্ত নম্বর ৬৪ শতাংশ। এরপর দ্বিতীয় স্থানে থাকা গুগলের সঙ্গে টুইটারের নম্বরের ফারাক অনেক বেশি। সবচেয়ে বেশি মেটার সঙ্গে। ৪৪ শতাংশ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে গুগল। ৪২ শতাংশ নম্বর নিয়ে তৃতীয় স্থানে মাইক্রোসফট এবং ৪১ শতাংশ নম্বর নিয়ে চতুর্থ স্থানে কাকাও। এই তালিকায় পঞ্চম স্থানে থাকা মেটা টুইটারের চেয়ে ২৮ শতাংশ নম্বর কম পেয়েছে। মেটা এই সূচকে পেয়েছে মাত্র ৩৬ শতাংশ নম্বর। 

ডিজিটাল রাইটস আরও একটি ক্ষেত্রের সূচক প্রকাশ করেছে। এই সূচকটি হলো গোপনীয়তা রক্ষা করা। এই তালিকায় সবার শীর্ষে রয়েছে ইয়াহু। প্রতিষ্ঠানটির প্রাপ্ত নম্বর ৫৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা অ্যাপল পেয়েছে ৫৫ শতাংশ নম্বর। তালিকার তৃতীয় স্থানে রয়েছে টুইটার। প্রতিষ্ঠানটির প্রাপ্ত নম্বর ৫১ শতাংশ। চতুর্থ স্থানে থাকা মাইক্রোসফটের প্রাপ্ত নম্বর ৪৯ শতাংশ এবং পঞ্চম স্থানে থাকা গুগলের নম্বর মাত্র ৪৬ শতাংশ। 

তুলনামূলকভাবে ডিজিটাল রাইটস সূচকে ভালো অবস্থানে রয়েছে টুইটার এবং ইয়াহু। সেই তুলনায় অনেক বেশি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মাতৃপ্রতিষ্ঠান মেটার অবস্থান যথেষ্ট দুর্বল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত