‘মানবিক কারণে’ গাজা উপত্যকা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ চায় রাশিয়া। রুশ রাষ্ট্রদূত এ বিষয়ে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করেছে। সংঘর্ষ চলতে দেওয়ায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে মস্কো। আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত রাশিয়ার প্রস্তাবে ‘অবিলম্বে’ যুদ্ধবিরতি কার্যকর এবং সব জিম্মির নিরাপদ মুক্তির আহ্বান জানানো হয়েছে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতা এবং সন্ত্রাসবাদী সব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় রাশিয়া।
জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘আমরা বিশ্বাস করি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরাপত্তা পরিষদকে অবশ্যই রক্তপাত বন্ধ এবং শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ নিতে হবে। এ উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল।’
রুশ রাষ্ট্রদূত জানান, খসড়া প্রস্তাবটির ব্যাপারে নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন ভ্যাসিলি নেবেনজিয়া। সে সঙ্গে, গাজা উপত্যকায় বেসামরিক মানুষ এবং অবকাঠামোতে ইসরায়েলি বিমানবাহিনীর হামলা দেখেও না দেখার ভান করায় ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েনের সমালোচনা করেছেন তিনি।
রাশিয়ার খসড়া প্রস্তাবে হামাসের নাম উল্লেখ করা হয়নি। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের চোখে হামাস একটি ‘সন্ত্রাসী সংগঠন’। নাম প্রকাশে অনিচ্ছুক কূটনীতিকেরা জানিয়েছেন, সংঘাতের বিষয়ে একটি রুদ্ধদ্বার বৈঠকের সময় ১৫ সদস্যের কাউন্সিলকে খসড়া প্রস্তাবটি দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে কাউন্সিলের এক কূটনীতিক বলেছেন, ‘তারা (রাশিয়া) কারও সঙ্গে পরামর্শ করেনি এবং হামাসের কথাও উল্লেখ করা হয়নি। অর্থাৎ, তারা কাউন্সিল সদস্যদের মতামতকে গুরুত্ব দিচ্ছে না।’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস করার জন্য প্রয়োজন হয় কমপক্ষে ৯টি ভোট। সে সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন বা রাশিয়ার কোনো ভেটো থাকা যাবে না।
অবরোধ অব্যাহত থাকায় গাজায় পানি, বিদ্যুৎ এবং ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অবরুদ্ধ গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৩২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার ৬৬ শতাংশই নারী ও শিশু। ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আহতের সংখ্যা এক হাজারের বেশি।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ অষ্টম দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৯০০ মানুষ। আহত হয়েছে সাড়ে ৭ হাজারেরও বেশি। অন্যদিকে, হামাসের হামলায় নিহত হয়েছে অন্তত ১ হাজার ৩০০ ইসরায়েলি।
এরই মধ্যে লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনিকে গাজা উপত্যকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের ব্যাপারে বেশ কয়েকটি দেশের অনুরোধের পর এল রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব।
‘মানবিক কারণে’ গাজা উপত্যকা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ চায় রাশিয়া। রুশ রাষ্ট্রদূত এ বিষয়ে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করেছে। সংঘর্ষ চলতে দেওয়ায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে মস্কো। আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত রাশিয়ার প্রস্তাবে ‘অবিলম্বে’ যুদ্ধবিরতি কার্যকর এবং সব জিম্মির নিরাপদ মুক্তির আহ্বান জানানো হয়েছে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতা এবং সন্ত্রাসবাদী সব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় রাশিয়া।
জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘আমরা বিশ্বাস করি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরাপত্তা পরিষদকে অবশ্যই রক্তপাত বন্ধ এবং শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ নিতে হবে। এ উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল।’
রুশ রাষ্ট্রদূত জানান, খসড়া প্রস্তাবটির ব্যাপারে নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন ভ্যাসিলি নেবেনজিয়া। সে সঙ্গে, গাজা উপত্যকায় বেসামরিক মানুষ এবং অবকাঠামোতে ইসরায়েলি বিমানবাহিনীর হামলা দেখেও না দেখার ভান করায় ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েনের সমালোচনা করেছেন তিনি।
রাশিয়ার খসড়া প্রস্তাবে হামাসের নাম উল্লেখ করা হয়নি। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের চোখে হামাস একটি ‘সন্ত্রাসী সংগঠন’। নাম প্রকাশে অনিচ্ছুক কূটনীতিকেরা জানিয়েছেন, সংঘাতের বিষয়ে একটি রুদ্ধদ্বার বৈঠকের সময় ১৫ সদস্যের কাউন্সিলকে খসড়া প্রস্তাবটি দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে কাউন্সিলের এক কূটনীতিক বলেছেন, ‘তারা (রাশিয়া) কারও সঙ্গে পরামর্শ করেনি এবং হামাসের কথাও উল্লেখ করা হয়নি। অর্থাৎ, তারা কাউন্সিল সদস্যদের মতামতকে গুরুত্ব দিচ্ছে না।’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস করার জন্য প্রয়োজন হয় কমপক্ষে ৯টি ভোট। সে সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন বা রাশিয়ার কোনো ভেটো থাকা যাবে না।
অবরোধ অব্যাহত থাকায় গাজায় পানি, বিদ্যুৎ এবং ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অবরুদ্ধ গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৩২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার ৬৬ শতাংশই নারী ও শিশু। ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আহতের সংখ্যা এক হাজারের বেশি।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ অষ্টম দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৯০০ মানুষ। আহত হয়েছে সাড়ে ৭ হাজারেরও বেশি। অন্যদিকে, হামাসের হামলায় নিহত হয়েছে অন্তত ১ হাজার ৩০০ ইসরায়েলি।
এরই মধ্যে লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনিকে গাজা উপত্যকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের ব্যাপারে বেশ কয়েকটি দেশের অনুরোধের পর এল রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর লাতিন আমেরিকা অঞ্চলের কমান্ডের নেতৃত্বে থাকা অ্যাডমিরাল এলভিন হোলসি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি চলতি বছরের শেষেই পদত্যাগ করবেন। তাঁর চাকরির জন্য নির্ধারিত বয়সসীমার দুই বছর আগেই পদ ছাড়ছেন তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিশ্চিত করেছেন।
২১ মিনিট আগেফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজা থেকে জিম্মিদের মরদেহ ফেরাতে সময় লাগতে পারে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়া এসব মরদেহ খুঁজে বের করা কঠিন। এদিকে, ইসরায়েল জানিয়েছে—তারা মধ্যস্থতাকারীদের কাছে জিম্মিদের মরদেহের অবস্থানের ব্যাপারে গোয়েন্দা তথ্য দিয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, তাঁর ও পুতিনের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ টেলিফোন আলাপের...
৩ ঘণ্টা আগেফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, আরব দেশগুলো ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতায় তাঁর সরকার গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য তিন ধাপের একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। পাঁচ বছর মেয়াদি এই পরিকল্পনার মোট ব্যয় ধরা হয়েছে ৬৭ বিলিয়ন ডলার।
৪ ঘণ্টা আগে