Ajker Patrika

ফের বিশ্বজুড়ে বেড়েছে করোনার সংক্রমণ ও মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০২১, ০৭: ৪৩
ফের বিশ্বজুড়ে বেড়েছে করোনার সংক্রমণ ও মৃত্যু

ঢাকা: ফের বেড়েছে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ১৮৩ জন। অর্থাৎ, আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৮৯ হাজার। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ১৮১ জন, যা আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ২ হাজার ৪০০। 

আজ বুধবার (২৩ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। 

বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত ১৭ কোটি ৯৯ লাখ ২৪ হাজার ৯৮৬ জন। আর মোট মৃত্যু ৩৮ লাখ ৯৭ হাজার ৮৩৫ জনের। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে। দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। 

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৩৩ হাজার ৬৯৬ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৭ হাজার ৮৬৪ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় এবং মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮০ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮০ লাখ ৫৬ হাজার ৬৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৪ হাজার ৮৯৭ জনের। 

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১২৯ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৭ হাজার ৮৫০ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৬৯১ জন। 

এ ছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৬০ হাজার ২ জন, রাশিয়ায় ৫৩ লাখ ৫০ হাজার ৯১৯ জন, যুক্তরাজ্যে ৪৬ লাখ ৫১ হাজার ৯৮৮ জন, ইতালিতে ৪২ লাখ ৫৪ হাজার ২৯৪ জন, তুরস্কে ৫৩ লাখ ৮১ হাজার ৭৩৬ জন, স্পেনে ৩৭ লাখ ৬৮ হাজার ৬৯১ জন, জার্মানিতে ৩৭ লাখ ৩১ হাজার ২৮৭ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৭৮ হাজার ৫৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে ১ লাখ ১০ হাজার ৮২৯ জন, রাশিয়ায় ১ লাখ ৩০ হাজার ৩৪৭ জন, যুক্তরাজ্যে ১ লাখ ২৮ হাজার ৮ জন, ইতালিতে ১ লাখ ২৭ হাজার ৩২২ জন, তুরস্কে ৪৯ হাজার ২৯৩ জন, স্পেনে ৮০ হাজার ৭১৯ জন, জার্মানিতে ৯১ হাজার ৮২ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩১ হাজার ২৪৪ জন মারা গেছেন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত