Ajker Patrika

কয়েক মাসের মধ্যে করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব: ডব্লিউএইচও

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৬: ০৭
কয়েক মাসের মধ্যে করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব: ডব্লিউএইচও

ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। এমন পরিস্থিতিতে এবার আশার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  জাতিসংঘের এই সংস্থাটি বলছে, ঠিকমতো ব্যবস্থা নিতে পারলে কয়েক মাসের মধ্যেই করোনাকে নিয়ন্ত্রণে আনা যাবে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদরোস আধানোম গেব্রোয়াসুস বলেন, এই মহামারিকে কয়েক মাসের  মধ্যে নিয়ন্ত্রণে আনার উপায় রয়েছে আমাদের কাছে। এটিকে নিয়ন্ত্রণে আনতে হলে প্রয়োজনীয় ব্যবস্থাকে ধারাবাহিক ভাবে ও সমান ভাবে প্রয়োগ করতে হবে।

তিনি জানান, যেখানে মহামারি শুরু হওয়ার পরে প্রথম ৯ মাসে ১০ লাখ মানুষ মারা গিয়েছিলেন, সেখানে পরবর্তী ৪ মাসেই তা পৌঁছে যায় ১০ লাখে। এদিকে পরবর্তী ৩ মাসেই তা পেরিয়ে গিয়েছে ৩০ লাখের গণ্ডি। করোনার মৃত্যুর এই সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

এদিকে এই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন পরিবেশবিদ গ্রেটা থুনবার্গও। টিকা নিয়ে রাজনীতির অভিযোগ তুলে সরব হতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ধনী দেশগুলি তাদের তরুণ প্রজন্মের টিকাকরণের ব্যবস্থা করতে পেরেছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষরা টিকা পাচ্ছেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত