Ajker Patrika

এবার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৩: ৫৭
এবার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

ইন্দোনেশিয়া ও তুরস্কের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) উপকূলীয় বাজা ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসে এই ভূকম্পন অনুভূত হয়। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। আর উৎপত্তিস্থল ছিল লাস ব্রিসাসের ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অঞ্চলটির গভর্নর মেরিনা দেল পিলার আভিলা টুইটারে বলেছেন, বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ। 

এদিকে আজ তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের ঘটনা ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে এখনো কোনো প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হওয়া যায়নি। 

এর আগে সোমবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় দুপুরে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়। ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২৬৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। 

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। এ ছাড়া নিখোঁজ রয়েছে দেড় শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত