Ajker Patrika

বিশ্বে করোনায় শনাক্ত কমেছে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১৯
বিশ্বে করোনায় শনাক্ত কমেছে

বিশ্বে এখনো কমেনি করোনাভাইরাসের প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ১৮ হাজার ২০৯ জন। যা আগের দিন ছিল ২১ লাখ ১২ হাজার ২৭৯ জন। করোনায় নতুন করে আক্রান্ত হয়ে মারা গেছে ৭ হাজার ৬১৭ জন। আগের দিন মারা গিয়েছিল ৭ হাজার ৬৪৭ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শনাক্তের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ২৬৬ জন। মৃত্যু হয়েছে ১১৫৩ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ৮৮৯ জনের এবং মারা গেছে ৯ লাখ ১০ হাজার ১০৪ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ভারতে। মৃত্যু হয়েছে ১ হাজার ২১৮ জনের। শনাক্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ২৭১ জন।      

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৭ কোটি ৭৭ লাখ ২১ হাজার ৭০৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬ লাখ ৯১ হাজার ২১৩ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৯ কোটি ৮৮ লাখ ৪৮ হাজার ৯৮২ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত