Ajker Patrika

বিশ্বে করোনায় এক দিনে শনাক্ত সাড়ে ৫ লাখ, মৃত্যু ১৬৭৬

আপডেট : ১৪ মে ২০২২, ১০: ৫৫
বিশ্বে করোনায় এক দিনে শনাক্ত সাড়ে ৫ লাখ, মৃত্যু ১৬৭৬

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৬ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৬৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে—২৭২ জন। করোনা শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৫৮৯ জনের। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ২৬ হাজার ৫২৭ জনের, করোনা শনাক্ত হয়েছে ৮ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৫২১ জনের। 

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫২ কোটি ৩ লাখ ৬৫ হাজার ৪২১ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬২ লাখ ৮৬ হাজার ৬৯২ জনের। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪৭ কোটি ৪৯ লাখ ৩২ হাজার ২৯১ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত