Ajker Patrika

কমপক্ষে ১৫ শতাংশ করপোরেট ট্যাক্স আরোপে রাজি ১৩৬টি দেশ 

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১১: ০৪
কমপক্ষে ১৫ শতাংশ করপোরেট ট্যাক্স আরোপে রাজি ১৩৬টি দেশ 

বহুজাতিক কোম্পানিগুলোর ওপর কমপক্ষে ১৫ শতাংশ করপোরেট ট্যাক্স আরোপে চুক্তি করেছে বিশ্বের ১৩৬টি দেশ। পাশাপাশি যে লাভ কোম্পানিগুলো করবে, সেটির একটি ন্যায্য অংশ যেন তারা কর হিসেবে দেয়, সেটাও নিশ্চিত করা হবে। ২০২৩ সাল থেকে এ চুক্তি বাস্তবায়ন শুরু হবে। গতকাল শুক্রবার অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এ ঘোষণা দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

যদিও বিশেষজ্ঞরা বলছেন, ১৫ শতাংশ করপোরেট ট্যাক্স খুবই কম। তবে এতে বড় কোম্পানিগুলোর মুনাফায় এ বছর অন্তত ১০ শতাংশ পর্যন্ত প্রভাব পড়তে পারে। 

ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক বলেন, চুক্তিটি আধুনিক যুগের বৈশ্বিক কর ব্যবস্থার উন্নতি করবে। বহুজাতিক বড় কোম্পানিগুলো যেখানেই ব্যবসা করুক, তারা তাদের ন্যায্য হিস্যা দেবে। 

ওইসিডি জানিয়েছে, এ চুক্তির ফলে যদি ন্যূনতম করও আরোপ করা হয়, তাহলে বছরে অন্তত ১৫০ বিলিয়ন ডলার রাজস্ব বাড়বে। 

গুগল, অ্যাপল, অ্যামাজন ও ফেসবুকের মতো টেক জায়ান্টের ওপর এই চুক্তি বড় প্রভাব ফেলবে। 

ওইসিডি মহাসচিব ম্যাথিয়াস করম্যান বলেন, একটি সুদূরপ্রসারী চুক্তি। এই চুক্তি বাস্তবায়নে আমাদের এখন দ্রুত কাজ করতে হবে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত