Ajker Patrika

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১০: ৩৮
বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৪৩ জনের, যা আগের দিনের তুলনায় ১ হাজার ৭৫৯ জন কম। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৯৬০ জনের, যা আগের দিনের তুলনায় ৮৮ হাজার ২৩১ জন কম। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৮৯৮ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫৫ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৪ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ২৬৯ জন এবং মারা গেছে ৭ লাখ ৬৫ হাজার ৭২২ জন। 

দৈনিক মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রাশিয়ার অবস্থান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১৬৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৮৪৯ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৮৪ লাখ ৩২ হাজার ৫৪৬ জনের এবং মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২২০ জনের। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৭১ লাখ ৩০ হাজার ৫৫০ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ লাখ ১০ হাজার ৪৬৩ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৯৭০ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।       

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত