চারদিকে ধ্বংসের চিহ্ন আর আহাজারি। সিরিয়া ও তুরস্কে গতকালের ভয়াবহ ভূমিকম্প-পরবর্তী চিত্র এখন এমন। এর মাঝেই জন্ম নিল ফুটফুটে এক নবজাতক। ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচেই নবজাতকটির জন্ম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া নবজাতককে হাতে নিয়ে দৌড়ে আসছেন এক উদ্ধারকর্মী। সে সময় আরেক উদ্ধারকর্মীকে কাপড় এগিয়ে দিতে দেখা যায়। তবে দুর্ভাগ্যজনক, নবজাতকের মা মারা গেছেন।
ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পোর আফরিন শহরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় ওই নবজাতককে। সদ্যোজাত শিশুটির মা কিংবা পরিবারের অন্য কেউ বেঁচে নেই। এ ছাড়া নবজাতকের বর্তমান অবস্থা জানা যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এদিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে সিরিয়া ও তুরস্কে আরও কয়েকটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি শিশুকে প্রায় ২০ ঘণ্টা আটকা পড়ে থাকার পর উদ্ধার করা হয়। সিরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের প্রকাশ করা একটি ভিডিওতে শিশুটিকে উদ্ধারের মুহূর্ত দেখা যায়।
দুঃখজনক হলেও সত্য, অসংখ্য শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে না। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, তুরস্ক ও সিরিয়ার এই ভূমিকম্পে কয়েক হাজার শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে।
গতকাল সোমবারের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তুরস্কেই নিহত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার। আর সিরিয়ায় নিহত হয়েছেন ১ হাজার ৬০০ জনের বেশি। ক্ষতিগ্রস্ত কয়েক হাজার ভবন।
চারদিকে ধ্বংসের চিহ্ন আর আহাজারি। সিরিয়া ও তুরস্কে গতকালের ভয়াবহ ভূমিকম্প-পরবর্তী চিত্র এখন এমন। এর মাঝেই জন্ম নিল ফুটফুটে এক নবজাতক। ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচেই নবজাতকটির জন্ম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া নবজাতককে হাতে নিয়ে দৌড়ে আসছেন এক উদ্ধারকর্মী। সে সময় আরেক উদ্ধারকর্মীকে কাপড় এগিয়ে দিতে দেখা যায়। তবে দুর্ভাগ্যজনক, নবজাতকের মা মারা গেছেন।
ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পোর আফরিন শহরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় ওই নবজাতককে। সদ্যোজাত শিশুটির মা কিংবা পরিবারের অন্য কেউ বেঁচে নেই। এ ছাড়া নবজাতকের বর্তমান অবস্থা জানা যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এদিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে সিরিয়া ও তুরস্কে আরও কয়েকটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি শিশুকে প্রায় ২০ ঘণ্টা আটকা পড়ে থাকার পর উদ্ধার করা হয়। সিরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের প্রকাশ করা একটি ভিডিওতে শিশুটিকে উদ্ধারের মুহূর্ত দেখা যায়।
দুঃখজনক হলেও সত্য, অসংখ্য শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে না। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, তুরস্ক ও সিরিয়ার এই ভূমিকম্পে কয়েক হাজার শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে।
গতকাল সোমবারের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তুরস্কেই নিহত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার। আর সিরিয়ায় নিহত হয়েছেন ১ হাজার ৬০০ জনের বেশি। ক্ষতিগ্রস্ত কয়েক হাজার ভবন।
ইউক্রেন সংকট ঘিরে সম্প্রতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর মধ্যেই একটি পডকাস্টে তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন।
৭ ঘণ্টা আগেভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আজ বুধবার প্রশান্ত মহাসাগরে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের পরপরই এই অগ্ন্যুৎপাত ঘটে। বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের অন্যতম সক্রিয় এবং উচ্চতম এই আগ্নেয়গিরির ঢাল বেয়ে নামছে জ্বলন্ত লাভা।
৮ ঘণ্টা আগেকারিগরি ত্রুটির কারণে লন্ডনের সম্পূর্ণ আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে গ্রীষ্মকালীন ছুটির শুরুতেই চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
৮ ঘণ্টা আগেপর্বতারোহণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুইবারের অলিম্পিক স্বর্ণপদকজয়ী জার্মান ক্রীড়াবিদ লাউরা ডালমেয়ার। সোমবার কারাকোরাম পর্বতমালার লায়লা পিক পর্বত আরোহণের সময় তিনি পাথর ধসে আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছে তাঁর ব্যবস্থাপনা সংস্থা ও জার্মান অলিম্পিক ক্রীড়া সংস্থা।
১০ ঘণ্টা আগে