Ajker Patrika

ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে জন্ম নিল শিশু, বেঁচে নেই মা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ০৭
ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে জন্ম নিল শিশু, বেঁচে নেই মা

চারদিকে ধ্বংসের চিহ্ন আর আহাজারি। সিরিয়া ও তুরস্কে গতকালের ভয়াবহ ভূমিকম্প-পরবর্তী চিত্র এখন এমন। এর মাঝেই জন্ম নিল ফুটফুটে এক নবজাতক। ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচেই নবজাতকটির জন্ম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া নবজাতককে হাতে নিয়ে দৌড়ে আসছেন এক উদ্ধারকর্মী। সে সময় আরেক উদ্ধারকর্মীকে কাপড় এগিয়ে দিতে দেখা যায়। তবে দুর্ভাগ্যজনক, নবজাতকের মা মারা গেছেন।

ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পোর আফরিন শহরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় ওই নবজাতককে। সদ্যোজাত শিশুটির মা কিংবা পরিবারের অন্য কেউ বেঁচে নেই। এ ছাড়া নবজাতকের বর্তমান অবস্থা জানা যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছেএদিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে সিরিয়া ও তুরস্কে আরও কয়েকটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি শিশুকে প্রায় ২০ ঘণ্টা আটকা পড়ে থাকার পর উদ্ধার করা হয়। সিরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের প্রকাশ করা একটি ভিডিওতে শিশুটিকে উদ্ধারের মুহূর্ত দেখা যায়। 

দুঃখজনক হলেও সত্য, অসংখ্য শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে না। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, তুরস্ক ও সিরিয়ার এই ভূমিকম্পে কয়েক হাজার শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে। 

গতকাল সোমবারের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তুরস্কেই নিহত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার। আর সিরিয়ায় নিহত হয়েছেন ১ হাজার ৬০০ জনের বেশি। ক্ষতিগ্রস্ত কয়েক হাজার ভবন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত