Ajker Patrika

বিশ্বে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত 

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০৮: ৫৬
বিশ্বে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত 

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২৯২ জন। যা গতদিন ছিল ১০ হাজার ৪১০।  গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৭ লাখ ১০ হাজার ৭২৫ জন। আগের দিন ছিল ৭ লাখ ২ হাজার ১৭৩।     

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৫৩৭ জন।  এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৩ হাজার ৬৪৯ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৩৬ হাজার ২৯৮ জন মারা গেছেন।    

ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৬৬ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭০৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৭ লাখ ৭৪ হাজার ১৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৩ হাজার ৬৬৪ জনের।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৬২ লাখ ২৯ হাজার ৪৪৯ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ লাখ ৪৭ হাজার ৮৮৮ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৮৬৪ জন।   

উল্লেখ্য, ২০১৯ সালের শেষদিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত