Ajker Patrika

বাংলাদেশসহ ৪টি দেশের ওপর বিমান চলাচল স্থগিতের মেয়াদ বাড়াল এমিরেটস

বাংলাদেশসহ ৪টি দেশের ওপর বিমান চলাচল স্থগিতের মেয়াদ বাড়াল এমিরেটস

করোনা সংক্রমণের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার ও ভারতের সঙ্গে বিমান চলাচল আগামী ৭ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে এমিরেটস এয়ারলাইনস। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

জানা গেছে, আমিরাত সরকারের নির্দেশ অনুযায়ী এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে এমিরেটস। দুবাইভিত্তিক বিমান পরিবহন সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ওপর এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৭ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

প্রসঙ্গত, এর আগে সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমিরাত সরকার। পরে নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। বর্তমান করোনা পরিস্থিতির বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয় আমিরাত সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত