ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় সারা পৃথিবীতে অন্তত ২৫ কোটি মানুষ এখন চরম দারিদ্র্যের মুখে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। এ ছাড়া এই যুদ্ধ খুব শিগগির আরও অন্তত ১০০ কোটি মানুষকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অক্সফাম এসব তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
অক্সফাম বলেছে, করোনা মহামারির পর এই পরিস্থিতি বিশ্বের অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। সংস্থাটি দরিদ্র দেশগুলোর ঋণ মওকুফ করতে আন্তর্জাতিক দাতা সম্প্রদায়গুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
অক্সফামের নির্বাহী পরিচালক গ্যাব্রিয়েলা বুচার বলেছেন, ‘এই মুহূর্তে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আমরা হয়তো চরম দারিদ্র্য ও মানবতার সবচেয়ে গভীর পতনের সাক্ষী হব।’
সংবাদ সম্মেলনে গ্যাব্রিয়েলা বুচার আরও বলেন, ‘ঋণগ্রস্ত দেশগুলো জ্বালানি ও খাদ্য আমদানির ক্রমবর্ধমান ব্যয় মেটাতে জনসাধারণের ব্যয় কমাতে বাধ্য হতে পারে।’
আগামী সপ্তাহে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বসন্তকালীন বৈঠক রয়েছে অক্সফামের। তার আগে সংবাদ সম্মেলন করল অক্সফাম। আন্তর্জাতিক এই দাতব্য সংস্থা বলেছে, সবচেয়ে বেশি ঋণের মুখোমুখি হওয়া কয়েক ডজন দেশের জন্য অন্তত ৩০ বিলিয়ন ডলার ঋণ মওকুফ করা প্রয়োজন।
এর আগে বিশ্বব্যাংক জানিয়েছিল, করোনা মহামারি এ বছর ১৯ কোটি ৮০ লাখ মানুষকে চরম দারিদ্র্যের মধ্যে ঠেলে দিতে পারে।
অক্সফাম বলেছে, ইউক্রেন যুদ্ধ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আরও অন্তত ৬ কোটি ৫০ লাখ মানুষ চরম দরিদ্র্যের ঝুঁকির মধ্যে রয়েছে। ধারণা করা হচ্ছে, দারিদ্র্যজনিত কারণে অন্তত ২ কোটি ৮০ লাখ মানুষ অপুষ্টির শিকার হবে।
মহামারি ও ইউক্রেন যুদ্ধের মতো সময়ের মধ্যেও যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান লাভবান হয়েছে, তাদের ওপর আরও কর আরোপ করার আহ্বান জানিয়েছে অক্সফাম। এ ছাড়া দরিদ্র দেশগুলোর জন্য জি-২০কে ১০০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি দরিদ্র দেশগুলোকে ভর্তুকি দেওয়া এবং পণ্য পরিষেবার ওপর কর কমানোর কথাও বলেছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা গত সপ্তাহে এক প্রতিবেদনে বলেছে, ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্যপণ্য আগের চেয়ে ব্যয়বহুল হয়েছে। গত বছর মার্চ মাসের চেয়ে এ বছর মার্চ মাসে খরচ বেড়েছে এক-তৃতীয়াংশেরও বেশি।
বুচার বলেছেন, ‘সরকারগুলো দারিদ্র্য মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে যে গাফিলতি দেখিয়েছে, তা অমার্জনীয়। মানুষকে ক্ষুধা ও দারিদ্র্য থেকে বের করে আনার এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপায় সরকারের হাতে নেই তা আমাদের বিশ্বাস হয় না। আমরা এসব ক্ষেত্রে কেবল অর্থনৈতিক পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছার অনুপস্থিতিই দেখতে পাই।’
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় সারা পৃথিবীতে অন্তত ২৫ কোটি মানুষ এখন চরম দারিদ্র্যের মুখে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। এ ছাড়া এই যুদ্ধ খুব শিগগির আরও অন্তত ১০০ কোটি মানুষকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অক্সফাম এসব তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
অক্সফাম বলেছে, করোনা মহামারির পর এই পরিস্থিতি বিশ্বের অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। সংস্থাটি দরিদ্র দেশগুলোর ঋণ মওকুফ করতে আন্তর্জাতিক দাতা সম্প্রদায়গুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
অক্সফামের নির্বাহী পরিচালক গ্যাব্রিয়েলা বুচার বলেছেন, ‘এই মুহূর্তে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আমরা হয়তো চরম দারিদ্র্য ও মানবতার সবচেয়ে গভীর পতনের সাক্ষী হব।’
সংবাদ সম্মেলনে গ্যাব্রিয়েলা বুচার আরও বলেন, ‘ঋণগ্রস্ত দেশগুলো জ্বালানি ও খাদ্য আমদানির ক্রমবর্ধমান ব্যয় মেটাতে জনসাধারণের ব্যয় কমাতে বাধ্য হতে পারে।’
আগামী সপ্তাহে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বসন্তকালীন বৈঠক রয়েছে অক্সফামের। তার আগে সংবাদ সম্মেলন করল অক্সফাম। আন্তর্জাতিক এই দাতব্য সংস্থা বলেছে, সবচেয়ে বেশি ঋণের মুখোমুখি হওয়া কয়েক ডজন দেশের জন্য অন্তত ৩০ বিলিয়ন ডলার ঋণ মওকুফ করা প্রয়োজন।
এর আগে বিশ্বব্যাংক জানিয়েছিল, করোনা মহামারি এ বছর ১৯ কোটি ৮০ লাখ মানুষকে চরম দারিদ্র্যের মধ্যে ঠেলে দিতে পারে।
অক্সফাম বলেছে, ইউক্রেন যুদ্ধ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আরও অন্তত ৬ কোটি ৫০ লাখ মানুষ চরম দরিদ্র্যের ঝুঁকির মধ্যে রয়েছে। ধারণা করা হচ্ছে, দারিদ্র্যজনিত কারণে অন্তত ২ কোটি ৮০ লাখ মানুষ অপুষ্টির শিকার হবে।
মহামারি ও ইউক্রেন যুদ্ধের মতো সময়ের মধ্যেও যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান লাভবান হয়েছে, তাদের ওপর আরও কর আরোপ করার আহ্বান জানিয়েছে অক্সফাম। এ ছাড়া দরিদ্র দেশগুলোর জন্য জি-২০কে ১০০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি দরিদ্র দেশগুলোকে ভর্তুকি দেওয়া এবং পণ্য পরিষেবার ওপর কর কমানোর কথাও বলেছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা গত সপ্তাহে এক প্রতিবেদনে বলেছে, ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্যপণ্য আগের চেয়ে ব্যয়বহুল হয়েছে। গত বছর মার্চ মাসের চেয়ে এ বছর মার্চ মাসে খরচ বেড়েছে এক-তৃতীয়াংশেরও বেশি।
বুচার বলেছেন, ‘সরকারগুলো দারিদ্র্য মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে যে গাফিলতি দেখিয়েছে, তা অমার্জনীয়। মানুষকে ক্ষুধা ও দারিদ্র্য থেকে বের করে আনার এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপায় সরকারের হাতে নেই তা আমাদের বিশ্বাস হয় না। আমরা এসব ক্ষেত্রে কেবল অর্থনৈতিক পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছার অনুপস্থিতিই দেখতে পাই।’
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৪ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৮ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১০ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১২ ঘণ্টা আগে