Ajker Patrika

বিশ্বে করোনায় দৈনিক শনাক্তে শীর্ষে জার্মানি, মৃত্যুতে রাশিয়া

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ০৫
বিশ্বে করোনায় দৈনিক শনাক্তে শীর্ষে জার্মানি, মৃত্যুতে রাশিয়া

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে নতুন করে সংক্রমণ বাড়ছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে ইউরোপের দুই দেশ। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৩১১ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৭০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছে ৫৭ লাখ ৪৪ হাজার ৫১৭ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ১ হাজার ৩৪০ জনের। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩৯ জনের। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ৩৩ হাজার ৯৪৬ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯৫ লাখ ৩৬ হাজার ৮২৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭১ হাজার ৫৩১ জনের। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মোট করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৮১ হাজার ৩০ জনের। গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৬ জনের। 

বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছে ২৬ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৫০৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫২ লাখ ১২ হাজার ৩৪১ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২৩ কোটি ৬০ লাখ ৬২ হাজার ৭৫৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত