Ajker Patrika

মালদ্বীপে স্বাধীনতা দিবস উদ্‌যাপন 

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৩: ৫২
মালদ্বীপে স্বাধীনতা দিবস উদ্‌যাপন 

যথাযথ মর্যাদায় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫১তম মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়।

এ ছাড়া রাজধানী মালের বিদ্যুৎ বিভাগের অডিটোরিয়ামে সান্ধ্যকালীন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় জাতীয় সংগীত। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী  ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান হাইকমিশনের কর্মকর্তারা। একই সঙ্গে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে দূতাবাসের প্রথম সচিব ও হেড অব চাঞ্চেরী স্বাগত বক্তব্য রাখেন। প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিআইপি সোহেল রানা ও ডা. মোক্তার আলী লস্কর।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অপরিসীম ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। হাইকমিশনার প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং দেশের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধিতে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় দিবস উপলক্ষে কেক কাটা হয়। সবশেষে নীল দরিয়া শিল্পগোষ্ঠীর মনোজ্ঞ দেশাত্মবোধক সংগীত পরিবেশন ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত