Ajker Patrika

৬ ফুটের সঙ্গী চেয়ে সমালোচনার মুখে ৫ ফুটের সেলেব্রিটি

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১০: ৩৬
৬ ফুটের সঙ্গী চেয়ে সমালোচনার মুখে ৫ ফুটের সেলেব্রিটি

লম্বা পুরুষ ছাড়া কারো সঙ্গে প্রেম করবেন না বলে সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলের উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়ার সেলেব্রিটি ক্যারোলিনা সান্তোস। গত সপ্তাহে ক্যারোলিনার ভক্তরা ডেটিং অ্যাপে তাঁর আইডি খুঁজে পায়। সেখানে তিনি লিখেছেন, ৬ ফুটের চেয়ে কম উচ্চতার কারও সঙ্গে তিনি সময় কাটাতে ইচ্ছুক নন। 

ডেটিং অ্যাপে এমন বক্তব্য দেখে ক্যারোলিনার ভক্তরা আশ্চর্য হন। এরপর তাঁর এই বক্তব্যর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। 

৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই সেলেব্রিটি এক সন্তানের জননী। তিনি ডেটিং অ্যাপে লিখেছিলেন, ‘তুমি ৬ ফুট বা তাঁর চেয়ে লম্বা হলে কমেন্ট করো, নতুবা ভাগো।’ 
 
গত ১৪ এপ্রিল ইনস্টাগ্রামে দ্য ওয়াশ নামের একটি আইডি থেকে ক্যারোলিনার ডেটিং অ্যাপের প্রোফাইলের স্ক্রিনশট পোস্ট করা হয়। ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়, ক্যারোলিনা বিয়ে করার জন্য পাত্র নির্বাচনের বিষয়ে অমানবিক বক্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন। 

ক্যারোলিনার ডেটিং অ্যাপের প্রোফাইলের ওই স্ক্রিনশট এখনো সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। সেটিকে নিয়ে নানা সমালোচনা ও হাস্যরস করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত